ভারত জাকাত মাঝি পারগানা মহল

ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান

ভারত জাকাত মাঝি পারগণা মহল সংক্ষেপে বিজেএমপিএম হল একটি ভারতীয় সামাজিক সংগঠন যা সাঁওতাল সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়ন , শিক্ষার উন্নয়ন [১] এবং সাংস্কৃতিক উন্নয়নের [২] জন্য কাজ করে। [৩]

ভারত জাকাত মাঝি পারগানা মহল
ভারত জাকাত মাঝি পারগানা মহলের লোগো
ধরনঐতিহ্যবাহী সামাজিক সংগঠন
নিবন্ধন নংS০০৭২২৯ / ২০২১-22
সদরদপ্তরঘাটশিলা, পূর্ব সিংভূম, ঝাড়খণ্ড, ৮৩২৩০৩, ভারত
পরিষেবাসামাজিক শিক্ষা উন্নয়ন, সামাজিক দর্শন উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন
দাপ্তরিক ভাষা
সাঁওতালি
ভারত দিশম পারগানা
নিত্যানন্দ হেমব্রম
ভারত দিশম জগ পারগানা
বাইজু মুর্মু
ভারত দিশম গডেত পারগানা
তাশিলদার হাঁসদা
ওয়েবসাইটbjmpm.com

কর্মাঞ্চল

সম্পাদনা

ভারত জাকাত মাজি পারগনা মহল ভারতের বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ,[৪] আসাম এবং ভারতের বাইরে বাংলাদেশ, নেপাল, অস্ট্রেলিয়া, আমেরিকায় জনপ্রিয়তা লাভ করেছে।.[৫]

সামাজিক পদ ও তাদের বর্ণনা

সম্পাদনা

মাঝি শব্দটির দ্বারা গ্রামের প্রধানকে বোঝানো হয়েছে। পারগানা বলতে বোঝায় যিনি কোনো অঞ্চলের সাঁওতাল জনগোষ্ঠীকে পরিচালনা করেন। একইভাবে জগ-মাঝি অর্থাৎ গ্রামের উপ-প্রধান, গোডেত অর্থাৎ গ্রামের বার্তাবাহক, নায়কে অর্থাৎ গ্রামের পুরোহিতকে বোঝানো হয়েছে।

বিভিন্ন সম্মেলন ও কার্যক্রম

সম্পাদনা

ভারত জাকাত মাঝি পারগানা মহল সাঁওতাল উপজাতির [৬] ঐতিহ্য ও সংস্কৃতির সংরক্ষণ, গ্রামীণ ব্যবস্থাপনার উন্নয়নের স্বার্থে রাজ্য এবং কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন সম্মেলনর আয়োজন করে সান্তাল. এটি নার্সারি থেকে স্নাতকোত্তর এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণার স্তরেসান্তালি ভাষায় ও অল চিকি লিপিতে শিক্ষা ব্যবস্থার জন্য আন্দোলন করে এসেছে।

  1. "অলচিকি ভাষার শিক্ষক চাই', ঘাটালে পথ অবরোধ আদিবাসী সংগঠনের"bengali.abplive.com। ২৮ ডিসেম্বর ২০২০। ৮ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩ 
  2. "Train services hit due to protest by tribal"thestatesman.com। ৩০ জুন ২০১৭। ৮ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩ 
  3. "BJMPM Protest in Salboni: শালবনীতে মমতার সফরের আগে অবরোধ ভারত জাকাত মাঝি পরগনা মহলের"etvbharat.com। ১৫ ফেব্রুয়ারি ২০২৩। ৮ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩ 
  4. Sambit Pal (১৮ জানুয়ারি ২০২১)। The Bengal Conundrum: The Rise of the BJP and the Future of the TMC। Bloomsbury Publishing। আইএসবিএন 9789389812688 
  5. "Disom Kumut (Central Committee)"www.bjmpm.com। ৮ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২৩ 
  6. Rai, Jitesh; Soni, Smriti (২০১৯)। "Inequality, Injustice and India's Forgotten People" (ইংরেজি ভাষায়): 6। ডিওআই:10.9734/jgeesi/2019/v21i330128। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৪