মদনমোহন হলেন হিন্দু দেবতা কৃষ্ণের একটি রূপ।[১] কৃষ্ণ এই রূপে সকলকে মুগ্ধ করেন। তার সখী রাধাকে মদনমোহনের মোহিনী বলা হয়। তিনি আধ্যাত্মিক জ্ঞান অনুসন্ধানকারীদের কাছে মদনমোহনকে মোহিত করেন। রাধা হলেন ধ্যানের মাধ্যম। তাকে ছাড়া কৃষ্ণকে পাওয়া যায় না।[২]

মদনমোহন ও তাঁর সখী মোহিনীর বিগ্রহ, স্বামীনারায়ণ মন্দির, ধোলেরা

তথ্যসূত্র সম্পাদনা