ভাসান্যাদম ইউনিয়ন
ভাসান্যাদম বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত লংগদু উপজেলার একটি ইউনিয়ন।
ভাসান্যাদম | |
---|---|
ইউনিয়ন | |
৫নং ভাসান্যাদম ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ভাসান্যাদম ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৩′৪৯″ উত্তর ৯২°১৬′১৫″ পূর্ব / ২২.৮৯৬৯৪° উত্তর ৯২.২৭০৮৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | রাঙ্গামাটি জেলা |
উপজেলা | লংগদু উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ হযরত আলী |
আয়তন | |
• মোট | ৭২.৫২ বর্গকিমি (২৮.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৪,৮০০ |
• জনঘনত্ব | ২০০/বর্গকিমি (৫৩০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৮.৭৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৫৮০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাভাসান্যাদম ইউনিয়নের আয়তন ১৭,৯২০ একর (৭২.৫২ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ৭,৪৯২জন। এর মধ্যে ৬,৩৬৪জন মুসলিম, ১,০৬৩জন বৌদ্ধ, ৬৪জন হিন্দু ও ১জন অন্যান্য ধর্মের অনুসারী। [২]
অবস্থান ও সীমানা
সম্পাদনালংগদু উপজেলার দক্ষিণ-পূর্বাংশে ভাসান্যাদম ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব নৌপথে প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে গুলশাখালী ইউনিয়ন ও বগাচতর ইউনিয়ন; পশ্চিমে বগাচতর ইউনিয়ন, কাপ্তাই হ্রদ ও লংগদু ইউনিয়ন; দক্ষিণে বরকল উপজেলার বরকল ইউনিয়ন এবং পূর্বে বরকল উপজেলার বরকল ইউনিয়ন ও বড় হরিণা ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাভাসান্যাদম ইউনিয়ন লংগদু উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লংগদু থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাভাসান্যাদম ইউনিয়নের সাক্ষরতার হার ৩৮.৭৯%।[১] এ উপজেলায় ১টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সরকারী ও ১টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা
- চাইল্যাতলী নুরানী তালীমুল কোরআন মাদ্রাসা[৪]
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- ঘনমোড় সেনা মৈত্রী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[৫]
- প্রাথমিক বিদ্যালয়
- খাগড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঘনমোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ভাসান্যাদম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রাঙ্গাপানিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শিলকাটাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম চাইল্যাতলী বাহিরটিলা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়[৬]
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনারাঙ্গামাটি জেলা সদর বা লংগদু উপজেলা সদর থেকে ভাসান্যাদম ইউনিয়নে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ।
খাল ও নদী
সম্পাদনাভাসান্যাদম ইউনিয়নের পশ্চিম সীমান্তে রয়েছে কাপ্তাই হ্রদ।
হাট-বাজার
সম্পাদনাভাসান্যাদম ইউনিয়নের প্রধান ৪টি হাট-বাজার হল চাইল্লাতলী বাজার, খাগড়াছড়ি বাজার, ঘনমোড় বাজার এবং কাট্টলী বাজার।[৭]
দর্শনীয় স্থান
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ হযরত আলী [৮]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "লংগদু উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ "উচ্চ মাধ্যমিক বিদ্যালয়"। vasannadamup.rangamati.gov.bd।
- ↑ "মাদ্রাসা - ভাসান্যাদম ইউনিয়ন-"। vasannadamup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নিম্ন মাধ্যমিক বিদ্যালয়"। vasannadamup.rangamati.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=414&thana=41406&union=04[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "হাট বাজার - ভাসান্যাদম ইউনিয়ন-"। vasannadamup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বর্তমান পরিষদ - ভাসান্যাদম ইউনিয়ন-"। vasannadamup.rangamati.gov.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]