বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

ম্যাজিক আই ছবি নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

ম্যাজিক আই ছবি নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ম্যাজিক আই ছবি পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মেরাজ (আলাপ) ০৯:৫২, ৬ জুলাই ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

প্রসঙ্গ বৃন্দাবনচন্দ্র মন্দির সম্পাদনা

প্রিয় সৌমেন জানা,

প্রথমেই আপনাকে বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনার জন্য অভিনন্দন জানাই। আপনার লিখিত বৃন্দাবনচন্দ্র মন্দির নিবন্ধটি সুলিখিত ও তথ্যসমৃদ্ধ। কিন্তু তথ্যসূত্রবিহীন। আপনি ঐ নিবন্ধে যে যে তথ্যের উল্লেখ করেছেন, প্রতিটিকেই উপযুক্ত তথ্যসহযোগে প্রতিষ্ঠিত করতে হবে। আর তার পরিবর্তে আপনি যে একটি গ্রন্থের উল্লেখ করেছেন, তাও অসম্পূর্ণ। কারণ সেখানে শুধুমাত্র বইটির নাম রয়েছে, কিন্তু লেখক বা/ এবং সম্পাদকের নাম, প্রকাশনা সংস্থা, প্রকাশনা বছর, প্রকাশস্থান, সংস্করণ, আইএসবিএন, প্রভৃতি উল্লিখিত গ্রন্থটিকে চিহ্নিত করার জন্য অতি প্রয়োজনীয় তথ্যগুলির কোনওটিই নেই। আপনার উল্লিখিত কোন কোন তথ্যের সেখানে কোন কোন পৃষ্ঠায় উল্লেখ আছে তারও কোনও উল্লেখ নেই। তাছাড়া একটিমাত্র তথ্যসূত্র থেকে তথ্য আহরণ না করে একাধিক সূত্র থেকে তথ্যগুলিকে যাচাই করে নিলে নিবন্ধের গুরুত্ব বৃদ্ধি পায়। আশা রাখি, উপরিউক্ত বিষয়গুলি মাথায় রেখে আপনি আপনার সম্পাদনা চালিয়ে যাবেন। শুভেচ্ছা নিরন্তর --অরিন্দম মৈত্র (আলাপ) ১৮:০১, ২২ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

প্রচারণা! সম্পাদনা

সুধী, আমি দেখতে পাচ্ছি আপনি অনেকগুলো নিবন্ধে হয়তো আপনারই লেখা একটি বইয়ের সংযোগ তথ্যসূত্র হিসাবে দিয়েছিলেন, যেগুলো সরানো হয়েছে। অনুগ্ৰহ করে প্রচারণার মাধ্যম হিসেবে উইকিপিডিয়াকে ব্যবহার করবেন না। তথ্যসূত্র সম্পর্ক জানতে উইকিপিডিয়া:উৎস নির্দেশ পড়ুন, ধন্যবাদ —শাকিল (আলাপ · অবদান) ১৭:৪৪, ৫ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আচ্ছা দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে -- Soumenjn (আলাপ) ০৫:২৪, ৬ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন