বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

মে 2020

সম্পাদনা

  হ্যালো, আমি ইফতেখার নাইম। উইকিপিডিয়া আপনার-আমার মত যে কেউ লিখতে পারে, ভিন্ন ভিন্ন লোক দ্বারা লিখিত হয় বলে তাদের মতামতও ভিন্ন ভিন্ন হতে পারে। কিন্তু আমরা যথাসাধ্য চেষ্ঠা করি যে কোন নিবন্ধে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখার। আপনার তারিখ সম্পর্কিত পাতায় সাম্প্রতিক সম্পাদনা আমার কাছে নিরপেক্ষ মনে হয়নি বলে, আমি তা বাতিল করেছি। আপনি যদি মনে করেন আমি ভুল করেছি, অথবা আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে আপনি আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। ধন্যবাদ। নাইম (আলাপ) ২২:৩০, ৭ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ

সম্পাদনা

গত ১ যুগের বেশী সময় ধরে বাংলা উইকিতে বারো মাসের ৩৬৬ দিনের নিবন্ধগুলি খালি পড়ে ছিল। এগুলিতে পরিপূর্ণতা আনার চেষ্টা করছেন দেখে ভালো লাগলো। আমার কাছ থেকে ধন্যবাদ গ্রহণ করুন। চালিয়ে যান। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩৭, ৯ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আসসালামুয়ালাইকুম! আফতাবুজ্জামান ভাই।
আমি দীর্ঘ দিন '৩৬৬ দিনের নিবন্ধগুলি' নিয়ে কাজ করেছি বাংলা উইকিপিডিয়ায়। এগুলো শখের বসেই করি আমি। শারীরিক অসুস্থতার কারনে প্রায় দেড় বছর এখানে সময় দিতে পারিনি! আমি এখন বিদেশি সেলিব্রিটিদের পুরনাঙ্গ বাংলা পোষ্ট নিয়ে কাজ করতে চাচ্ছি। কিন্তু এখানে একটি সমস্যায় পরেছি! তাই আপনাকে স্মরণ করা। সমস্যাটি হল 'তথ্যসূত্র' নিয়ে, এখানে চারটি ওয়েবসাইট এর রেফারেন্স ব্যবহার করলে দেখা য়ায় দুইটি উইকিপিডিয়া দ্বারা ব্লক! আমি যেনতেন ওয়েবসাইটকে তথ্যসূত্র হিসাবে ব্যবহার করি না; কিন্তু তার পরেও এই সমস্যার সম্মুখীন হচ্ছি। আপনি হয়তো বলবেন 'ব্লক ওয়েবসাইট' গুলো এড়িয়ে চললেই তো সমস্যার সমাধান হয়ে যায়!
এমনিতেই বাংলা আর্টিকেলের 'তথ্যসূত্র' অনেক কম তার মধ্যে যদি কিছু ওয়েবসাইট এড়িয়ে চলি তাহলে আমার 'উইকিপিডিয়া আর্টিকেলের' মানে দিক থেকে গ্রহণযোগ্যতা কমে যাবে এবং আর্টিকেলটি লাইভ হবার সম্ভাবনা খুব কমে যাবে; এটি আমার চেয়ে আপনি ভাল জানেন।
তাই মেহেরবানি করে আমাকে জানাবেন কি ভাবে ওয়েবসাইট গুলো "unblock" করে নিতে হয় এবং এক্ষেত্রে আপনার মূল্যবান পরামর্শ। আমি মনে করি একটি আর্টিকেলে যত বেশি রেফারেন্স লিংক ব্যবহার করা যাবে, সেই আর্টিকেলটি ততো বেশি সমৃদ্ধ হবে ও পাঠকের কাছে এর গ্রহণযোগ্যতা বাড়বে।
আপনার জবাবের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ
তৌহিদুর রহমান Tauhidurrahmantito (আলাপ) ১২:১৩, ২৩ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন

সম্পাদনা

হ্যালো Tauhidurrahmantito: অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন! বিষয়: "The Community Insights survey is coming!"আপনার যদি প্রশ্ন থাকে, ইমেল surveys@wikimedia.org

(Please check your email! Subject: "The Community Insights survey is coming!" If you have questions, email surveys@wikimedia.org.)

Samuel (WMF) (আলাপ) ০২:৫৮, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ

সম্পাদনা

সুপ্রিয় Tauhidurrahmantito,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আগস্ট ২০২৩

সম্পাদনা

  উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। সম্ভবত এটা আপনার ইচ্ছাকৃত ছিল না, কিন্তু আপনার সাম্প্রতিক সম্পাদনা ২ আগস্ট থেকে তথ্য মুছে ফেলেছে। লেখা মোছার সময়, অনুগ্রহ করে সম্পাদনা সারাংশ অংশে কারণ উল্লেখ করুন এবং বিতর্ক উদ্রেক করতে পারে এমন সম্পাদনা সম্পর্কে নিবন্ধের আলাপ পাতায় আলোচনা করুন। এটা যদি কোনো ভুল হয়ে থাকে, দুশ্চিন্তিত হবেন না; লেখা উদ্ধার করা হয়েছে, যেমনটা আপনি দেখতে পাবেন পাতার ইতিহাসে। এই বিশ্বকোষে কীভাবে অবদান রাখতে পারেন, এ বিষয়ে স্বাগত পাতাটি দেখুন, এবং আপনি যদি কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চান, অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। ধন্যবাদ। মেহেদী আবেদীন ০৭:৩১, ২ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ! এর জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। আসলে সে সময় আমি ডেক্সটপ পিসি থেকে কাজ করচ্ছিলাম হঠাৎ বিদ্যুৎ চলে যাবার কারণে এটি হয়েছে। ভবিষ্যতে আমি এ বিষয় আরও বেশি সচেতন থাকবো। তার পরেও যদি হয় ক্ষমা করবেন কারণ দেশের বিদ্যুৎ ব্যবস্থা সম্পর্কে নিশ্চয়ই আপনি অবগত! দিনটি আপনার ভালো কাটুক, ধন্যবাদ। Tauhidurrahmantito (আলাপ) ০৭:৫৫, ২ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

সম্পাদনা
 

সুপ্রিয় Tauhidurrahmantito,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে

সম্পাদনা
 
বাংলা উইকিসম্মেলন ২০২৪

প্রিয় সুধী,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।

নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,

  • উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
  • উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।

বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV

বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

সম্পাদনা

প্রিয় সুধী,

আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন