বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

ছবি প্রসঙ্গে

সম্পাদনা

আবু আহসান মোহম্মদ সামসুল আরেফিন সিদ্দিক পাতায় আপনার সম্পাদনা বাতিল করতে হল কারণ আপনি যে ছবিটি দিয়েছেন তা আপনার নিজের তোলা না। এক সপ্তাহ পর এটি কমন্স থেকে সেখানের প্রশাসকরা মুছে ফেলবে যদিনা আপনি যথাযথ প্রমাণ দিতে ব্যর্থ হন। আপনি প্রমাণ পাঠাতে পারেন, তবে ছবিটি বাংলা উইকিতে যোগ করতে কোন সমস্যা নেই। ধন্যবাদ। বাংলা উইকিতে সম্পাদনা চালিয়ে যান। --আফতাব (আলাপ) ২২:০২, ১২ জুলাই ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

কনফারেন্স এর যে ছবিটা দিয়েছি, অইটা আমার নিজের ক্যামেরায় তোলা ছবি। আপনি যাচাই করে দেখুন, ছবিটা আর কোথাও নাই। TonmoySahaJoywiki (আলাপ) ০৪:৫২, ১৩ জুলাই ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
ছবিটাতে কোন অধি-উপাত্ত (meta-data) নেই (যে কোন ক্যামেরা দিয়ে তোলা সকল ছবিতে এটা থাকে), ছবিটার মান নিন্ম। যার ফলে আমার সন্দেহ হচ্ছে এটা আপনার তোলা না। যাইহোক আমি ছবিটা সরাচ্ছি না, কিন্তু এক সপ্তাহ পর এটি কমন্স থেকে সেখানের প্রশাসকরা মুছে ফেলবে যদিনা আপনি যথাযথ প্রমাণ দিতে ব্যর্থ হন। আপনি যদি আসলেই অধ্যাপক আরেফিনের সাথে আলাপ করেই এই ছবিটা নিয়ে থাকেন তবে আবার আরেকটা ছবি তুলুন।
আর আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিবন্ধগুলির মান উন্নয়ন করতে পারেন, আপনি ইংরেজি উইকি থেকে তথ্য নিয়ে অনুবাদ করতে পারেন। বাংলা উইকিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিবন্ধগুলির মান উন্নয়নে সাহায্য করুন। ধন্যবাদ। বাংলা উইকিতে সম্পাদনা চালিয়ে যান। --আফতাব (আলাপ) ১৪:০১, ১৩ জুলাই ২০১৮ (ইউটিসি)উত্তর দিন