মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় মন্ত্রিসভা
মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালের ১৬ মে তারিখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এখানে তার উক্ত মেয়াদের মন্ত্রীদের তালিকা রয়েছে।[১][২]
মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় মন্ত্রিসভা | |
---|---|
পশ্চিমবঙ্গের বিংশ মন্ত্রিসভা | |
![]() | |
গঠনের তারিখ | ২৭ মে ২০১৬ |
বিলুপ্তির তারিখ | ৩ মে ২০২১ |
ব্যক্তি ও সংস্থা | |
রাষ্ট্রপ্রধান | কেশরীনাথ ত্রিপাঠী জগদীপ ধনখড় (পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে) |
সরকারপ্রধান | মমতা বন্দ্যোপাধ্যায় |
মন্ত্রী সংখ্যা | ৩৯ |
সদস্য দলগুলি | তৃণমূল কংগ্রেস |
আইনসভায় অবস্থা | সংখ্যাগরিষ্ঠ |
বিরোধী দল | কংগ্রেস |
বিরোধী নেতা | আবদুল মান্নান |
ইতিহাস | |
নির্বাচন | ২০১৬ |
আইনসভার মেয়াদ | ৫ বছর |
পূর্ববর্তী | মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মন্ত্রিসভা |
পরবর্তী | মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মন্ত্রিসভা |
মন্ত্রিপরিষদ
সম্পাদনাক্রম | নাম | আসন | মন্ত্রণালয় বা দপ্তর | দল |
---|---|---|---|---|
১ | মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী | ভবানীপুর | স্বরাষ্ট্র,
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি সংস্কার, তথ্য ও সংস্কৃতি বিষয়ক, হিল অ্যাফেয়ার্স, মাইক্রো এবং স্মল স্কেল এন্টারপ্রাইজ, কর্মী ও প্রশাসনিক সংস্কার, |
তৃণমূল |
২ | অমিত মিত্র | খড়দহ | অর্থমন্ত্রী
আবগারি, বাণিজ্য ও শিল্প মন্ত্রী, শিল্প পুনর্গঠন, পাবলিক এন্টারপ্রাইজ |
তৃণমূল |
৩ | পার্থ চট্টোপাধ্যায় | বেহালা পশ্চিম | সংসদ বিষয়ক মন্ত্রণালয়
শিক্ষামন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি মন্ত্রী |
তৃণমূল |
৪ | সুব্রত মুখোপাধ্যায় | বালিগঞ্জ | পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী,
জনস্বাস্থ্য প্রকৌশল |
তৃণমূল |
৫ | শোভনদেব চট্টোপাধ্যায় | রাসবিহারী | বিদ্যুৎ ও অপ্রচলিত শক্তি উৎস মন্ত্রী | তৃণমূল |
৬ | গৌতম দেব | ডাবগ্রাম-ফুলবাড়ি | পর্যটন মন্ত্রণালয় | তৃণমূল |
৭ | অবনীমোহন জোয়ারদার | কৃষ্ণনগর উত্তর | সংশোধনমূলক প্রশাসন মন্ত্রী,
শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী |
তৃণমূল |
৮ | ব্রাত্য বসু | দমদম | তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী | তৃণমূল |
৯ | আব্দুর রেজ্জাক মোল্লা | ভাঙড় | খাদ্য সংগ্রহ ও উদ্যান মন্ত্রী | তৃণমূল |
১০ | জ্যোতিপ্রিয় মল্লিক | হাবড়া | খাদ্য ও সরবরাহ মন্ত্রী | তৃণমূল |
১১ | ফিরহাদ হাকিম | কলকাতা বন্দর | নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী | তৃণমূল |
১২ | অরূপ বিশ্বাস | টালিগঞ্জ | গণপূর্ত মন্ত্রী,
যুব ও ক্রীড়া মন্ত্রী |
তৃণমূল |
১৩ | জাভেদ খান | কসবা | দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী | তৃণমূল |
১৪ | মলয় ঘটক | আসানসোল উত্তর | শ্রম মন্ত্রী,
আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী |
তৃণমূল |
১৫ | পূর্ণেন্দু বসু | রাজারহাট গোপালপুর | কৃষিমন্ত্রী | তৃণমূল |
১৬ | অরূপ রায় | হাওড়া মধ্য | সমবায় মন্ত্রী | তৃণমূল |
১৭ | রাজীব বন্দ্যোপাধ্যায় | ডোমজুড় | সেচ ও জলপথ মন্ত্রী | তৃণমূল |
