মাকরাই রাজ্য [১] ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি পূর্বতন দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি মধ্য ভারত এজেন্সির ভোপাল এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো।[২] রাজ্যটির রাজধানী মাকরাই গ্রামটি বর্তমানে মধ্যপ্রদেশ রাজ্যে হারদা জেলায় অবস্থিত।

মাকরাই রাজ্য
मकराइ
ব্রিটিশ ভারত দেশীয় রাজ্য
১৬৬৩–১৯৪৮
মাকরাই রাজ্যের পতাকা
পতাকা

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত মাকরাই রাজ্যের মানচিত্র
রাজধানীমাকরাই
আয়তন 
• ১৯০১
৪০১ বর্গকিলোমিটার (১৫৫ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯০১
১৩,০২৫
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৬৬৩
১৯৪৮
পূর্বসূরী
উত্তরসূরী
মারাঠা সাম্রাজ্য
ভারত
বর্তমানে যার অংশহারদা জেলা, মধ্যপ্রদেশ, ভারত
মাকরাই রাজ্যের রাজার ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ী

মাকরাই রাজ্য ৪০১ বর্গকিলোমিটার (১৫৫ মা) অঞ্চল জুড়ে বিস্তৃত ছিলো, এটি ছিলো ব্রিটিশ শাসিত মধ্যপ্রদেশের নর্মদা বিভাগ দ্বারা পরিবেষ্ঠিত একটি দেশীয় রাজ্য৷ ১৮৯২ খ্রিস্টাব্দে মাকরাই রাজ্যের জনসংখ্যা ছিলো ১৬,৭৮৪ জন৷ কিন্তু ভয়ঙ্কর খরার ফলে ১৯০১ খ্রিস্টাব্দে তা কমে দাঁড়ায় ১৩,০২৫ জন৷ রাজ্যটির শাসক ছিলেন রাজপুত এবং উপাধি ছিলো মহারাজা৷ [৩] জনশ্রুতি অনুসারে শাসক পরিবার মূলত ছীলেন বর্তমান হারদা জেলার কালীভিট তালুকে৷

ইতিহাস সম্পাদনা

জনশ্রুতি অনুসারে ১৬৬৩ খ্রিস্টাব্দে রাজগোণ্ড রাজা কর্কট রায় মাকরাই দেশীয় রাজ্যের প্রতিষ্ঠা করেন৷ তিনি পারিবারিকভাবে হারদা তহশিলে বাস করতেন৷ খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীতে সিন্ধিয়া ও পেশোয়ার সৈন্যরা মাকরাইয়ের কালীভিট ও চারোয়ার জঙ্গল আচ্ছন্ন অংশ নিজেদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। ১৮৯০ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ব্রিটিশ সরকার অপটু প্রশাসনের অছিলায় স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে এই রাজ্যটিকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করার চেষ্টা করে। ১৮৯৩ খ্রিস্টাব্দে ব্রিটিশ শীর্ষ কমিশনার স্থানীয় রাজাকে দেওয়ান হয়ে থাকার শর্তে পুনরায় ওই রাজ্যের সিংহাসনে নিযুক্ত করেন।

১৯৩৩ খ্রিস্টাব্দ পর্যন্ত মাকরাই রাজ্য ব্রিটিশ ভারতের মধ্য ভারত এজেন্সির অন্তর্ভুক্ত ছিল, যা ছিল মধ্য প্রদেশ ও বেরার প্রদেশের অন্তর্গত। পরে এটিকে মধ্য ভারত এজেন্সিরই ভোপাল এজেন্সিতে হস্তান্তর করা হয়।

১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের পর এই রাজগড় রাজ্য ভারতীয় অধিরাজ্যের অন্তর্ভুক্ত হয়। স্বাধীন ভারতে প্রাথমিকভাবে ১৯৪৮ খ্রিস্টাব্দে এটিকে মধ্যভারত ও পরে ১৯৫৬ খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর তারিখে নবগঠিত মধ্যপ্রদেশ রাজ্যে অংশীভূত করা হয়।[৪][৫]

২০১২ খ্রিস্টাব্দ অবধি মাকরাইয়ের নামমাত্র শেষ রাজা অজয় সহ ১৯৮৭ খ্রিস্টাব্দে প্রতীকিভাবে রাজ সিংহাসনে বসেন।[৬]

শাসকবর্গ সম্পাদনা

মাকরাই দেশীয় রাজ্যের রাজারা প্রাথমিকভাবে রাজা উপাধিতে ও ১৯২৯ খ্রিস্টাব্দের পর থেকে রাজা সাহেব উপাধিতে ভূষিত হতেন৷

রাজা সম্পাদনা

১৭৪৯ খ্রিস্টাব্দে রাণী বিরাজকুণে ব্যতীত রাজ্যের সমস্ত শাসকই পুরুষ ছিলেন৷[৭]

  • ১৬৬৩ - .... রাজা মকরন্দ শাহ
  • .... - .... রাজা ফতে শাহ (রাণী বিরাজকুণেকে বিবাহ করেন
  • ১৭৪৯ - .... রাণী বিরাজকুণে
  • .... - ১৭৬৫ রাজা ধর শাহ
  • ১৭৬৫ - .... রাজা ভরত শাহ
  • .... - .... রাজা উদয় শাহ
  • ১৮৩২ - ১৮৬৬ রাজা দেবীশাহ হাতরিয়া রায়
  • ১৮৬৬ - ১৯১১ রাজা লাচ্ছুশাহ হাতরিয়া রায় (ওরফে ভরত শাহ)
  • ১৯১১ - ১৯১৮ রাজা ছত্রশালশাহ হাতরিয়া রায়
  • ১৯১৮ - ১৯২৯ রাজা দৃগপালশাহ হাতরিয়া রায়
  • ১৯২৯ - ১৫ আগস্ট ১৯৪৭ রাজাসাহেব তোডরশাহ হাতরিয়া রায়

তথ্যসূত্র সম্পাদনা

  1. Imperial Gazetteer of India19। Clarendon Press। ১৯০৮। পৃষ্ঠা 241। 
  2. David P. Henige (২০০৪)। Princely states of India: a guide to chronology and rulers। Orchid Press। পৃষ্ঠা 22। আইএসবিএন 978-974-524-049-0 
  3. Rajput Provinces of India - Makrai
  4. http://www.indianrajputs.com/view/makrai#present-ruler
  5. https://dsal.uchicago.edu/reference/gazetteer/text.html?objectid=DS405.1.I34_V15_284.gif
  6. "Makrai (Princely State)"। ২৭ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২০ 
  7. Indian Princely States