আব্দুর রেজ্জাক মোল্লা

ভারতীয় রাজনীতিবিদ

আব্দুর রাজ্জাক মোল্লা বামফ্রন্ট শাসনে, পশ্চিমবঙ্গ রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রী ছিলেন।

আব্দুর রাজ্জাক মোল্লা
মন্ত্রী ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার
কাজের মেয়াদ
১৯৯১ – ২০১১
পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য
কাজের মেয়াদ
১৯৭৭ – ২০১৬
নির্বাচনী এলাকাক্যানিং পূর্ব
কাজের মেয়াদ
২০১৬ – ২০১১
নির্বাচনী এলাকাভাঙর
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৪৪-০৭-৩১)৩১ জুলাই ১৯৪৪
মৃত্যু১১ এপ্রিল ২০২৫ (বয়স ৮০)
বাঁকড়ি, উত্তর ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ, ভারত
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলতৃণমূল কংগ্রেস (২০১৬–২০২৫)
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (২০১৪ পর্যন্ত),[]
পিতামাতাশেখ সাহেবুল হক (বাবা)
বাসস্থানবাঁকড়া, চন্দনেশ্বর, ভাঙর, দক্ষিণ ২৪ পরগণা


রাজনৈতিক জীবন

সম্পাদনা

তিনি প্রথম সারির একজন বামপন্থী নেতা হিসাবে গণ্য হন।[] ১৯৭৭ থেকে ২০১১ সাল অবধি একটানা ক্যানিং পূর্ব আসন থেকে নির্বাচিত আব্দুর রাজ্জাক মোল্লা, ২০১১ সালের নির্বাচনেও বিগত ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের পরাজয় ঘটলেও তিনি তার আসন ধরে রাখেন।[] ১৯৭২ সালে ভাঙড় বিধানসভা থেকে সিপিএমের টিকিটে জিতে প্রথম বার বিধায়ক হন রেজ্জাক। নিজেকে ‘চাষার ব্যাটা’ বলে পরিচয় দিতে ভালবাসতেন। তিনি প্রথম বার মন্ত্রীসভায় যান ১৯৮২ সালে। বামফ্রন্ট সরকারের ভূমি সংস্কার দফতরের মন্ত্রীত্ব সামলেছেন দীর্ঘদিন। জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য দু’জনেরই মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন রেজ্জাক মোল্লা। ২০১১ সালের বিধানসভার ভোটে পশ্চিমবঙ্গ রাজ্যে পালাবদল হয়। তিনি বিধায়ক আসন ধরে রাখলেও তাঁর দল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) পরাজিত হয়। তিনি ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন। সে বার ভোটে জিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রী হন।[]

পরিবার

সম্পাদনা

তার পিতার নাম সেখ সাহেবুল হক মোল্লা, যিনি শিক্ষা জীবন থেকেই বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।[] তাদের আদি বাড়ি ছিল পূর্ব বর্ধমান জেলায়। তারা ১৯৬৫ সালে দক্ষিণ ২৪ পরগণা জেলায় আসেন। রেজ্জাক মোল্লার পিতামহ মহম্মদ আরিফ সরকার ছিলেন একজন প্রথিতযশা ডাক্তার। তিনি বর্ধমানের মেমারী এলাকায় কৃষকদের চিকিৎসা করে জনপ্রিয় হন। খুব ছোটবেলায় রেজ্জাক মোল্লা পিতা ও পিতামহের দ্বারা বামপন্থী রাজনীতিতে অনুপ্রাণিত হন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "CPI(M) expels rebel leader Abdur Rezzak Mollah - IBNLive"ibnlive.in.com। ১৮ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২২ 
  2. Editor, By Sanjib Kumar Das, Pages (২০১৮-০৯-১৫)। "Sacking Molla was inevitable: CPM"Gulf News: Latest UAE news, Dubai news, Business, travel news, Dubai Gold rate, prayer time, cinema (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০৪-১১ 
  3. "Canning Purba"Assembly Elections May 2011 Results। Election Commission of India। ২০১১-০৫-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৫-১৩ 
  4. "প্রয়াত রেজ্জাক মোল্লা, বাম-তৃণমূল দুই আমলেরই মন্ত্রী অসুস্থ ছিলেন দীর্ঘদিন"। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৫ 
  5. "ABDUR RAZZAK MOLLA (CPM):Constituency- Canning East (South 24-Parganas) - Affidavit Information of Candidate:"myneta.info। সংগ্রহের তারিখ ২০২৫-০৪-১১