উপজাতি

রাষ্ট্রের বাইরে বা বিকাশের পূর্বে বিদ্যমান সামাজিক গোষ্ঠী

উপজাতি এমন জনগোষ্ঠীগুলোকে বুঝায় যারা আলাদা রাষ্ট্র গঠন করতে পারেনি কিন্তু নিজস্ব একটি আলাদা সংস্কৃতি গড়ে তুলেতে সমর্থ হয়েছে। মূলত রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে জাতি বা উপজাতি নির্দিষ্টকরণ হয়ে থাকে।[]

উপজাতি বা নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীসমূহ হচ্ছে: মগ, মুরং, মারমা, চাকমা, ত্রিপুরা, হাজং ইত্যাদি। বাংলাদেশে জাতীয় জনগোষ্ঠীর শীর্ষস্থানে রয়েছে মগ জাতির লোকজন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Service, Elman Rogers (১৯৬২)। Primitive social organization : an evolutionary perspective। Random House। ওসিএলসি 318447878 [পৃষ্ঠা নম্বর প্রয়োজন]