সুব্রত মুখোপাধ্যায়
সুব্রত মুখোপাধ্যায় (১৪ জুন ১৯৪৬—৪ নভেম্বর ২০২১) একজন ভারতীয় বাঙালি রাজনৈতিক নেতা, তিনি পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রিপরিষদ মন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের একজন অন্যতম নেতা ছিলেন।[১]
সুব্রত মুখোপাধ্যায় | |
---|---|
মন্ত্রিপরিষদ মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার | |
কাজের মেয়াদ ১০ই মে, ২০২১ - ৪ নভেম্বর ২০২১ | |
দপ্তর | পরিকল্পনা ও শিল্প পুনর্গঠন |
মুখ্যমন্ত্রী | মমতা বন্দ্যোপাধ্যায় |
মন্ত্রিপরিষদ মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার | |
কাজের মেয়াদ ২০শে মে, ২০১১ - ৪ নভেম্বর ২০২১ | |
দপ্তর | পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন জন উদ্যোগ ও শিল্প পুনর্গঠন |
মুখ্যমন্ত্রী | মমতা বন্দ্যোপাধ্যায় |
পূর্বসূরী | সূর্যকান্ত মিশ্র (পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন) অমিত মিত্র (জন উদ্যোগ ও শিল্প পুনর্গঠন) |
মন্ত্রিপরিষদ মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার | |
কাজের মেয়াদ ১৯৭২ - ১৯৭৭ | |
দপ্তর | তথ্য ও সংস্কৃতি মন্ত্রক |
মুখ্যমন্ত্রী | সিদ্ধার্থশঙ্কর রায় |
উত্তরসূরী | বুদ্ধদেব ভট্টাচার্য |
৩৬তম মেয়র, কলকাতা পুরসভা | |
কাজের মেয়াদ ২০০০- ২০০৫ | |
পূর্বসূরী | প্রশান্ত চট্টোপাধ্যায় |
উত্তরসূরী | বিকাশ রঞ্জন ভট্টাচার্য |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | সারেঙ্গাবাদ,বজবজ বেঙ্গল প্রেসিডেন্সি, বৃটিশ ভারত | ১৪ জুন ১৯৪৬
মৃত্যু | ৪ নভেম্বর ২০২১ আইপিজিএমইআর এবং এসএসকেএম হাসপাতাল, কলকাতা, পশ্চিমবঙ্গ | (বয়স ৭৫)
দাম্পত্য সঙ্গী | ছন্দবাণী মুখোপাধ্যায় |
বাসস্থান | কলকাতা, ভারত |
প্রাক্তন শিক্ষার্থী | বঙ্গবাসী কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় |
জন্ম ও শিক্ষা জীবন
সম্পাদনাসুব্রত মুখোপাধ্যায়ের জন্ম বৃটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজ সন্নিকটে সারেঙ্গাবাদে। পিতা স্কুল শিক্ষক আশুতোষ মুখোপাধ্যায় ও মাতা সাবিত্রী মুখোপাধ্যায়। তাদের আদি নিবাস ছিল অধুনা পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর ন'পাড়া গ্রামে। তার ডাকনাম ছিল সন্তু। তিনি কলকাতার বঙ্গবাসী কলেজ থেকে নৃবিজ্ঞানে স্নাতক হন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রত্নতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
রাজনৈতিক জীবন
সম্পাদনাকলকাতায় বঙ্গবাসী কলেজে পড়াশোনা করার সময় তিনি এনসিসি করতেন। ময়দানে কুচকাওয়াজে একসময় প্রিয়রঞ্জন দাশমুন্সির সঙ্গে আলাপ হয় এবং তার হাত ধরে তিনি প্রথমে রাজনীতিতে আসেন। ১৯৬০-এর দশকে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিভুক্ত ছাত্র সংগঠন ছাত্র পরিষদে যোগ দেন। [২]
মৃত্যু
সম্পাদনা২৪ অক্টোবর ২০২১ হার্টের গুরুতর সমস্যা নিয়ে তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি হন এবং ৪ নভেম্বর ২০২১ হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।[১][৩][৪][৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ রায়, অমিত। "Subrata mukherjee Death: ২৬ বছর বয়সে মন্ত্রী, ইন্দিরার প্রিয়পাত্র, প্রিয়র ডানহাত, মমতার সঙ্গে আড়ি-ভাব-আড়ি-ভাব"। www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২১-১১-০৪।
- ↑ Mitra, Atri (১৩ এপ্রিল ২০২১)। "Subrata Mukherjee: Veteran TMC leader with friends from Indira to Jyotibabu"। The Indian Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২১।
- ↑ "Ailing Bengal minister Subrata Mukherjee dies at 75"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ৫ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০২১।
- ↑ সংবাদদাতা, নিজস্ব। "Subrata Mukherjee Death: দীপাবলিতে অন্ধকারে বাংলার রাজনীতি, প্রিয়, সোমেনের পর প্রয়াত 'ত্রয়ী'র শেষ সদস্যও"। Anandabazar Patrika। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২১।
- ↑ "TMC के वरिष्ठ नेता सुब्रत मुखर्जी का हार्ट अटैक से निधन, ममता बनर्जी ने कहा- ये बहुत बड़ी क्षति"। Aaj Tak (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২১।