ভাতুরিয়া ইউনিয়ন
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার একটি ইউনিয়ন
ভাতুরিয়া ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
ভাতুরিয়া ইউনিয়ন, ভাতুরিয়া | |
---|---|
ইউনিয়ন | |
![]() জিগাঁতে গন্দর নদী | |
স্থানাঙ্ক: ২৫°৪৯′৪৪″ উত্তর ৮৮°১২′৫৩″ পূর্ব / ২৫.৮২৮৮৫০° উত্তর ৮৮.২১৪৭৮৯° পূর্ব | |
Country | ![]() |
Division | রংপুর বিভাগ |
আয়তন | |
• মোট | ১২ বর্গকিমি (৫ বর্গমাইল) |
সময় অঞ্চল | BST (ইউটিসি+6) |
ওয়েবসাইট | ভাতুরিয়া ইউনিয়নের সরকারি ওয়েবসাইট |
আয়তনসম্পাদনা
ভাতুরিয়া ইউনিয়নের আয়তন হচ্ছে ৭৬৩১ একর (৩০,.৫৫বর্গ কিলোমিটার)। ইউনিয়নে ২৯৮১ টি পারিবারিক ইউনিট আছে।
অবস্থানসম্পাদনা
প্রশাসনিক এলাকাসম্পাদনা
ইতিহাসসম্পাদনা
জনসংখ্যার উপাত্তসম্পাদনা
বাংলাদেশর ১৯৯১ সালের আদমশুমারি অনুসারে এই ইউনিয়নের জনসংখ্যা হচ্ছে ১৪,৩১০ জন।[১] এই মানুষের মধ্যে নারী ৫১%, পুরুষ ৪৯%। ইউনিয়নে ১৮ বছরের নিচের মানুষ হচ্ছে ৭১৫৮ জন। এছাড়াও ১৫-৪৪ বছরের মানুষ আছে ২৬০৩ জন।
ভাতুরিয়া ইউনিয়নের সাক্ষরতার হার হচ্ছে ২৪.৪% যেখানে বাংলাদেশর সাক্ষরতার হার হচ্ছে ৩২.৪%।
শিক্ষাসম্পাদনা
দর্শনীয় স্থানসম্পাদনা
উল্লেখযোগ্য ব্যক্তিত্বসম্পাদনা
- রাজা গণেশ (শাসনকাল ১৪১৫) ছিলেন বাংলার একজন হিন্দু শাসক। তিনি বাংলার ইলিয়াস শাহি রাজবংশকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন। তার গড় এখনো রাজা গণেশের গড় হিসেবে এই ইউনিয়নে পরিচিত। গড়টির ধ্বংসাবশেষ এখনো বিদ্যমান।
বিবিধসম্পাদনা
পাথর কালী মেলা বসে এই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কুলিক নদীর ধারে। কালীপূজার পরের শুক্রবার এই এলাকায় মেলা বসে। আর মেলা উপলক্ষে ভারত-বাংলাদেশ সীমান্তে যুগ যুগ ধারে দুই বাংলার হাজারো মানুষ স্বজনদের সঙ্গে মিলিত হয়ে কুশল বিনিময় করেন।[২]
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ জুলাই ২। অজানা প্যারামিটার
|accessyear=
উপেক্ষা করা হয়েছে (|access-date=
ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন:|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "কাঁটাতারের ফাঁকে ফাঁকে স্বজনের মুখ"। http://www.prothom-alo.com। সংগ্রহের তারিখ ডিসেম্বর ০৫, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য);|প্রকাশক=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
বহিঃসংযোগসম্পাদনা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |