মাইকেল মান
মাইকেল কেনেথ মান (ইংরেজি: Michael Kenneth Mann; জন্ম: ৫ ফেব্রুয়ারি ১৯৪৩) হলেন একজন মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। তিনি অপরাধ নাট্যধর্মী ধারার স্বাতন্ত্র্য চলচ্চিত্র নির্মাণের জন্য প্রসিদ্ধ।[১] তার সবচেয়ে সমাদৃত চলচ্চিত্রগুলো হল থিফ (১৯৮১), ম্যানহান্টার (১৯৮৬), দ্য লাস্ট অব দ্য মোহিকান্স (১৯৯২), হিট (১৯৯৫), দি ইনসাইডার (১৯৯৯), কোল্যাটেরাল (২০০৪), ও পাবলিক এনিমিজ (২০০৯)। এছাড়া তিনি জনপ্রিয় টিভি ধারাবাহিক মায়ামি ভাইস (১৯৮৪-৮৯)-এর নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন, যা তিনি ২০০৬ সালে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন।
মাইকেল মান | |
---|---|
জন্ম | মাইকেল কেনেথ মান ফেব্রুয়ারি ৫, ১৯৪৩ |
মাতৃশিক্ষায়তন | উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়, স্নাতক ১৯৬৫ লন্ডন ফিল্ম স্কুল, স্নাতকোত্তর ১৯৬৭ |
পেশা |
|
কর্মজীবন | ১৯৬৮-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | সামার মান (বি. ১৯৭৪) |
সন্তান | ৪ |
চলচ্চিত্র রচনা, পরিচালনা এবং প্রযোজনার জন্য তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সমালোচকদের নিকট থেকে পুরস্কার ও মনোনয়ন লাভ করেন। তিনি দি ইনসাইডার ও দি অ্যাভিয়েটর চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং দি অ্যাভিয়েটর চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি কান, ভেনিস ও গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। টোটাল ফিল্ম মানকে তাদের সর্বকালের ১০০ সেরা পরিচালক তালিকায় ২৮তম স্থান,[২] সাইট অ্যান্ড সাউন্ড তাকে শেষ ২৫ বছরের ১০ সেরা পরিচালক তালিকায় ৫ম স্থান,[৩] এবং এন্টারটেইনমেন্ট উইকলি তাকে ২৫ সেরা সক্রিয় চলচ্চিত্র পরিচালক তালিকায় ৮ম স্থান প্রদান করে।[৪]
নির্মিত চলচ্চিত্রসমূহ
সম্পাদনাপরিচালনা
সম্পাদনা- ১৯৭৯ - দ্য জেরিচো মাইল
- ১৯৮১ - থিফ
- ১৯৮৩ - দ্য কিপ
- ১৯৮৬ - ম্যানহান্টার
- ১৯৮৯ - এলএ টেকডাউন
- ১৯৯২ - দ্য লাস্ট অফ দ্য মোহিকান্স
- ১৯৯৫ - হিট
- ১৯৯৯ - দ্য ইনসাইডার
- ২০০১ - আলি
- ২০০৪ - কোল্যাটেরাল
- ২০০৬ - মায়ামি ভাইস
- ২০০৮ - দ্য ফিউ
প্রযোজনা
সম্পাদনা- ২০০৪ - দি অ্যাভিয়েটর
- ২০০৭ - দ্য কিংডম
- ২০০৮ - হ্যানকক
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Editors। "Michael Mann"। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "The Greatest Directors Ever"। টোটাল ফিল্ম। আগস্ট ২০, ২০০৭। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২১।
- ↑ [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত মার্চ ১২, ২০১২ তারিখে
- ↑ "25 Greatest Active Film Directors"। এন্টারটেইনমেন্ট উইকলি। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২১।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে মাইকেল মান (ইংরেজি)
- Michael Mann on Instagram
- Senses of Cinema: Great Directors Critical Database
- Literature on Michael Mann
সাক্ষাৎকার
- Entertainment Weekly: Part I ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ জানুয়ারি ২০১৫ তারিখে Part II ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৪ জুলাই ২০১৪ তারিখে
- L.A. Weekly ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৩-১০-২৪ তারিখে
- DGA magazine
- Salon ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ এপ্রিল ২০০৯ তারিখে
- "Paint It Black" – Sight and Sound