ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত একটি স্নাতক পর্যায়ের প্রথম সারির সরকারি প্রকৌশল কলেজ[] ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজটি প্রতিষ্ঠালগ্ন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অধিভূক্ত। প্রশাসনিকভাবে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন একটি প্রতিষ্ঠান।

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ
ধরনপাবলিক প্রকৌশল কলেজ
স্থাপিত২০০৭
অধ্যক্ষঅধ্যাপক ড. প্রকৌ. মোঃ মিজানুর রহমান
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২৫
শিক্ষার্থী৭০০+[]
স্নাতক৭০০+
ঠিকানা
রহমতপুর বাইপাস মোড়, খাগডহর, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ-২২০৮
, ,
শিক্ষাঙ্গনস্থায়ী ক্যাম্পাস, ৭.০০ একর
পোশাকের রঙনির্দিষ্ট নেই
অধিভুক্তিঢাকা বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটwww.mec.ac.bd
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

বাংলাদেশকে তথ্য ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলার লক্ষ্যে ২০০৫ সালে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনা প্রকল্প অনুমোদন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় ২০০৯ সালে ময়মনসিংহ বিভাগের একমাত্র প্রকৌশল শিক্ষার বিদ্যাপীঠ হিসেবে ৬০ জন ছাত্র-ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রাক্তন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ২০০৯ সালে ইইই ডিপার্টমেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

২০২৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী এই কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করে ময়মনসিংহ প্রকৌশল বিশ্ববিদ্যালয় করা হবে বলে জানান।[][]

 
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ

অবস্থান

সম্পাদনা

ময়মনসিংহ শহর থেকে প্রায় ৭কি.মি. দূরে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের পাশে রহমতপুর বাইপাস মোড় সংলগ্ন ক্যাম্পাসটি খাগডহর, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ অবস্থিত।

অবকাঠামো

সম্পাদনা
 
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ

৩টি একাডেমিক ভবন, ১টি পাঠাগার ও কম্পিউটার ভবন, অধ্যক্ষের বাসভবন, শিক্ষক ও কর্মকর্তাদের বাসভবন নিয়ে মোট ১৩ টি ভবন নিয়ে কলেজের পুরো কাঠামোটি গঠিত। এছাড়াও ছাত্রদের জন্য ২টি ও ছাত্রীদের ১টি আবাসিক হল রয়েছে। ধর্মীয় উপাসনার জন্য মসজিদ, পূজা কক্ষ এবং ক্যাম্পাসে একটি শহীদ মিনার রয়েছে।

 
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ

বিভাগসমূহ ও আসনসংখ্যা

সম্পাদনা

আসন সংখ্যা

সম্পাদনা
ক্রম বিভাগ আসন সংখ্যা
বি.এস.সি ইন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ৬০
বি.এস.সি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ৬০
বি.এস.সি ইন কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ৬০

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে মোট ৩টি বিভাগ রয়েছে। ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে শুধুমাত্র ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে ৬০ জন ছাত্র-ছাত্রী ভর্তির মাধ্যমে যাত্রা শুরু এই প্রতিষ্ঠানটির। পরবর্তীতে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে পুরকৌশল বিভাগে ৬০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। বর্তমানে ইইই ও পুর বিভাগে ১২০ জন করে ছাত্র-ছাত্রী ভর্তি করানো হয়। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ চালু হয়েছে। বর্তমানে প্রায় ৬০০ জন ছাত্র-ছাত্রী এখানে অধ্যয়ন করছে।

ল্যাব সুবিধা

সম্পাদনা

শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রায় ৩৫০+ উপরে কম্পিউটার ও রয়েছে একটি অত্যাধুনিক পাওয়ার স্টেশন। তিনটি বিভাগ রয়েছে আলাদা আলাদা উন্নতমানের ল্যাব।

  1. ইলেকট্রনিক্স ল্যাব
  2. বৈদ্যুতিক সার্কিট ল্যাব
  3. বৈদ্যুতিক মেশিন ল্যাব
  4. পাওয়ার সিস্টেম এবং উচ্চ ভোল্টেজ ল্যাব
  5. ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ল্যাব
  6. স্ট্রাকচারাল মেশিন ল্যাব
  1. যন্ত্রের শপ
  2. ওয়েল্ডিং শপ
  3. জরিপের দোকান
  4. ফাউন্ড্রি শপ
  5. পরিবহন ল্যাব
  6. অঙ্কন পরীক্ষাগার
  7. হাইড্রোলিক্স ল্যাব
  8. কাঠ শপ
  9. পরিবেশ ল্যাব
  10. চিত্র প্রক্রিয়াকরণ ল্যাব
  11. জিও-টেকনিক্যাল ল্যাব
  1. নেটওয়ার্কিং ল্যাব
  2. সফটওয়্যার ল্যাব
  3. যোগাযোগ ল্যাব
  4. চিত্র ল্যাব
  5. মাইক্রোপ্রসেসর ল্যাব
  • জেনারেল সায়েন্স ল্যাব
  1. পদার্থবিজ্ঞান ল্যাব
  2. রসায়ন বিজ্ঞান ল্যাব

ল্যাব কার্যক্রমের ছবি

সম্পাদনা

শিক্ষক তালিকা

সম্পাদনা

বর্তমানে নিম্নবর্ণিত শিক্ষকমণ্ডলী প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন-

তড়িৎ ও বৈদ্যুতিন প্রকৌশল বিভাগ
সংখ্যা শিক্ষকের নাম পদবি বিষয়
০১ এস এম আনোয়ারুল হক সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান
০২ রাবিয়া আক্তার সহকারী অধ্যাপক --
০৩ মোঃ সালাহউদ্দিন সহকারী অধ্যাপক --
০৪ আবদুল ওয়াহিদ প্রভাষক --
০৫ সুশান্ত দেব নাথ প্রভাষক --
পুরকৌশল বিভাগ
সংখ্যা শিক্ষকের নাম পদবি বিষয়
০১ তাহিয়া রাব্বি সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান
০২ মোঃ নূরুজ্জামান নাহিদ সহকারী অধ্যাপক --
০৩ জেনিয়া সুলতানা প্রভাষক --
কম্পিউটার প্রকৌশল বিভাগ
সংখ্যা শিক্ষকের নাম পদবি বিষয়
০১ রওনক আরা চৌধুরী সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান
০২ খালেদা ফেরদৌসী সহকারী অধ্যাপক --
০৩ অজিফাতুন জান্নাত আঁখি সহকারী অধ্যাপক --
০৪ সাবরিনা সাত্তার সেতু প্রভাষক --
জেনারেল সায়েন্স (নন-টেক) বিভাগ
সংখ্যা শিক্ষকের নাম পদবি বিষয়
০১ মোঃ রফিকুল ইসলাম সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান ও গণিত
০২ ড. আতিকুল ইসলাম বায়েজিদ সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান
০৩ মোহাম্মদ আবদুস সাত্তার টিটু সহকারী অধ্যাপক গণিত
০৪ মোঃ খলিলুর রহমান সহকারী অধ্যাপক রসায়ন
০৫ জেবুন্নেসা রুমা সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান
০৬ মৃণাল কান্তি রায় প্রভাষক রসায়ন
০৭ মোঃ মাহবুবুল ইমাম মজুমদার প্রভাষক পদার্থবিজ্ঞান

ভর্তি প্রক্রিয়া

সম্পাদনা

এসএসসি এবং এইসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা জিপিএ ও প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় অর্জিত নম্বরের ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ পায়। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় সরাসরি নিয়ন্ত্রণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে ভর্তি পরীক্ষায় মেধাক্রম অনুসারে এখানে ভর্তি হওয়ার সুযোগ পায়।

আবাসন ব্যবস্থা

সম্পাদনা

এই কলেজের শিক্ষার্থীদের থাকার জন্য রয়েছে তিনটি হল যার ২টি ছেলেদের জন্য ও ১টি মেয়েদের জন্যঃ

  • অমর একুশে হল - ২০০ ছাত্রের আবাসন সুবিধা সম্পন্ন;
  • মুক্তিযোদ্ধা হল - ২০০ ছাত্রের আবাসন সুবিধা সম্পন্ন;
  • বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি হল - ১৫০ ছাত্রীর আবাসন সুবিধা সম্পন্ন।

