মধুসূদন রাও

ওড়িয়া কবি ও লেখক

মধুসূদন রাও(১৯ জানুয়ারি ১৮৫৩ - ২৮ ডিসেম্বর ১৯১২) ভারতের ওড়িয়া কবি ও লেখক ছিলেন।  তিনি ভক্তকবি নামে পরিচিত ছিলেন।

মধুসূদন রাও
জন্ম১৯ জানুয়ারি,১৮৫৩
মৃত্যু২৮ ডিসেম্বর,১৯১২
পেশাকবি,প্রাবন্ধিক
ভাষাওড়িয়া
জাতীয়তাভারতীয়
ধরনকাব্য
উল্লেখযোগ্য রচনাপ্রবন্ধমালা
সন্তানঅবন্তী রাও
আত্মীয়রেবা রায়

জীবন সম্পাদনা

মধুসূদন রাও ১৯ জানুয়ারি ১৮৫৩ সালের ২৯ জানুয়ারি ওড়িশার পুরীতে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা উড়িষ্যা রাজ্যের পুলিশ বিভাগের কর্মচারী ছিলেন এবং কর্মজীবনের সময় বিভিন্ন জায়গায় বদলি হয়েছিলেন। ফলস্বরূপ, মধুসূদন তাঁর স্কুলজীবনে ওড়িশার বিভিন্ন জায়গার স্কুলে পড়াশোনা করেছিলেন যেমন- গোপ, কটক, ভুবনেশ্বর এবং পুরীতে১৮৭১ সালে রাভেনশো কলেজ থেকে এফ.এ পাস করার পরে তিনি পড়াশোনা বন্ধ করে দিয়েছিলেন কারণ তখন পুরো ওড়িশায় বিএ পাশ দের কোনো সুযোগ-সুবিধা ছিল না । তিনি শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন ১৮৭১ সালে । তিনি বিভিন্ন জায়গায় শিক্ষকতা করেন । ১৮৯০ সালে তিনি শিক্ষা বিভাগের ডেপুটি ইন্সপেক্টর হন ।

১৯১২ সালের ২৮ ডিসেম্বরে মৃত্যু হয় মধুসূদন রাও এর।[১]

সাহিত্যকর্ম সম্পাদনা

তিনি ওড়িয়া ভক্তকবি নামে খ্যাত এবং আধুনিক (পশ্চিমের লিরিক্যাল ফর্ম ব্যবহার করে) ওড়িয়া কবিতার জনক হিসাবে বিবেচিত হন।

রাধানাথ রায়ের সহযোগিতায় তিনি কবিতাবলির শিরোনামে কবিতা সংকলনের ১৮৭৩ এবং ১৮৭৪ সালে দুটি খণ্ড প্রকাশ করেছিলেন।  ওড়িয়া কবিতায় তিনি নতুন যুগের সূচনা করেছিলেন।  এই সংগ্রহে, রাও পুরাতন লিরিকাল ফর্মগুলি যেমন চৌটিসা, কোইলি, বলি, পদিয়া ইত্যাদির পরিবর্তে ওড, এলিগি, সনেট ইত্যাদির মতো পশ্চিমা লিরিকাল রূপগুলি প্রতিস্থাপন করেছিলেন ।

তাঁর অন্যান্য কাব্য সংকলন, যা গীতি-রচনা সমন্বয়ে গঠিত:

*ছন্দমালা (খণ্ড ১, ১৮৮; খণ্ড ২, ১৮৯৫),

*সংগীতমালা (১৮৯৪),

*বসন্ত গাথা (১৯১০),

*কুসুমাঞ্জলি (১৯০৩)

*উৎকলগথা (১৯০৮)।

১৮৮০ সালে প্রকাশিত প্রবন্ধমালা ওড়িয়ায় রচনা সংকলন।[২][৩]

প্রবন্ধ লেখার পাশাপাশি তিনি সংস্কৃত ও ইংরেজি থেকে কয়েকটি ওড়িয়া লেখার অনুবাদ করেছিলেন।  এগুলি সাহিত্য পত্রিকা উৎকল দর্পণে প্রকাশিত হয়েছিল।

তিনি দুটি ছোট গল্প লিখেছিলেন।

এছাড়া তিনি ভবভূতির উত্তররামচরিত কে ওড়িয়ায় অনুবাদ করেছিলেন।

শিশুসাহিত্যেও তাঁর অবদান ছিল ।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Binod Sankar Das (১৯৮৬)। Glimpses of Orissa। Punthi Pustak। পৃষ্ঠা 138। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৮ 
  2. Mohan Lal (২০০৭)। Encyclopaedia of Indian Literature: Navaratri-Sarvasena। New Delhi: Sahitya Akademi। পৃষ্ঠা 3585–3586। আইএসবিএন ((81-260-1003-1)) |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য) 
  3. Swarupa Gupta (৩০ অক্টোবর ২০১৭)। Cultural Constellations, Place-Making and Ethnicity in Eastern India, c. 1850-1927। Boston: BRILL। পৃষ্ঠা 80। আইএসবিএন 978-90-04-34976-6। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা

মধুসূদন রাও সম্পর্কে বিস্তারিত তথ্য