কুমারগ্রাম বিধানসভা কেন্দ্র
কুমারগ্রাম (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই আসনটি (এসটি) জন্য সংরক্ষিত।
কুমারগ্রাম | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
পশ্চিমবঙ্গ | |
স্থানাঙ্ক: ২৬°৩৬′৫০″ উত্তর ৮৯°৪৯′৩০″ পূর্ব / ২৬.৬১৩৮৯° উত্তর ৮৯.৮২৫০০° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | আলিপুরদুয়ার |
কেন্দ্র নং. | ১০ |
আসন | (এসটি) জন্য সংরক্ষিত |
লোকসভা কেন্দ্র | ২.আলিপুরদুয়ার(এসসি) |
নির্বাচনী বছর | ২০৫,৩৭৩ (২০১১) |
এলাকা
সম্পাদনাভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে ১০ নং কুমারগ্রাম (এসটি) বিধানসভা কেন্দ্রটি কুমারগ্রাম সিডি ব্লক এবং ভাটিবাড়ি, কোহিনূর, মহাকাল্গুড়ি পরকাতা, সামুকতলা, তাতপাড়া-১ এবং টুরটুরি গ্রাম পঞ্চায়েত গুলি আলিপুরদুয়ার-২ সিডি ব্লকের অন্তর্গত।[১]
কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রটি ২ নং আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র(এসসি) র অন্তর্গত।[১]
বিধানসভার বিধায়ক
সম্পাদনানির্বাচনের বছর |
কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
১৯৬৭ | কুমারগ্রাম | পীযুষ কান্তি মুখার্জী | ভারতীয় জাতীয় কংগ্রেস[২] |
১৯৬৯ | পীযুষ কান্তি মুখার্জী | ভারতীয় জাতীয় কংগ্রেস[৩] | |
১৯৭১ | পীযুষ কান্তি মুখার্জী | ভারতীয় জাতীয় কংগ্রেস[৪] | |
১৯৭২ | দেবব্রত চ্যাট্টার্জী | ভারতীয় জাতীয় কংগ্রেস[৫] | |
১৯৭৭ | জন আর্থার বাক্সলা | বিপ্লবী সমাজতন্ত্রী দল[৬] | |
১৯৮২ | সুবোধ ওরাওঁ | বিপ্লবী সমাজতন্ত্রী দল[৭] | |
১৯৮৭ | সুবোধ ওরাওঁ | বিপ্লবী সমাজতন্ত্রী দল[৮] | |
১৯৯১ | সালিব টোপো | বিপ্লবী সমাজতন্ত্রী দল [৯] | |
১৯৯৬ | সালিব টোপো | বিপ্লবী সমাজতন্ত্রী দল [১০] | |
২০০১ | দশরথ তিরকী | বিপ্লবী সমাজতন্ত্রী দল[১১] | |
২০০৬ | দশরথ তিরকী | বিপ্লবী সমাজতন্ত্রী দল[১২] | |
২০১১ | দশরথ তিরকী | বিপ্লবী সমাজতন্ত্রী দল[১৩] | |
২০১৪ (উপ-নির্বাচন) | মনোজ কুমার ওরাওঁ | বিপ্লবী সমাজতন্ত্রী দল[১৪] | |
২০১৬ | জেমস কুজুর | তৃণমূল |
২০১৬ নির্বাচন
সম্পাদনাপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে, ২০১৬, তৃণমূলের জেমস কুজুর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরএসপি এর মনোজ কুমার ওরাওঁকে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | জেমস কুজুর | ৭৭,৬৬৮ | ৩৭.২৬% | জয়ী | |
আরএসপি | মনোজ কুমার ওরাওঁ | ৭১,৫১৫ | ৩৪.৩০% | ||
বিজেপি | লেওস কুজুর | ৪৫,১৩৭ | ২১.৬০% | ||
জেএমএম | বিনয় কুমার মিঞ্জ | ৩,২৯৬ | |||
বিএসপি | এলিশ নারজিনারি | ২,৭৩৭ | |||
এসইউসিআই(সি) | রাম ওরাওঁ | ২,১৭৯ | |||
নোটা | উপরের কেউ না | 5,874 | |||
ভোটার উপস্থিতি | ২,০৮,৪০৬ |
নির্বাচনী ফলাফল
সম্পাদনা২০১৪ নির্বাচন
সম্পাদনা২০১৪ সালে বিধানসভা নির্বাচনে বিপ্লবী সমাজবাদী পার্টির মনোজ কুমার ওরাওঁ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জোয়াকিম বেক্সলাকে ২৬৬৭ টি ভোটে কুমারগ্রাম আসনে পরাজিত করে।[১৫]
২০১১
সম্পাদনা২০১১ সালের নির্বাচনে আরএসপি এর দশরথ তিরকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের জোয়াকিম বেক্সলাকে পরাজিত করেন।
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আরএসপি | দশরথ তিরকে | ৭১,৫৪৫ | ৪০.৮৪ | -১৩.০২ | |
তৃণমূল | জোয়াকিম বেক্সলা | ৫৮,৯৬৪ | ৩৩.৬৬ | -১২.৪২# | |
জেএমএম | বিনয় কুমার মিঞ্জ | ১৮,৭৮৪ | ১০.৭২ | ||
বিজেপি | হোপনা সোরেন | ১২,৪৮৮ | ৭.১৩ | ||
নির্দল | হিরা চরন নারজিনারি | ৪,৬৮৭ | ২.৬৮ | ||
নির্দল | সঞ্জীব কুমার নারজিনারি | ২,৯৬০ | ১.৬৯ | ||
বিএসপি | এলিয়াস নারজিনারি | ২,৭৮২ | ১.৫৯ | ||
নির্দল | খুলু সারেন | ১,৭৫১ | ১.০০ | ||
রাষ্ট্রীয় দেশজ পার্টি | সুশীলা লাকরা | ১,২২০ | ০.৭০ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১২,৫৮১ | ৭.১৮ | |||
ভোটার উপস্থিতি | ১,৭৫,১৮১ | ৮৫.২২ | |||
আরএসপি নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং | -০.৩# |
১৯৭৭-২০০৬
সম্পাদনাঅধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। ২০০৬ এবং ২০০১ সালের বিধানসভা নির্বাচনে,[১১] আরএসপি'র দশরথ তিরকে তৃণমূল কংগ্রেস স্বপন কুজুর এবং পরশচন্দ্র দাসকে উভয়কেই পরাজিত করেন। আরএসপি'র সালিব টোপো ১৯৯৬ সালে কংগ্রেসের কৃষ্ণচিক বারাইককে পরাজিত করেন[১০] এবং ১৯৯১ সালে কংগ্রেসের দুতসাই টোপোকে পরাজিত করেন।[৯] আরএসপি'র সুবোধ ওরান ১৯৮৭ সালে কংগ্রেসের খগেন্দ্রনাথ ঠাকুরকে পরাজিত করেন।[৮] আরএসপি'র সুবোধ ওরান ১৯৮২ সালে কংগ্রেসের দুতসাই টোপোকে পরাজিত করেন।[৭] ১৯৭৭ সালে আরএসপি'র জন আর্থার বেক্সলা কংগ্রেসের কন্দা ভগতকে পরাজিত করে।[৬]
১৯৬৭-১৯৭২
সম্পাদনাকংগ্রেসের দেবব্রত চ্যাটার্জী ১৯৭২ সালে জয়ী হন।[৫] কংগ্রেসের পিযুষ কান্তি মুখার্জী ১৯৭১ সালে,[৪] ১৯৬৯[৩] এবং ১৯৬৭[২] সালে জয়ী হন। আগে কুমারগ্রাম আসনটি এখানে ছিল না। ১৯৬২[১৭] সালে এবং ১৯৫৭ সালে,[১৮] কংগ্রেসের পিযুষ কান্তি মুখার্জী আলিপুরদুয়ার (বিধানসভা কেন্দ্র) থেকে জয়ী হন। স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে ১৯৫১ সালে [১৯] আলিপুরদুয়ার একটি যৌথ আসন ছিল। পিযুষ কান্তি মুখার্জী এবং ধীরন্দ্র নাথ ব্রহ্ম মণ্ডল এখান থেকে জিতেছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Delimitation Commission Order No. 18" (পিডিএফ)। পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1967, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1969, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1971, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1972, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৭ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ ক খ "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ "TMC's Dasrath Tirkey wrests RSP stronghold Alipurduar" (ইংরেজি ভাষায়)। Echo of India, 16 May 2014। ৪ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ "West Bengal result status" (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ "West Bengal Assembly Election 2011"। Kumargram (ইংরেজি ভাষায়)। Empowering India। ২৯ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১১।
- ↑ "General Elections, India, 1962, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ "General Elections, India, 1957, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
- ↑ "General Elections, India, 1951, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।