বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

সম্পাদনা সম্পর্কে অভিযোগ সম্পাদনা

আপনি কী ভাবছেন? Nishat Mahmud Rhythm (আলাপ) ১৮:১৬, ৮ আগস্ট ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

শুভেচ্ছা নিন সম্পাদনা

স্যামসাং গ্যালাক্সি এম ৩০ এস নিবন্ধের জন্য ধন্যবাদ জানাই। হয়তো খেয়াল করবেন, এই রকম প্রচুর বিষয় বাংলা উইকিপিডিয়ায় নেই। আপনার সময়-সুযোগ মত এই রকম যা পারেন, তৈরি করে বাংলা উইকিকে সাহায্য করবেন। ধন্যবাদ। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১৪, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: ধন্যবাদ, আপনার মূল্যবান মতামতের জন্য। সত্যিকার অর্থে বলতে আমি গত এক বছর যাবৎ উইকিপিডিয়াতে যোগ দিয়েছি। আমার সম্পাদনা সংখ্যাও খুবই কম। যেহেতু আমি একজন বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থী, সে কারণে আমার সময় বের করাও কঠিন। তবে আশার কথা হচ্ছে অতি শীঘ্রই আমি বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ শুরু করব। আর স্যামসাং গ্যালাক্সি এম ৩০ এস এর ব্যাপারে বলব, যেহেতু ইংরেজি উইকিপিডিয়াতে উল্লিখিত নিবন্ধটির বেশিরভাগ অংশ আমার সম্পাদনা করা তাই অনুবাদ করার কাজটি আমার জন্য আরও সহজ হয়েছে। এ ব্যাপারে আমার মতামত হচ্ছে আমরা যারা বাংলাদেশী, ইংরেজি উইকিপিডিয়ার সম্পাদক, সবাই যদি যে যে নিবন্ধ আমরা ইংরেজিতে সম্পাদন করি সেই নিবন্ধগুলো বাংলাতে সাথে সাথে অনুবাদ করে দেই তবে কাজটি আরও সহজ হয়ে যায়, এবং গ্রহণযোগ্যতাও বাড়ে। ~ধন্যবাদ RhythmWiki (আলাপ) ১৭:০৭, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন


ভাইয়া, আসলে ইংরেজি উইকির কোন সম্পাদক (দুঃখের বিষয় এমনকি অনেক বাঙালিও) বাংলা উইকিতে কাজ করে না। বাংলা উইকি ক্ষুদ্র একটি উইকি। ইংরেজি উইকিতে ৫-১০ হাজার সম্পাদক আছে, অন্যদিকে বাংলা উইকিতে ১০-১৫ জন স্বেচ্ছাসেবক। তাই আমার অনুরোধ থাকবে, আপনি আপনার পড়াশুনার ফাঁকে যে সময় পান, যথাসম্ভব সময়টুকু বাংলা উইকিতে দিবেন ও এভাবে অনুবাদের কাজ করবেন বাংলা উইকিতে। বাংলা উইকিতে আপনার সম্পাদনা শুভ হোক, কোন সাহায্য লাগলে বা সমস্যায় পড়লে আমাকে জানাবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪৯, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন


@আফতাবুজ্জামান: জী, যথাসম্ভব চেষ্টা করব। তবে একটি ব্যাপার উল্লেখ না করলেই নয়। আমি বাংলা উইকিপিডিয়ার বেশ কিছু নিবন্ধ দেখেছি, যেগুলোতে ইনফোবক্স রয়েছে। অনেক ইনফোবক্সের টেমপ্লেটে সমস্যা রয়েছে। ফলে যথাযথভাবে এটি দর্শকদের নিকট উপস্থাপিত হয় না। আমি মনে করি এই বিষয়টি নিয়ে কাজ করা দরকার। এরকম নিবন্ধ পেলে আমি আপনার আলাপ পাতায় জানাব। ~ধন্যবাদ RhythmWiki (আলাপ) ১৭:০৭, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
তথ্যছক তো অনেকগুলি আছে, কোনটাতে সমস্যা আছে? নাম জানালে আমি ঠিক করে দিতে পারব। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০৬, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আমি সময় নিয়ে আপনাকে অতি শীঘ্রই নামগুলো জানিয়ে দিবো। RhythmWiki (আলাপ) ১৯:৫১, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ তৈরি প্রসঙ্গে সম্পাদনা

বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্প্রতি আপনি ফেসবুক মেসেঞ্জার নামে একটি নিবন্ধ তৈরি করেছেন। যেটিতে অল্প কিছু তথ্য যোগ করেই আপনি পাবলিশ করে দিয়েছেন। ফলে নিবন্ধটি ছোট হওয়ায় অন্য একজন ব্যবহারকারী নিবন্ধটিতে অপসারণ প্রস্তাবনা দিয়েছিলেন। তাই আপনার অবগতির জন্য একটা বিষয় জানিয়ে দিই যে, কোনো নিবন্ধের যদি অনুবাদ/সম্প্রসারণ কাজ চলমান থাকে তাহলে সেখানে {{কাজ চলছে}} অথবা {{অনুবাদ চলছে|ইংরেজি}} টেমপ্লেট যোগ করে দিবেন। ফলে অন্য কেউ সেখানে অপসারণ ট্যাগ যোগ করবে না। যেকোনো সমস্যা/প্রয়োজনে আলাপ পাতায় জানাতে পারেন। ধন্যবাদ, আপনার উইকি যাত্রা শুভ হউক।- আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:৪৯, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ, ভবিষ্যতে বিষয়টি নজরে থাকবে RhythmWiki (আলাপ) ১৯:৫০, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@RhythmWiki: যাইহোক সামনে চেষ্টা করব ব্যবহারকারীদের কিছুটা সময় দিতে, আর এরকম করলে {{কাজ চলছে}} টেমপ্লেট যুক্ত করার অনুরোধ রইল৷ ডোরেমন(আলাপ) ০১:২০, ১৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
ব্যাপার নয় :) --আফতাবুজ্জামান (আলাপ) ০২:২৪, ১৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন