যানবাহন

যাতায়াত বা মালামাল পরিবহনের জন্য ব্যবহার করা যান্ত্রিক মাধ্যম

যানবাহন (লাতিন: vehiculum[১] হতে) হলো এক স্থান হতে অন্য স্থানে যাতায়াত ও মালামাল পরিবহনের জন্য ব্যবহার করা যান্ত্রিক মাধ্যম। অধিকাংশ যানবাহনই মানুষের তৈরী, যেমন, বাইসাইকেল, গাড়ি, ট্রেন, জাহাজ, এবং উড়োজাহাজ। [২] তবে অনেক ক্ষেত্রে প্রাকৃতিক অনেক বস্তুও পরিবহনের কাজে ব্যবহৃত হয় , যেমন হিমবাহ, ভাসমান গাছের গুঁড়ি, ইত্যাদি।

বাস, সর্বজনীন পরিবহনের জন্য ব্যবহৃত একটি যানবাহন।

অনেক ক্ষেত্রেই যানবাহন মানুষ বা পশু দ্বারা চালিত হয়। যেমন, রিকশা, গরুর গাড়ি। তবে কেবল পশু যখন যাতায়াতের কাজে ব্যবহার করা হয় (যেমন ঘোড়া), তখন তাদেরকে যানবাহনের অন্তর্গত হিসাবে ধরা হয় না।

স্থলভাগে চালিত অধিকাংশ যানবাহনেই চাকা থাকে। ব্যতিক্রম হলো হোভারক্রাফট, স্নোমোবাইল, স্লেজ, ইত্যাদি।

ইতিহাসসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "vehicle, n.", OED Online, Oxford University Press, নভেম্বর ২০১০ 
  2. Halsey, William D. (Editorial Director): MacMillan Contemporary Dictionary, page 1106. MacMillan Publishing, 1979. আইএসবিএন ০-০২-০৮০৭৮০-৫

আরো দেখুনসম্পাদনা