উপজাতি

এমন জনগোষ্ঠীগুলোকে বুঝায় যারা আলাদা রাষ্ট্র গঠন করতে পারেনি কিন্তু নিজস্ব একটি আলাদা সংস্কৃত

একটি দেশের মূল জনগোষ্টী থেকে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে ভিন্নতর যারা তাদের ঐতিহ্য, কৃষ্টি ও আইন দ্বারা সম্পূর্ণ বা আংশিকভাবে পরিচালিত তাদেরকে উপজাতি বলা হয়। মূলত‍ঃ রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে জাতি বা উপজাতি নির্দিষ্টকরণ হয়ে থাকে। উপজাতি তারাই যারা ভিন্ন ভিন্ন জাতির সংমিশ্রণে তৈরি শংকর জাতি এবং বর্তমানে বৃহৎসংখ্যক এধরনের মানুষ বসবাস করে। প্রকৃতপক্ষে নিচে দেওয়া জনগোষ্ঠী গুলোই হচ্ছে আদিবাসী তাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি, পোশাক-পরিচ্ছদ,খাদ্যাভাস,ভাষা, নিজস্ব বর্ণমালা ইত্যাদি। মোটকথা হচ্ছে একটি আদিবাসী জনগোষ্ঠী যেসব বৈশিষ্ট্য থাকার কথা তার সব গুলোই নিচের দেওয়া জনগোষ্ঠীদের বৈশিষ্ট্য পাওয়া যায় উপজাতি বা নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীসমূহ হচ্ছেঃ-

মনুমেন্ট ভ্যালিতে নেটিভ আমেরিকান উপজাতির নাভারোর দুর্দান্ত সীল

তথ্যসূত্র সম্পাদনা