ভানুমতী আন্নাসাহেব রাজোপাধ্যায়, পরে ভানু ( মারাঠি: भानु अथैय्या  ; ২৮ এপ্রিল ১৯২৯ - ১৫ অক্টোবর, ২০২০) একজন ভারতীয় পোশাক ডিজাইনার ছিলেন, ১৯৫০ এর দশক থেকে গুরু দত্ত, যশ চোপড়া, বি আর চোপড়া, রাজ কাপুর, বিজয় আনন্দ, রাজ খোসলা, আশুতোষ গোয়ারিকারদের মত চলচ্চিত্র নির্মাতা এবং আন্তর্জাতিক পরিচালক যেমন কনরাড রুকস এবং রিচার্ড অ্যাটেনবরোর মত আন্তর্জাতিক পরিচালক দের সাথে তিনি ১০০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছিলেন। তিনি গান্ধীর চলচ্চিত্রের জন্য অস্কার পেয়ে প্রথম ভারতীয় অস্কার প্রাপক হিসাবে সম্মানিত হন। []

ভানু আথাইয়া
জন্ম
ভানুমতী আন্নাসাহেব রাজোপাধ্যায়

(১৯২৯-০৪-২৮)২৮ এপ্রিল ১৯২৯
মৃত্যু১৫ অক্টোবর ২০২০(2020-10-15) (বয়স ৯১)
পেশাকস্টিউম ডিজাইনার
কর্মজীবন১৯৫৬–২০০৪
দাম্পত্য সঙ্গীসত্যেন্দ্র আথাইয়া (পৃথক)
সন্তানকন্যা
পুরস্কারপ্রথম ভারতীয় অস্কার বিজেতা []১৯৮২: শ্রেষ্ঠ কস্টিউম ডিজাইন: গান্ধী
শ্রেষ্ঠ কস্টিউম ডিজাইন
১৯৯১: লেকিন...
২০০২: লাগান

ভানু জন্মগ্রহণ করেন মহারাষ্ট্রের কোলহাপুরে। তিনি অন্নসাহেব এবং শান্তাভাই রাজোপাধ্যায় জন্মগ্রহণকারী সাত সন্তানের মধ্যে তৃতীয় ছিলেন। অথাইয়ার বাবা অন্নসাহেব একজন চিত্রশিল্পী ছিলেন। অথাইয়ার নয় বছর বয়সে তিনি মারা যান। []

২০২০ সালের ১৫ অক্টোবর, দক্ষিণ মুম্বাইয়ের একটি মেডিকেল সেন্টারে মস্তিষ্কের ক্যান্সারের জটিলতায় অথাইয়া মারা যান। সেসময় তার বয়স হয়েছিল ৯১ বছর। []

ফিল্মোগ্রাফি

সম্পাদনা
Year Title
২০০৪ স্বদেশ
২০০১ লাগান: Once Upon a Time in India
২০০১ Dhyaas Parva
২০০০ ডক্টর বাবাসাহেব আম্বেদকর
১৯৯৫ প্রেম
১৯৯৫ দা ক্লাউড ডোর(Himmelspforte, Die)
১৯৯৫ Oh Darling! Yeh Hai India
১৯৯৩ ১৯৪২: এ লাভ স্টোরি
১৯৯৩ সাহিবান
১৯৯২ পরম্পরা
১৯৯১ হেনা
১৯৯১ আজুবা
১৯৯০ লেকিন...
১৯৯০ অগ্নিপথ
১৯৮৯ চাঁদনী
১৯৮৮ হিরো হিরালাল
১৯৮৭ কাশ
১৯৮৬ সুলতানাত
১৯৮৫ রাম তেরি গঙ্গা মাইলি
১৯৮৫ ফাসলে
১৯৮৫ সালমা
১৯৮৫ ইয়াদো কি কসম
১৯৮৪ তারাং
১৯৮৩ রাজিয়া সুলতান
১৯৮৩ পুকার
১৯৮২ গান্ধী
১৯৮২ প্রেম রোগ
১৯৮২ নিকা
১৯৮১ বিবি-ও-বিবি: The Fun-Film
১৯৮১ Hotel
১৯৮১ রকি
১৯৮০ ইনসাফ কা তরাজু
১৯৮০ এগ্রিমেন্ট
১৯৮০ দা বার্নিং ট্রেন
১৯৮০ কর্জ
১৯৮০ আব্দুল্লাহ
১৯৭৯ মিস্টার নটোবর লাল
১৯৭৯ সুহাগ
১৯৭৯ Jaani Dushman
১৯৭৮ Satyam Shivam Sundaram: Love Sublime
১৯৭৮ কর্মযোগী
১৯৭৮ শালিমার
১৯৭৮ ঘর
১৯৭৮ গঙ্গা কি সৌগন্ধ
১৯৭৭ আলাপ
১৯৭৭ আয়না
১৯৭৭ আব কেয়া হোগা
১৯৭৬ উধার কা সিন্দুর
১৯৭৬ হেরা ফেরি
১৯৭৬ মেহবুবা
১৯৭৬ নাগিন
১৯৭৬ Aaj Ka Mahaatma
১৯৭৬ চলতে চলতে
১৯৭৬ দো অঞ্জানে
১৯৭৫ আক্রমণ
১৯৭৫ কালা সোনা
১৯৭৫ ধরম করম
১৯৭৫ প্রেম কাহানী
১৯৭৪ চোর মাচায়ে শোর
১৯৭৪ বিদাই
১৯৭৩ ধুন্দ
১৯৭৩ আজ কি তাজা খবর
১৯৭৩ কিমত
১৯৭৩ অনামিকা
১৯৭৩ বান্ধে হাত
১৯৭২ সিদ্ধার্থ
১৯৭২ দাস্তান
১৯৭২ রাস্তে কা পাত্থর
১৯৭২ রূপ তেরা মস্তানা
১৯৭২ আপনা দেশ
১৯৭২ মেরে জীবন সাথী
১৯৭১ তেরে মেরে সপ্নে
১৯৭১ পেয়ার কি কাহানী
১৯৭১ আপ আয়ে বাহার আয়ে
১৯৭১ মর্যাদা
১৯৭০ জনি মেরা নাম
১৯৭০ হিম্মত
১৯৭০ খিলোনা
১৯৭০ মেরা নাম জোকার
১৯৭০ মা অউর মমতা
১৯৬৯ জিনে কি রাহ
১৯৬৯ ইন্তেকাম
১৯৬৮ ব্রহ্মচারী
১৯৬৭ অনিতা
১৯৬৭ পাত্থর কে সনম
১৯৬৭ হরে কাঁচ কি চুঁড়িয়া
১৯৬৬ আম্রপালি
১৯৬৬ বাহারে ফির ভি আয়েঙ্গি
১৯৬৬ মেরা সায়া
১৯৬৬ তিসরি মঞ্জিল
১৯৬৬ Budtameez
১৯৬৫ গাইড
১৯৬৫ জানোয়ার
১৯৬৫ কাজল
১৯৬৫ ওয়াক্ত
১৯৬৫ মেরে সনম
১৯৬৪ দুলহন দুলহন
১৯৬৪ লিডার
১৯৬২ সাহিব বিবি অউর গুলাম
১৯৬১ গঙ্গা যমুনা
১৯৬০ চৌধুভি কা চাঁদ
১৯৫৯ দিল দেকে দেখো
১৯৫৯ কাগজ কে ফুল
১৯৫৯ কবি কালিদাস
১৯৫৭ পিয়াসা
১৯৫৬ সি.আই.ডি.

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "India's first Oscar winner Bhanu Athaiya dies in Mumbai home"The Hindu (ইংরেজি ভাষায়)। ১৫ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২০ 
  2. Lala, Smita (৭ মে ২০০৮)। "My Fundays: Bhanu Athaiya"The Telegraph। ১৭ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৩ 
  3. "Oscar-winning costume designer Bhanu Athaiya passes away"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০২০-১০-১৫। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৫