কেন্দ্রীয় গ্রন্থাগার

সম্পাদনা

ইন্টারনেট সংবলিত আধুনিক গ্রন্থাগারে রয়েছে প্রয়োজনীয় বইয়ে সমৃদ্ধ। প্রতিটি কক্ষে প্রায় ৮০ জন শিক্ষার্থী অধ্যয়ন করতে পারে। শিক্ষার্থীরা এখান থেকে তাদের প্রয়োজনে বই ইস্যু করে বাসায় নিতে পারে।

কার্যক্রম

সম্পাদনা

সাপ্তাহিক ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ৮.০০ টা থেকে বিকেল ৫.০০টা পর্যন্ত ক্লাস হয়ে থাকে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য শিক্ষা সফরের আয়োজন করা হয়। কলেজে সবরকম প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন করে এর প্রশাসনিক কার্যালয়ে। প্রশাসনিক কার্যালয়ের অধীনস্থ আরো কয়েকটি উপবিভাগ রয়েছে। বছরজুড়েই ক্যাম্পাসে নানারকম সাংস্কৃতিক কর্মকাণ্ড চলে এবং বিশেষ দিবস উদ্‌যাপিত হয়।

অ্যালামনাই

সম্পাদনা

ইতিমধ্যেই ৭০০ এর বেশি প্রকৌশলী ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তাদের স্নাতক সম্পন্ন করেছেন এবং এখন তারা বাংলাদেশের বিভিন্ন সেক্টর যেমন BREB, DPDC, PGCB, NESCO, DMTCL, BSTI, WALTON, BANK ইত্যাদিতে নিযুক্ত আছেন। সম্প্রতি কিছু প্রাক্তন শিক্ষার্থী BPSC থেকে BCS ক্যাডার হিসেবে সুপারিশ হয়েছে। কয়েকজন শিক্ষার্থী বাংলাদেশের স্বনামধন্য পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটিতে সহ নিজ ক্যাম্পাসে প্রভাষক/সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছে। এছাড়াও, অনেক শিক্ষার্থী এখন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়ে বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করছে। একটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ হিসাবে,তারা টেক্সাস বিশ্ববিদ্যালয়, বোস্টন ইউনিভার্সিটি, ম্যাকগিল ইউনিভার্সিটি, কার্লসরুহে ইনস্টিটিউট অফ টেকনোলজি (KIT), কনকর্ডিয়া ইউনিভার্সিটি, কোরিয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (KIST), Tampere University, Aix-Marseille University, University of Siegen, University of Applied Science Upper Austria,এর মতো বিশ্বের বিখ্যাত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে তাও আবার সম্পূর্ণ বৃত্তি সহ। শুধু এই বিশ্ববিদ্যালয়গুলোই নয় অন্যান্য বিশ্ববিদ্যালয়েও। তাছাড়া,অনেক শিক্ষার্থী এখন বাংলাদেশের বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, ডুয়েট, ঢাবি, এমআইএসটি, জাবি,জেএনইউ,বিইউপিতে তাদের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছে।

সহশিক্ষা কার্যক্রম

সম্পাদনা

শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক কাছে নিজেকে সমৃদ্ধ করা সুযোগ রয়েছে।

রোভার ডেন সাংস্কৃতিক সংগঠন

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের রোভার স্কাউট শাখা। "সেবা" এই মটো নিয়ে এগিয়ে যাচ্ছে রোভার সদস্যরা।

"সংস্কৃতি আমাদের ঐতিহ্যের বাহক" এই বিশ্বাস নিয়ে কার্যক্রম পরিচালনা করছে মইক সাংস্কৃতিক সংগঠন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "৯ দিন পর খুলল ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ"দৈনিক প্রথম আলো। ২৭ ফেব্রুয়ারি ২০২৫। ১৮ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৫ 
  2. "ময়মনসিংহে মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হবে : প্রধানমন্ত্রী"যায়যায়দিন। ১১ মার্চ ২০২৩। ১৮ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৫ 
  3. "'ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও স্বতন্ত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয় করে দেয়া হবে'"যমুনা টেলিভিশন। ১১ মার্চ ২০২৩। ১২ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা