মন্ডে জনডেকি

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার

মন্ডে জনডেকি (ইংরেজি: Monde Zondeki; জন্ম: ২৫ জুলাই, ১৯৮২) কেপ প্রদেশের কিংস উইলিয়ামস টাউনে জন্মগ্রহণকারী সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। পাঁচটি টেস্ট, সাতটি একদিনের আন্তর্জাতিক ছাড়াও আফ্রিকান একাদশের পক্ষে তিন খেলায় অংশ নিয়েছেন।

মন্ডে জনডেকি
২০০৯ সালের সংগৃহীত স্থিরচিত্রে মন্ডে জনডেকি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
মন্ডে জনডেকি
জন্ম (1982-07-25) ২৫ জুলাই ১৯৮২ (বয়স ৪২)
কিং উইলিয়ামস টাউন, কেপ প্রদেশ, দক্ষিণ আফ্রিকা
ডাকনামঅল হ্যান্ডস
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৯২)
২১ আগস্ট ২০০৩ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট২৬ নভেম্বর ২০০৮ বনাম বাংলাদেশ
ওডিআই অভিষেক
(ক্যাপ ৭৩)
৬ ডিসেম্বর ২০০২ বনাম শ্রীলঙ্কা
শেষ ওডিআই২ নভেম্বর ২০০৮ বনাম কেনিয়া
একমাত্র টি২০আই
(ক্যাপ ১৮)
৯ জানুয়ারি ২০০৬ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০০-২০০৪বর্ডার
২০০৪ইস্টার্ন কেপ
২০০৫ওয়ারিয়র্স
২০০৫-কেপ কোবরাস
২০০৮ওয়ারউইকশায়ার
২০০৯-২০১০ওয়েস্টার্ন প্রভিন্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০আই এফসি
ম্যাচ সংখ্যা ১৩ ৯২
রানের সংখ্যা ৮২ ৭৩০
ব্যাটিং গড় ১৬.৪০ ৪.০০ ০.০০ ৯.০১
১০০/৫০ ০/১ ০/০ ০/০ ০/১
সর্বোচ্চ রান ৫৯ ৩* ৫৯
বল করেছে ৭৮০ ৫৫৮ ১৮ ১৪৯৭৬
উইকেট ১৯ ১১ ২৬৯
বোলিং গড় ২৫.২৬ ৪৫.৮১ ৪১.০০ ২৯.০৪
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৬/৩৯ ২/৪০ ১/৪১ ৬/৩৯
ক্যাচ/স্ট্যাম্পিং ১/- ৩/- ০/– ২৫/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৭ ডিসেম্বর ২০১৬

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে কেপ কোবরাস ও ওয়েস্টার্ন প্রভিন্সের প্রতিনিধিত্ব করেন। দলে মূলতঃ ফাস্ট বোলার হিসেবে অংশ নেন ‘অল হ্যান্ডস’ ডাকনামে পরিচিত মন্ডে জনডেকি।[] এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করতেন তিনি।

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। কিন্তু কয়েক ওভার পরই আঘাতের কারণে বোলিং থেকে দূরে চলে আসেন। তবে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৫৯ রান তোলেন। গ্যারি কার্স্টেনের সাথে অষ্টম উইকেট জুটিতে মহামূল্যবান ১৫০ রান তুলে দলকে ১৪২/৭ থেকে ২৯২/৮-এ নিয়ে যান।[] ২০০৪-০৫ মৌসুমে জিম্বাবুয়ের বিপক্ষে নিজস্ব দ্বিতীয় টেস্টে অংশ নেন। ঐ খেলায় তিনি ৩/৬৬ ও ৬/৩৯ লাভ করেন। এরফলে দক্ষিণ আফ্রিকা ইনিংস ব্যবধানে জয় পায় ও তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।[]

প্রথম-শ্রেণীর ক্রিকেট

সম্পাদনা

২০০৭-০৮ দক্ষিণ আফ্রিকান মৌসুমের ঘরোয়া ক্রিকেটে শীর্ষস্থানীয় উইকেট সংগ্রাহক হন। ১৯.১৭ রান খরচায় ৬২ উইকেট পান তিনি।[] ২০০৮ মৌসুমের শুরুর দিকে ওয়ারউইকশায়ারের সদস্য ছিলেন। সেখানে দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড দলটিকে পরিচালনা করতেন। কাউন্টি চ্যাম্পিয়নশীপের খেলায় ৪/৯৫ পেলেও এজবাস্টনে তেমন সফলতা পাননি। চ্যাম্পিয়নশীপের চারটি খেলায় ৪২.৩৩ গড় ৯ উইকেট এবং চারটি লিস্ট এ খেলায় ১/১৫৮ পেয়েছিলেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২০ 
  2. England v South Africa, Leeds 2003
  3. South Africa v Zimbabwe, Centurion 2004-05
  4. Wisden 2009, p. 1278.

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা