মজঃফরাবাদ জেলা
পাকিস্তানের আজাদ কাশ্মীরের জেলা
মজঃফরাবাদ জেলা (مُظفّر آباد) পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীরের ঝিলাম এবং নীলাম নদীর তীরে অবস্থিত একটি জেলা এবং পাহাড়ী অঞ্চল। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির পশ্চিমে পাঞ্জাব এবং পূর্বে কাশ্মীরের কুপওয়ারা জেলা ও বারামূলা জেলায় অবস্থিত। এছাড়াও উত্তরে নীলাম জেলা; যেটি জেলার উত্তরপূর্বে পতিত হয়েছে এবং বাঘ জেলা দক্ষিণ সীমানা বরাবর গঠিত হয়েছে। জেলাটির মোট এলাকা ১,৬৪২ বর্গ কিলোমিটার। মজঃফরাবাদ শহরটি আজাদ কাশ্মিরের রাজধানী হিসেবে পরিচালিত হয়ে থাকে।
মজঃফরাবাদ Muzaffarabad | |
---|---|
আজাদ জম্মু ও কাশ্মীরের জেলা | |
মজঃফরাবাদের শহরকে আজাদ কাশ্মিরের মানচিত্রকে লাল রং এর মাধ্যমে চিহ্নিত করা হয়েছে | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | আজাদ জম্মু ও কাশ্মীর |
সদরদপ্তর | মজঃফরাবাদ |
আয়তন | |
• মোট | ১,৬৪২ বর্গকিমি (৬৩৪ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭) | |
• মোট | ৬,৫০,৩৭০ |
• জনঘনত্ব | ৩৯৬/বর্গকিমি (১,০৩০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+05:00) |
তহসিলের সংখ্যা | ৩ |
ভাষা এবং ভৌগোলিক অবস্থান
সম্পাদনা২০১৭ সালের আদমশুমারি হিসাব অনুযায়ী জেলাটির মোট জনসংখ্যা ছিল প্রায় ৬৫০,৩৭০ জন।[১]
প্রশাসনিক বিভাগ
সম্পাদনামজঃফরাবাদ জেলা প্রশাসনিকভাবে ৩টি তহসিলে বিভক্ত এবং ৫১টি ইউনিয়ন কাউন্সিল নিয়ে গঠিত হয়েছে।[২]
- মজঃফরাবাদ
- পাতিখা (নাসিরাবাদ)
- গার্হি দুপাট্টা
- তিথওয়াল তহসিল
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Census 2017: AJK population rises to over 4m"। The Nation (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৯-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৯-০১।
- ↑ "Information about SPs District Muzaffarabad"। ২০০৭-১১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-০৫।
বহিঃসংযোগ
সম্পাদনা
আজাদ কাশ্মীর অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
পাকিস্তান অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |