মধুমতি সেতু

বাংলাদেশের ৬-লেন বিশিষ্ট সেতু

মধুমতি সেতু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গোপালগঞ্জ জেলানড়াইল জেলায় প্রবাহিত মধুমতি নদীতে নির্মিত বাংলাদেশের প্রথম ৬ লেন বিশিষ্ট সেতু[৩][৪] সেতুটি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাথে নড়াইলের লোহাগড়া উপজেলাকে সংযুক্ত করেছে। ৯৫৯ কোটি ৮৫ লাখ টাকার বাজেটে ৫ সেপ্টেম্বর ২০১৮ সালে সেতুটির কাজ শুরু হয় ও ২০২২ সালে কাজ সম্পন্ন হয়। সেতুটি এশীয় মহাসড়কের অংশ।

মধুমতি সেতু
স্থানাঙ্ক২৩°১১′৩৮″ উত্তর ৮৯°৪১′২৮″ পূর্ব / ২৩.১৯৩৮১° উত্তর ৮৯.৬৯১১৭° পূর্ব / 23.19381; 89.69117
বহন করেযানবাহন
অতিক্রম করেমধুমতি নদী
স্থানপূর্ব পাড়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা, পশ্চিম পাড়ে নড়াইলের লোহাগড়া উপজেলা
রক্ষণাবেক্ষকবাংলাদেশ সেতু কর্তৃপক্ষ
বৈশিষ্ট্য
উপাদানকংক্রিট স্টিল
মোট দৈর্ঘ্য৬৯০ মিটার (২,২৬০ ফুট)
প্রস্থ২৭.১০ মিটার (৮৮.৯ ফুট)[১]
ইতিহাস
নির্মাণ শুরু৩০ অক্টোবর ২০১৮
নির্মাণ শেষ২০২২
চালু১০ অক্টোবর ২০২২[২]
অবস্থান
মানচিত্র

দৈর্ঘ্য সম্পাদনা

১৪টি পিলারের উপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৬৯০ মিটার ও প্রস্থ ২৭.১ মিটার। সেতুর মাঝখানে ১৫০ মিটার স্টিলের স্প্যান বসানো আছে।[৫] পদ্মা সেতুর চেয়েও ২ লেন বেশি থাকা এই সেতুর মাঝখানের ৪টি লেন দিয়ে সার্বক্ষণিক ভারী যানবাহন এবং সেতুর দুই পাশের দু’টি লেন দিয়ে রিকশা-ভ্যান-ইজিবাইক ও মোটরসাইকেলসহ নানান প্রকার যানবাহন চলাচল করে।[৬] সেতুর উভয় পাশে ৪.২৭৩ কিলোমিটার সংযোগ সড়ক রয়েছে।

ইতিহাস সম্পাদনা

২০১৫ সালের ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আর ২০১৮ সালের ৩০ অক্টোবর নির্মাণ কাজের উদ্বোধন করেন, উদ্বোধনের সময় এর নাম ছিল কালনা সেতু। সড়ক ও জনপথ অধিদপ্তরের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের আওতায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির অর্থায়নে কালনা সেতু নির্মিত হয়। সেতুটি ২০২২ সালের ১০ অক্টোবর উদ্বোধন করা হয় ও এর নাম রাখা হয় মধুমতি সেতু।[৭]

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. সামদানী, মারুফ। "মধুমতীতে ৬ লেনের সেতু: কাজ শেষ পর্যায়ে, জুনে চালুর আশা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২২ 
  2. "দেশের প্রথম ৬ লেনের কালনা সেতুর উদ্বোধন সোমবার"নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২২ 
  3. "দেশের প্রথম ৬ লেন সেতু হচ্ছে গোপালগঞ্জে"সমকাল। সংগ্রহের তারিখ ২০২২-০৩-১৫ 
  4. "নড়াইলবাসীর স্বপ্নের কালনা সেতুর নির্মান কাজ এগিয়ে চলছে"www.rbtvnews.com। সংগ্রহের তারিখ ২০২২-০৩-১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "কালনা সেতুর দ্বার খুলছে কাল"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২২ 
  6. "ছয় লেনের সেতু হচ্ছে কালনায়"m.mzamin.com। সংগ্রহের তারিখ ২০২২-০৩-১৫ 
  7. "কালনা মধুমতী সেতু উদ্বোধন ১০ অক্টোবর"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৯