মাকসুদুর রহমান

বাংলাদেশী ফুটবলার

মোহাম্মদ মাকসুদুর রহমান মোস্তাক (জন্ম: ১৯ অক্টোবর ১৯৯০; মাকসুদুর রহমান নামে সুপরিচিত) হলেন একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব ঢাকা মোহামেডান এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।

মাকসুদুর রহমান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মোহাম্মদ মাকসুদুর রহমান মোস্তাক
জন্ম (1990-10-19) ১৯ অক্টোবর ১৯৯০ (বয়স ৩৪)
জন্ম স্থান বাংলাদেশ
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ঢাকা মোহামেডান
জার্সি নম্বর ৪০
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১১–২০১২ মুক্তিযোদ্ধা সংসদ
২০১২–২০১৬ শেখ জামাল
২০১৭–২০১৯ শেখ রাসেল ১১ (০)
২০২০ বসুন্ধরা কিংস (০)
২০২১–২০২২ মুক্তিযোদ্ধা সংসদ (০)
২০২২– ঢাকা মোহামেডান (০)
জাতীয় দল
২০১২– বাংলাদেশ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৮:১২, ২০ ডিসেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭:০৫, ৪ এপ্রিল ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১১–১২ মৌসুমে, বাংলাদেশী ক্লাব মুক্তিযোদ্ধা সংসদের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি মাত্র ১ মৌসুম অতিবাহিত করেছেন। অতঃপর ২০১২–১৩ মৌসুমে তিনি শেখ জামালে যোগদান করেছেন। শেখ জামালে ৪ মৌসুম অতিবাহিত করার পর শেখ রাসেলের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে তিনি ১১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। পরবর্তীকালে, তিনি বসুন্ধরা কিংস এবং মুক্তিযোদ্ধা সংসদের হয়ে খেলেছেন। ২০২২–২৩ মৌসুমে, তিনি মুক্তিযোদ্ধা সংসদ হতে বাংলাদেশী ক্লাব ঢাকা মোহামেডানে যোগদান করেছেন।

২০১২ সালে, মোস্তাক বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বাংলাদেশের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন। দলগতভাবে, মোস্তাক এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো শেখ জামালের হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

মোহাম্মদ মাকসুদুর রহমান মোস্তাক ১৯৯০ সালের ১৯শে অক্টোবর তারিখে বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

২০১২ সালের ২০শে সেপ্টেম্বর তারিখে, মাত্র ২১ বছর ১১ মাস ২ দিন বয়সে, মোস্তাক নেপালের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছেন, তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন।[] ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছিল।[] বাংলাদেশের হয়ে অভিষেকের বছরে মোস্তাক সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
৪ এপ্রিল ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
বাংলাদেশ ২০১২
সর্বমোট

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Nepal vs. Bangladesh"ন্যাশনাল-ফুটবল-টিমস (ইংরেজি ভাষায়)। ২০ সেপ্টেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২১ 
  2. "International friendlies • Regular"ইউরোস্পোর্ট (ইংরেজি ভাষায়)। ২০ সেপ্টেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা