ভিতরবন্দ ইউনিয়ন
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি ইউনিয়ন
ভিতরবন্দ ইউনিয়ন বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[১]
ভিতরবন্দ ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | কুড়িগ্রাম জেলা |
উপজেলা | নাগেশ্বরী উপজেলা |
প্রতিষ্ঠা | ২৭-০৮-১৯৬৭ |
আয়তন | |
• মোট | ১৩.৯০ বর্গকিমি (৫.৩৭ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৩২,৪৬৭ |
• জনঘনত্ব | ২,৩০০/বর্গকিমি (৬,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
নামকরণ ও ইতিহাস
সম্পাদনাভিতরবন্দ মৌজা ও গ্রামের নামানুসারে ইউনিয়নের নাম রাখা হয় ভিতরবন্দ। জানা যায় ইংরেজ আমলের শুরুর দিকে ভেতরবন্দ গরগণার সদর দপ্তর ছিল রাশাহীতে। চিরসহায়ী বন্দোবস্তের অব্যবহিত পরেই ভেতরবন্দ পরগণার সদর দপ্তর নাগেশ্বরী উপজেলার ভেতরবন্দে স্থানান্তর করা হয় । [২]
সাধারণ তথ্য
সম্পাদনাশিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- প্রাথমিক বিদ্যালয়ঃ ২২টি।
- মাধ্যমিক বিদ্যালয়ঃ ৩টি।
- মাদ্রাসাঃ ১২টি।
- কলেজঃ ২টি।[২]
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাকুড়িগ্রাম জেলা থেকে ১৫ কি.মি. ও নাগেশ্বরী উপজেলা থেকে ১০ কি.মি. দূরত্বে অবস্থিত। জেলা ও উপজেলা থেকে যোগাযোগ ব্যবস্থাঃ রিকসা, সাইকেল, অটোরিকসা, মোটর সাইকেল, মাইক্রো।[২]
জমি
সম্পাদনাজমির পরিমান- ৩৭৯১.০হেক্টর।
- এক ফসলী-৪০০.০ হেক্টর
- দু”ফসলী- ২২০০.০ হেক্টর।
- তিন ফসলী- ৮৪৭.০ হেক্টর।
- পতিত/ বসতভিটা সহ- ১৪৪.০ হেক্টর।
- খাল-বিল -২০০.০ হেক্টর।[২]
নদ-নদী
সম্পাদনাভিতরবন্দ ইউনিয়নে ২৫ একর বিশিষ্ট একটি নদী ও ২০০টির মত খাল রয়েছে।[২]
দর্শনীয়
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ উপজেলা, নাগেশ্বরী (২৮ জুলাই ২০২১)। "নাগেশ্বরী উপজেলা"। নাগেশ্বরী উপজেলা। ২৭ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২১।
- ↑ ক খ গ ঘ ঙ চ ইউনিয়ন, ভিতরবন্দ (২৮ জুলাই ২০২১)। "ভিতরবন্দ ইউনিয়ন"। ভিতরবন্দ ইউনিয়ন। ২২ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২১।
- ↑ "Library Database Management"। ngl.nbc.org.bd। ২০২১-০৭-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৮।