বৌদ্ধ বিহার[২] হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের মঠ। এটি বৌদ্ধ ধর্মের সাথে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। ভিক্ষুদের বাসস্থান, ধর্মীয় আচারাদি সম্পন্ন ও ধ্যান করার স্থান এবং বৌদ্ধ শিক্ষার কেন্দ্র হিসেবে একে সংজ্ঞায়িত করা যায়।[৩] প্রাচীন সংস্কৃত এবং পালি গ্রন্থগুলোতে বিহার শব্দটি আনন্দ ভ্রমণ অথবা বিচরণ করার আয়োজনকে বোঝানো হতো। পরবর্তীতে ধারণাটি স্থাপত্যবিদ্যায় রূপান্তরিত হলে এটি দ্বারা সন্ন্যাসীদের বাসস্থানকে বোঝানো হতো যা আঙিনা দ্বারা সজ্জিত।

Vihāra
নাসিক গুহায় কানহা গুহা বিহার, খ্রিস্টপূর্ব ১ম শতাব্দীর অন্যতম এবং প্রাচীনতম।[১]
পঞ্চম শতাব্দীর অজন্তা গুহার ৪নং গুহা। একটি বুদ্ধমূর্তি সহ মন্দির ঘর।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Sharon La Boda (১৯৯৪)। International Dictionary of Historic Places: Asia and Oceania। Taylor & Francis। পৃষ্ঠা 625। আইএসবিএন 978-1-884964-04-6 
  2. একে চিহ্নিত করা যায়, বৌদ্ধ ধর্মের সাথে (২৬ শে এপ্রিল ২০২০)। "বৌদ্ধ বিহার - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। ২০২০-০৭-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 2020-04-26  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  3. "Vihāra"Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০২০-০৪-২৬। 

বহিঃসংযোগ সম্পাদনা