বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১৫:৪৩, ২ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পরিভাষা পাতাগুলিতে সংযোজন প্রসঙ্গে সম্পাদনা

প্রিয় Noni ka das, পরিভাষা সংযোজন প্রক্রিয়ায় অংশ নেবার জন্য ধন্যবাদ। কিন্তু আপনার সংযোজিত বাংলা পরিভাষাগুলি অধিকাংশ ক্ষেত্রেই দীর্ঘ ব্যাখ্যাযুক্ত। আপনি পরিভাষা পাতাতে নতুন ভুক্তি যোগ করার সময় শুধু ইংরেজি নাম, তার ডানপাশে একটি হাইফেন, তার ডানপাশে একটি বা দুইটি সংক্ষিপ্ত বাংলা পরিভাষা যোগ করুন। বিশাল ব্যাখ্যা যোগ করার প্রয়োজন নেই। পরিভাষা পাতাতে সংক্ষিপ্ত বাংলা পরিভাষাগুলিই কেবল থাকবে, দীর্ঘ আভিধানিক ব্যাখ্যা থাকবে না। [n], ইত্যাদি যোগ করারও দরকার নেই। আপনার সম্পাদনা শুভ হোক। --অর্ণব (আলাপ | অবদান) ০৮:১৮, ৯ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে পরামর্ষের জন্য অসংক্ষ ধন্যবাদ।ভবিষ্যতে বিশাল ব্যাখ্যা থেকে যথাসম্ভব বিরত থাকার চেষ্টা করব। Noni ka das (আলাপ) ১৬:৫৫, ৯ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় Noni ka das, আমি দেখতে পাছি, আপনি আবারও একটি পরিভাষা পাতাতে (পদার্থবিজ্ঞান পরিভাষা) পরিভাষার পাশে ব্যাখ্যা যোগ করছেন। এই পাতাগুলিতে এ ধরনের সংযোজন করা থেকে বিরত থাকতে বিনীত অনুরোধ করছি। এই পাতাগুলির উদ্দেশ্য সংজ্ঞাকোষ বা শব্দকোষ জাতীয় কিছু হওয়া নয়। ইংরেজি থেকে বাংলার পরিভাষা দ্রুত খুঁজে পেতে সাহায্য করার জন্য। --অর্ণব (আলাপ | অবদান) ১৩:৪০, ৯ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

মার্চ 2021 সম্পাদনা

  উইকিপিডিয়ায় স্বাগতম, আমি Meghmollar2017। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু আমি উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১/নিবন্ধ তালিকা-এ আপনার এক বা একাধিক সাম্প্রতিক অবদান বাতিল করেছি। কারণ এই সম্পাদনাগুলো গঠনমূলক ছিল না বরং ধ্বংসপ্রবণতা হিসেবে বিবেচিত হয়েছে। অনুগ্রহপূর্বক যেকোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটি পড়ে নিন। আপনি যদি মনে করেন যে সম্পাদনা বাতিলের কাজটি সঠিক হয়নি, অথবা এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তবে অনুগ্রহ করে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ প্রতিযোগিতার নিয়মকানুন ভালো করে পড়ুন। আপনাকে তিনবার উল্লেখ করে সম্পাদনা মোছা হয়েছে। তবুও আপনি শুনতে নারাজ। প্রতিযোগিতায় তিনটার অধিক নিবন্ধ হাতে রাখবেন না। আগেরগুলো শেষ করুন, জমা দিন। তারপর অন্যগুলো নেবেন।Meghmollar2017আলাপ১৬:৩১, ৯ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

অনুগ্রহ করে উপরের লেখাটি দেখুন। তারপর উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১/নিবন্ধ তালিকা থেকে আপনার বাধা তুলে নেয়া হবে। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩৪, ৯ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
একটি ভুল ব্যাখ্যার জন্য এটা হয়েছে।শিঘ্রই শংশোধোন করে নেব।সমালোচনার জন্য অসংক্ষ ধন্যবাদ। ভবিষ্যতেও সমালোচনা কাম্য। Noni ka das (আলাপ) ১৯:৩৭, ৯ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আপনার সমালোচনর জন্য ধন্যবাদ ।এ ক্ষেত্রে হয়তো আমি একটি ভূল ব্যাখ্যার দ্বারা পরিচালিত হয়েছি। আপনারা হয়তো বোঝাতে চইছিলেন সকল বিষয়ের নিবন্ধগুলির মধ্যে যে কোন তিনটি এবং সম্পাদনা মুছে দিয়েছেন। আর আমি মনে করেছি প্রতিটি বিষয়ে তিনটি ও যান্তিক গোলযোগে বা অন্য কোন কারনে সম্পাদনা মুছে গিয়েছে। এটি ভূল ব্যাখ্যার কারনে হয়েছে। যাই হোক, ২/১ দিনের মধ্যে তিনটি বিষয় রেখে অন্য গুলি মুছে দেব। ধন্যবাদ।
আপনি তিনবার সম্পাদনা মুছে দিয়েছেন ভালো কাজ করেছেন ,অভিনন্দন যোগ্য কাজ করেছেন। তালিকায় বাধা পরেছে , কারন খুজলাম, বাধা ঠিক আছে। কিন্তু এই কারনের জন্য" ধংসপ্রবন" শব্দবন্ধ -সম্ভবত, একেবারেই বেমানান, প্রতিবাদযোগ্য ,অবমাননাকর।বলে রাখি আমি কিনতু আইটিতে খুব একটা কমফরটেবল নয়, এ বিষয়ে সামান্য রকম কাজ চালিয়ে যেতে পারি। আশা করি,আপনাকে আমার অবস্থন বোঝাতে পেরেছি। Noni ka das (আলাপ) ১৯:৩০, ৯ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
হতাশা বোধ করবেন না। আপনি ৩টির বেশিতে নাম যোগ করায়, অতিরিক্তগুলি থেকে আপনার নাম মুছে দেয়া সত্ত্বেও আপনি বারবার নাম যোগ করছেন দেখে, আপনার নজর পাওয়ার জন্য বাধা দেয়া হয়েছিল। আপনার বাধা তুলে নেওয়া হল। আপনি বুঝতে পেরেছেন বলে মনে হল। আপনি তিনটিতে নাম যোগ করেছেন দেখেছি, এবার সে নিবন্ধগুলিতে সম্পাদনা চালিয়েন যান। না বুঝলে জানাবেন। আফতাবুজ্জামান (আলাপ) ২০:১৩, ৯ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
দুঃখিত হবেন না। কোনো কথায় আঘাত পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করি। আপনার বাধা তুলে নেওয়া হয়েছে। প্রতিযোগিতা সংশ্লিষ্ট কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সংশ্লিষ্ট প্রতিযোগিতার আলাপ পাতায় জানাবেন। আপনার সম্পাদনা শুভ হোক। শুভকামনা। — Meghmollar2017আলাপ১৬:১২, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আপনাদের দুজনকেই সহমর্মীতার জন্য আন্তরিক সুভেচ্ছা জানাচ্ছি। ভবিষ্যতেও এই প্রকার সহমর্মীতার আশা রাখছি। একটি বিষয়ে আপনাদের মতামত জানালে উপকৃত হব--দেশ ওশহর বিষয়ে সংখ্যা ৫ এ ভিয়েন আছে,আবার সংখ্যা ২৯ এ ও ভিয়েনা আছে, অনুবাদ কি এক রকম হবে নাকি কোন রকম বাধ্যবাধকতা মানতে হবে।কারন একটি কি দুটি পরিচ্ছদ অনুবাদ করে ফেলেছি। কিছু পরিবর্তন দরকার হলে এখনই করার উপযুক্ত সময়।ধন্যবাদ Noni ka das (আলাপ) ১৬:৫৫, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
৫ নংঙে থাকা ভিয়েনা সরিয়ে দেয়া হয়েছে, আপনারটি রেখে দেয়া হয়েছে। আপনি শুরু করুন।
আপনি ইংরেজি নিবন্ধটি দেখে অনুবাদ করুন। কোন বাধ্যবাধকতা নেই, তবে শর্ত একটাই "অনুবাদ বোধগম্য হতে হবে" যাতে আরেকজন তা পড়ে বুঝতে পারেন, যান্ত্রিক হওয়া যাবে না। অনুগ্রহ করে বাক্যগঠনের দিকেও নজর রাখবেন। রূপক উদাহরণ: I drink shorbot কে অনুবাদ করে "আমি পান করি শরবত" লিখবেন না, বাংলায় আমরা যেভাবে বলি অর্থাৎ "আমি শরবত পান করি" লিখবেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪২, ১০ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২ সম্পাদনা

সুপ্রিয় Noni ka das,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন