রিয়াজ (আলাপ) ১৫:১০, ২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

এপ্রিল 2020

সম্পাদনা

আপনার Tencent Holdings Ltd. পাতাটি ব্যবহারকারী:Nazmul Alam Tuhin 11011/Tencent Holdings Ltd. এ স্থানান্তর করা হলো। পরীক্ষামূলক পাতা তৈরিতে খেলাঘর ব্যবহার করুন। ~ নাহিয়ান আলাপ ০৩:৫৪, ১০ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা

সম্পাদনা

সুধী, উইকিপিডিয়াতে স্বাগতম। টেনসেন্ট, আপনার তৈরি এই নিবন্ধটি আপনি সম্ভবত গুগল অনুবাদ ব্যবহার করে লিখেছেন তাই বাক্য সঠিক ও প্রাঞ্জল হয়নি। মনে রাখুন এ ধরণের যান্ত্রিক অনুবাদ করা নিবন্ধ গ্রহণ করা হয় না। তাই দয়া করে আপনি নিজে একবার অনুবাদটি পড়ুন তাহলে বুঝতে পারবেন বাক্য মিলেনি। এরপর সংশোধন করুন। তাছাড়া, উইকিমিডিয়া কমন্সে (https://commons.wikimedia.org/) থাকা চিত্র বাংলাতে আপলোডের প্রয়োজন নেই, সরাসরি সেগুলো এখানে ব্যবহার করা যাবে। ধন্যবাদ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৩৬, ১০ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

টেনসেন্ট নিবন্ধটির আমি সংশোধন করে দিয়েছি। কাজ চালিয়ে যান। ধন্যবাদ। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:৫৯, ৯ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ

সম্পাদনা

সুপ্রিয় Nazmul Alam Tuhin 11011,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে

সম্পাদনা
 
বাংলা উইকিসম্মেলন ২০২৪

প্রিয় সুধী,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।

নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,

  • উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
  • উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।

বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV

বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন