ব্যারিংটন ব্রাউন

ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার

ব্যারিংটন সেন্ট অবাইন ব্রাউন (ইংরেজি: Barrington Browne; জন্ম: ১৬ সেপ্টেম্বর, ১৯৬৭) নিউ আমস্টারডাম এলাকায় জন্মগ্রহণকারী সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯০-এর দশকের সূচনালগ্নে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২][৩]

ব্যারিংটন ব্রাউন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামব্যারিংটন সেন্ট অবাইন ব্রাউন
জন্ম১৬ সেপ্টেম্বর, ১৯৬৭
নিউ আমস্টারডাম, গায়ানা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ৬৯)
২০ অক্টোবর ১৯৯৪ বনাম ভারত
শেষ ওডিআই১১ নভেম্বর ১৯৯৪ বনাম ভারত
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা -
রানের সংখ্যা -
ব্যাটিং গড় - ৮.০০
১০০/৫০ -/- -/-
সর্বোচ্চ রান - ৮*
বল করেছে - ৩০
উইকেট -
বোলিং গড় - ৭৮.০০
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং - ২/৫০
ক্যাচ/স্ট্যাম্পিং -/- -/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৫ ফেব্রুয়ারি ২০২১

ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে গায়ানা দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন ব্যারিংটন ব্রাউন

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

১৯৮৭-৮৮ মৌসুম থেকে ১৯৯৬-৯৭ মৌসুম পর্যন্ত ব্যারিংটন ব্রাউনের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।

সমগ্র খেলোয়াড়ী জীবনে চারটিমাত্র ওডিআইয়ে অংশগ্রহণ করেছেন ব্যারিংটন ব্রাউন। ২০ অক্টোবর, ১৯৯৪ তারিখে মুম্বইয়ে স্বাগতিক ভারত দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। ১১ নভেম্বর, ১৯৯৪ তারিখে জয়পুরে একই দলের বিপক্ষে সর্বশেষ ওডিআইয়ে অংশ নেন তিনি। অংশগ্রহণকৃত ওডিআইয়ের সবকটিই ভারতে বিপক্ষে খেলেন। তাকে কোন টেস্টে অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয়নি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Players / West Indies / ODI caps"Cricinfo। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২১ 
  2. "West Indies ODI Batting Averages"Cricinfo। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২১ 
  3. "West Indies ODI Bowling Averages"Cricinfo। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২১ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা