বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ সম্পাদনা

প্রিয় Sarangem,
আশা করি এই হালকা শীতের সূচনালগ্নে বেশ ভালো আছেন। চলতি বছরের গত ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর জুড়ে বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩ এডিটাথনে এশিয়ার বিভিন্ন অঞ্চল সম্পর্কে নিবন্ধ লিখনের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার তথ্যসম্ভারকে আরও সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য ডিজিটাল সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২১ - ২০২৩
০৯:৫৭, ৯ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ইয়েমেন প্রজাতন্ত্রের সামরিক বাহিনী সম্পাদনা

ইয়েমেন প্রজাতন্ত্রের সামরিক বাহিনী নিবন্ধটি শুরু করার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে নিবন্ধটিতে অনেক অনুবাদ এখনও বাকি আছে। অনুগ্রহ করে অগ্রাধিকার ভিত্তিতে এই অনুবাদগুলি ঠিক করুন। ইংরেজি সংখ্যা ও শব্দগুলিকে বাংলা করুন। অনুবাদের মানও ভালো নয়। যান্ত্রিক অনুবাদ হয়েছে। দয়া করে এগুলি ঠিক করুন। সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ। - অর্ণব (আলাপ | অবদান) ০৫:০১, ২৪ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদে সম্পাদনা

@Sarangem জনার, ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে অনুবাদ সরঞ্জম ব্যবহার করুন। দেখবেন অনুবাদ করা অনেক সহজ। তথ্যসূত্র, বিষয়শ্রেণী, আন্তঃউইকি সংযোগ ইত্যাদি স্বয়ংক্রিয় তৈরি হয়ে যাবে। -- কুউ পুলক    ১১:৫৯, ১৬ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

শ্রীলঙ্কার বন্যপ্রাণী নিবন্ধটি সম্পর্কে সম্পাদনা

  সুপ্রিয় Sarangem, আমি Tanvir 360। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ২২ নভেম্বর, ২০২৩ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের ৬৮ দিন পূর্বে শ্রীলঙ্কার বন্যপ্রাণী নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত উল্লেখ করা হয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একাধিক সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাগুলো নিচে ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো:

  1. নিবন্ধটি অন্য একটি ভাষা থেকে আনাড়িভাবে অনুবাদ করা হয়েছে
  2. নিবন্ধটিতে কোনও বিষয়শ্রেণী যোগ করা হয়নি

আপনি যা করতে পারেন:

  1. অনুবাদটি সংশোধন করুন।
    1. সরাসরি যান্ত্রিক অনুবাদ নিবন্ধে যোগ করবে না।
    2. যান্ত্রিক ভাবে অনুবাদ করলেও অনুবাদটি সংশোধন করুন।
    3. যান্ত্রিক অনুবাদ করার জন্য উইকিপিডিয়ার অনুবাদক পাতা ব্যবহার করতে পারেন। এতে অনুবাদের মান কিছুটা ভালো হয়।
    4. যান্ত্রিক অনুবাদ করার জন্য অনুবাদক পাতা ব্যবহার করলেও অনুবাদটি সংশোধন করে বোধগম্য করুন।
    5. অনুবাদে যান্ত্রিকতার অস্বাভাবিক ব্যবহার থাকলে নিবন্ধটি অপসারণ করা হতে পারে
  2. একটি বিষয়শ্রেণী যোগ করুন, যেন এটি এই বিষয়ের অন্যান্য নিবন্ধের সাথে আপনার নিবন্ধটি তালিকাভুক্ত করা যায়

এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। তানভীর (আলাপঅবদান) ১১:২৩, ৩০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আমি অনুবাদ ঠিক করতে চেষ্টা করব। অন্যান্য কাজে ব্যাস্ত থাকার জন্যে দেরি হতে পারে| ধন্যবাদ Sarangem (আলাপ) ০৬:১৪, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় Sarangem,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন