ভরতপুর স্তূপ

পশ্চিমবঙ্গের বৌদ্ধ স্তূপ

ভরতপুর স্তূপ হল ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বুদবুদের কাছে ভরতপুর গ্রামের প্রত্নতাত্ত্বিক স্থানে অবস্থিত একটি বিশাল স্তূপ।[১] পশ্চিমবঙ্গে আবিষ্কৃত স্তূপগুলি ছোট আকারের হলেও এটি একটি বৃহৎ স্তূপ।[২] ঐতিহাসিকগণ মনে করেন, এই স্তূপটি সম্ভবত কোন বৌদ্ধ বিহার সংলগ্ন ছিল।[৩]

ভরতপুর স্তূপ
ধর্ম
অন্তর্ভুক্তিবৌদ্ধধর্ম
অবস্থান
অবস্থানভরতপুর, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত
প্রশাসনভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ
স্থানাঙ্ক২৩°২৪′৪২″ উত্তর ৮৭°২৬′৩৯″ পূর্ব / ২৩.৪১১৭০৩১° উত্তর ৮৭.৪৪৪১০৪৬° পূর্ব / 23.4117031; 87.4441046
স্থাপত্য
ধরনস্তূপ
স্থাপত্য শৈলীপঞ্চরথ
সম্পূর্ণ হয়খ্রিস্টীয় ৭ম-৯ম শতাব্দী
উপাদানসমূহইট ও পাথর

ভরতপুর স্তূপের নির্মাণ পাল যুগে করা হয়েছিল। ধ্বংসপ্রাপ্ত এই স্তূপের মধ্যে ভূমিস্পর্শ মুদ্রায় বজ্রাসনে উপবিষ্ট এগারোটি বুদ্ধমূর্তি আবিষ্কৃত হয়েছে।[৩]

এই স্তূপটি ১৯৭২ খ্রিস্টাব্দ থেকে ১৯৭৫ খ্রিস্টাব্দের মধ্যে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের পূর্বাঞ্চলীয় শাখা ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বারা পরিচালিত প্রাথমিক খননকার্যের সময় প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পান।[৩]

বর্ণনা সম্পাদনা

পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহৎ বৌদ্ধ স্তূপ হল ভরতপুর স্তূপ।[১] স্তূপটি ইট এবং পাথরের দ্বারা পঞ্চরথ শৈলীতে নির্মিত হয়েছিল, যার ভিতের ক্ষেত্রফল ১৩ বর্গ মিটার। স্তূপের ভিত কম্প্যাক্ট হলুদ বালুকাময় মাটির উপরে স্থাপিত আছে। বর্তমানে, স্তূপের ভিত কাঠামোটি টিকে আছে, যখন বাকি অংশ ধ্বংস প্রাপ্ত হয়েছে। নির্মাণে দুটি ভিন্ন আকারের ইট ব্যবহার করা হয়েছে, যেগুলির আকার হল যথাক্রমে ৩০ x ৮ x ৭ সেমি ও ৪৮ x ২১ x ৬ সেমি। গাঁথনির জন্য বালি ও চুনের মিশ্রণ ব্যবহার করা হয়েছিল।[৩] সম্মুখভাগগুলিকে কোরবেলড কোর্স, ছাঁচনির্মাণ ও চৈত্য গাবক্ষে পুষ্পশোভিত নকশার মোটিফ দ্বারা সুসজ্জিত। কর্বেলড কোর্সের উপরে স্তূপের দেয়ালে কুলুঙ্গি রয়েছে, যেগুলি মাটি থেকে মানুষের চোখের উচ্চতার সমতুল্য উচ্চতায় অবস্থিত। এই কুলুঙ্গিগুলি সম্ভবত বুদ্ধ মূর্তি দিয়ে সজ্জিত ছিল।[৪][৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Singh, Shiv Sahay (২১ জানুয়ারি ২০২৩)। "Of a bygone era: excavations reveal Buddhist monastery complex at Bharatpur of Bengal"www.thehindu.com। Kolkata: The Hindu। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৩ 
  2. Singh, Shiv Sahay (২১ জানুয়ারি ২০২৩)। "Finds shed light on the Chalcolithic"www.telegraphindia.com। Kolkata: The Telegraph India। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৩ 
  3. দত্ত, শ্রাবণী (৯ জানুয়ারি ২০১৯)। "পশ্চিম বর্ধমানের বৌদ্ধ প্রত্নস্থল"www.anandabazar.com। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৩ 
  4. Majumdar, Somreeta (১ জানুয়ারি ২০২০)। "Archaeological Landscape of the Buddhist Stupa of Bharatpur"ArnavaVisva-Bharati University: 54–55। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৩ 
  5. Bhowmik, Rupam (৯ ফেব্রুয়ারি ২০২৩)। "Unearthing Bharatpur Stupa: A treasure trove of historical and cultural artifacts"Get Bengal। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৩