মাওলা ব্রাদার্স
বাংলাদেশের প্রকাশনা কোম্পানি
মাওলা ব্রাদার্স বাংলাদেশের ঢাকায় অবস্থিত বই প্রকাশনা সংস্থা। ১৯৫৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়। বিষয় ও গুণ-মানসম্মত সর্বাধিক বই প্রকাশের জন্য বাংলা একাডেমি ২০১৫ সালে মাওলা ব্রাদার্সকে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার প্রদান করে।[১]
অবস্থা | সক্রিয় |
---|---|
প্রতিষ্ঠাকাল | ১৯৫৪ |
প্রতিষ্ঠাতা | খান বাহাদুর জিয়াউল হক |
দেশ | বাংলাদেশ |
সদরদপ্তর | বাংলাবাজার, ঢাকা |
পরিবেশন | বাংলাদেশ |
প্রকাশনা | বই |
বিষয়বস্তু | কথাসাহিত্য, গবেষণা |
প্রকার | কাব্যগ্রন্থ, উপন্যাস, সমালোচনা, মুক্তিযুদ্ধ |
মালিক | আহমেদ মাহমুদুল হক |
ওয়েবসাইট | mowlabrothers |
প্রকাশনা
সম্পাদনাপ্রতিষ্ঠার সময়ে মাওলা ব্রাদার্স মূলত শিক্ষামূলক পুস্তক প্রকাশনা করতো। ১৯৬১ সালে আবদুশ শাকুরের ক্ষীয়মাণ এবং পরবর্তীতে সৈয়দ শামসুল হকের রক্তগোলাপ, অনুপম দিন, সীমানা ছাড়িয়ে; ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস খোয়াবনামা প্রকাশ করে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মান বিচারে বেশি বই প্রকাশের পুরস্কার পেল মাওলা ব্রাদার্স"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৭ ফেব্রুয়ারি ২০১৬। ২৭ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২১।