মহেশপুর ইউনিয়ন, রায়পুরা

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার একটি ইউনিয়ন

মহেশপুর ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার রায়পুরা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]

মহেশপুরর
ইউনিয়ন
মহেশপুর ইউনিয়ন পরিষদ।
মহেশপুরর ঢাকা বিভাগ-এ অবস্থিত
মহেশপুরর
মহেশপুরর
মহেশপুরর বাংলাদেশ-এ অবস্থিত
মহেশপুরর
মহেশপুরর
বাংলাদেশে মহেশপুর ইউনিয়ন, রায়পুরার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৮′২″ উত্তর ৯০°৫২′৩১″ পূর্ব / ২৩.৯৬৭২২° উত্তর ৯০.৮৭৫২৮° পূর্ব / 23.96722; 90.87528 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলানরসিংদী জেলা
উপজেলারায়পুরা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা সম্পাদনা

রায়পুরা উপজেলা এর অন্তর্গত মেঘনা নদীর তীরবর্তী ইউনিয়ন। যাহার পাশ্ববর্তী হউনিয়ন মুছাপুর ও মির্জাপুর ও রায়পুরা। উপজেলা হইতে আনুমানিক ৮ কিলোমিটার দূরে অবস্থিত মহেশপুর ইউনিয়ন।

ইতিহাস সম্পাদনা

প্রশাসনিক এলাকা সম্পাদনা

  • 01=বেগমাবাদ থানাকান্দি
  • 02=বেগমাবাদ কাচারকান্দী
  • 03=বেগমাবাদ হোগলাকন্দি
  • 04=বেগমাবাদ ঝাউকান্দি
  • 05=বেগমাবাদ সাইন্ধাকান্দি ( ঝাউকান্দির অন্তর্ভুক্ত)
  • 07= দৌলতকান্দি
  • 08=বেগমাবাদ কড়ইপুর
  • 09= ঘাগটিয়া (পূর্ব নাম সাইন্ধাডোবা)
  • 10=সাপমারা
  • 11=মান্দালিয়া
  • 12=মানিক নগর
  • 13=আলগী
  • 14=কুরেরপার
  • 15=মহেশপুর
  • 16=জয়নগর

আয়তন ও জনসংখ্যা সম্পাদনা

স্কয়ার 6 কিলোমিটার । জনসংখ্যা প্রায় 20 হাজার ।

শিক্ষা সম্পাদনা

শিক্ষার হার : ৮৫% জনগণ শিক্ষিত

শিক্ষা প্রতিষ্ঠান মহেশপুর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ।

  • 2 = দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
  • 3 = বেগমাবাদ মোছলেহ উদ্দিন ভূঁইয়া কলেজ
  • 4 = দৌলতকান্দি এম বি উচ্চ বিদ্যালয়
  • 5 = বেগমাবাদ ওয়াছিল উদ্দিন মুন্সী হাই স্কুল
  • 6 = মাদ্রাসাতুত তাওহীদ বেগমাবাদ
  • 7 = ঝাউকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়
  • 8 = বীর শ্রেষ্ঠ মতিউর রহমান সরকারী প্রাথমিক
  • বিদ্যালয়
  • 9 = কাচারকান্দী প্রাথমিক বিদ্যালয়
  • 10 = থানাকান্দি প্রাথমিক বিদ্যালয়
  • 11 = ঘাগটিয়া প্রাথমিক বিদ্যালয়
  • 12 = তালুককান্দি প্রাথমিক বিদ্যালয়
  • 13 = ঘাগটিয়া মাদ্রাসা
  • 14 = তালুককান্দি শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা
  • 15 = মাতৃছায়া কিন্ডারগার্টেন

মহেশপুর ইউনিয়নের অনন্য গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ

  • 1 = মানিক নগর প্রথমিক বিদ্যালয়
  • 2 = আলগী প্রাথমিক বিদ্যালয়
  • 3 = কুরেরপার প্রাথমিক বিদ্যালয়
  • 4 = মহেশপুর প্রাথমিক বিদ্যালয়
  • 5 = সাপমারা প্রাথমিক বিদ্যালয়
  • 6 = জয়নগর হাইস্কুল

দর্শনীয় স্থান সম্পাদনা

বেগমাবাদ ইদ গাঁ মাঠ

  • ইটের ভাটা মেঘনা নদীর তীর
  • দৌলতকান্দি স্টেশন
  • মহেশপুর কুড়ের তীর

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

1. চিত্র শিল্পী শাহাব উদ্দিন

উল্লেখ যোগ্য কাজ সমূহ

১.ওরশের পরিবর্তে ওয়াজ ও দোয়ার মাহফিল


জনপ্রতিনিধি সম্পাদনা

অর্থবছর= 2022 -2027

  • ফরহাদ হোসেন চানঁমিয়া খাঁ (চেয়ারম্যান)- ০১৭৩৬৪৪৩৬২৯
  • যাদব চন্দ্র বিশ্বাস (সচির)
  • শরিফুল ইসলাম জীবন (উদ্যোক্তা) - ০১৭৩৬৪৪৩৬২৯
  • রেদুয়ান সেতু (হিসাব সহকারী)
  • সেলিম মিয়া (সদস্য ১নং ওয়ার্ড)
  • মতিন মিয়া (সদস্য ২নং ওয়ার্ড)
  • আব্দুস সাদেক (সদস্য ৩নং ওয়ার্ড)
  • মোঃ সোহেল মিয়া (সদস্য ৪নং ওয়ার্ড)
  • মোঃ ধন মিয়া (সদস্য ৫নং ওয়ার্ড)
  • মোঃ আফাজ উদ্দিন (সদস্য ৬নং ওয়ার্ড)
  • মোঃ মিনু মিয়া (সদস্য ৭নং ওয়ার্ড)
  • মোঃ হাবিবুর রহমান (সদস্য ৮নং ওয়ার্ড)
  • আঃ রশিদ মিয়া (সদস্য ৯নং ওয়ার্ড)
  • পারভীন বেগম (মহিলা সদস্য ১, ২,৩ নং ওয়ার্ড)
  • রওশন আরা (মহিলা সদস্য ৪, ৫,৬ নং ওয়ার্ড)
  • নাজমা বেগম (মহিলা সদস্য ৭, ৮,৯ নং ওয়ার্ড)


তথ্যসূত্র সম্পাদনা

অত্র ইউনিয়ন এর পূর্ববতী চেয়ারম্যানগণের তালিকা

১) সিদ্দিকুর রহমান =২০০৬-২০১২

২) ফরহাদ হোসেন চাঁনমিয়া খাঁ = ২০১২-২০১৭

৩) আব্দুর রউফ = ২০১৭-২০২২

৪) ফরহাদ হোসেন চাঁনমিয়া খা = ২০২২-২০২৭


  1. "মহেশপুর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০ 
  2. "রায়পুরা উপজেলা"বাংলাপিডিয়া। ৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০