১৮ | চন্দ্রনাথ সিংহ | বোলপুর | মৎস্য মন্ত্রণালয় | তৃণমূল |
১৯ | তপন দাশগুপ্ত | সপ্তগ্রাম | কৃষি বিপণন মন্ত্রী | তৃণমূল |
২০ | সোমেন মহাপাত্র | পিংলা | পানিসম্পদ মন্ত্রী | তৃণমূল |
২১ | জেমস কুজুর | কুমারগ্রাম | আদিবাসী উন্নয়ন মন্ত্রী | তৃণমূল |
২২ | বিনয় কৃষ্ণ বর্মন | মাথাভাঙ্গা | বনমন্ত্রী | তৃণমূল |
২৩ | রবীন্দ্র নাথ ঘোষ | নাটাবাড়ি | উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী | তৃণমূল |
২৪ | সাধন পাণ্ডে | মানিকতলা | ভোক্তা, খাদ্য ও গণবন্টন মন্ত্রণালয়
স্বনির্ভর গোষ্ঠীর মন্ত্রী |
তৃণমূল |
২৫ | শান্তিরাম মাহাতো | বলরামপুর | পশ্চিমাঞ্চল উন্নায়ান মন্ত্রী | তৃণমূল |
২৭ | চূড়ামণি মাহাতো | কুমারগ্রাম | অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী | তৃণমূল |
২৮ | আশিস বন্দ্যোপাধ্যায় | রামপুরহাট | জৈবপ্রযুক্তি মন্ত্রী,
পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয় |
তৃণমূল |
প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব)
সম্পাদনানং. | নাম | নির্বাচনী এলাকা | দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় | দল |
---|---|---|---|---|
১ | শশী পাঁজা[ক] | শ্যামপুকুর | নারী উন্নয়ন ও সমাজকল্যাণ, শিশু উন্নয়ন মন্ত্রণালয়,
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় |
তৃণমূল |
২ | সিদ্দিকুল্লাহ চৌধুরী [খ] | মঙ্গলকোট | গণশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রণালয়
সংসদীয় বিষয় |
তৃণমূল |
৩ | অসীমা পাত্র | ধনেখালী | কারিগরি-শিক্ষা মন্ত্রণালয় | তৃণমূল |
৪ | মন্টুরাম পাখিরা | কাকদ্বীপ | সুন্দরবন উন্নয়ন মন্ত্রণালয় | তৃণমূল |
৫ | স্বপন দেবনাথ | পূর্বস্থলী দক্ষিণ | এমএসএমই মন্ত্রণালয়,
ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রণালয় |
তৃণমূল |
প্রতিমন্ত্রী
সম্পাদনানং. | নাম | নির্বাচনী এলাকা | দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় | দল |
---|---|---|---|---|
১ | বাচ্চু হাঁসদা | তপন | উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী | তৃণমূল |
২ | গোলাম রব্বানী | গোলপোখর | পর্যটন প্রতিমন্ত্রী | তৃণমূল |
৩ | জাকির হোসেন | জঙ্গিপুর | শ্রম প্রতিমন্ত্রী | তৃণমূল |
৪ | খালি | উত্তর হাওড়া | যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয় | - |
৫ | ইন্দ্রনীল সেন | চন্দননগর | তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় | তৃণমূল |
৬ | শ্যামল সান্তরা | কোতুলপুর | পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী,
পিএইচই মন্ত্রণালয় |
তৃণমূল |
৭ | সন্ধ্যারানী টুডু | মানবাজার | অনগ্রসর শ্রেণি কল্যাণ প্রতিমন্ত্রী | তৃণমূল |
৮ | গিয়াসউদ্দিন মোল্লা | মগরাহাট পশ্চিম | সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা প্রতিমন্ত্রী | তৃণমূল |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "List of Ministers in Mamata's cabinet"। The Hindu। ২৭ মে ২০১৬ – www.thehindu.com-এর মাধ্যমে।
- ↑ "Full list of Ministers and their portfolios in the new West Bengal Government: All India Trinamool Congress"। aitcofficial.org। ৬ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২২।