বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

--অভ্যর্থনা কমিটি বট (আলাপ) ১৬:৪৫, ১৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

how to a veev good editor সম্পাদনা

.. how to a very good editor on Wikipedia .. .... I joined Wikipedia for 4 years .... ........Thanks ........ Nahimbd~ (আলাপ) ১৭:১৬, ১৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)রংউত্তর দিন

প্রসাশক দেওয়া হোক সম্পাদনা

আসসালামুয়ালাইকুম কেমন আছেন ভাই আমরা চাই আপনাকে প্রসাশক দেওয়া হোক তাহলে আরো ভাল সম্পাদনা তৈরি হবে এবং বাংলা ইউকিপিডিয়া অধিকাংশ উন্নত হবে

~

চৌধুরী বাজার নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য চৌধুরী বাজার পাতায় একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি৭ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে। কারণ এই নিবন্ধের বিষয় একজন ব্যক্তি, প্রতিষ্ঠান (ব্যান্ড, ক্লাব, কোম্পানি, ইত্যাদি) অথবা ওয়েব সাইট সম্পর্কিত। কিন্তু নিবন্ধের কোথাও উল্লেখ করা হয়নি নির্দিষ্ট কি কারণে এই নিবন্ধটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য, যে কারণে এটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দ্রুত অপসারণের বিচারধারা অনুযায়ী এই নিবন্ধটি যে কোনো সময় অপসারণ করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা দেখুন

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন ~ নাহিয়ান আলাপ ১৪:২৩, ১৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

একাধিক একাউন্টের ব্যবহার সম্পাদনা

  হ্যালো, Nahimbd~, উইকিপিডিয়ায় স্বাগতমআপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনার সম্পাদনার ধরনের মাধ্যমে বুঝা যাচ্ছে যে, আপনি উইকিপিডিয়ায় একাধিক একাউন্ট ব্যবহার অথবা উইকিপিডিয়া বহির্ভূত ব্যক্তির সহায়তায় সম্পাদনা করতেছেন। আমাদের নীতিমালায় উইকিপিডিয়া একাধিক একাউন্ট ব্যবহার সম্পর্কিত আপনার কাজটি সচরাচর সমর্থন করে না। যদি আপনি সরাসরি একাধিক একাউন্ট পরিচালনা অথবা অন্য ব্যক্তির সহায়তায় কাজটি করে থাকেন, অনুগ্রহ করে তা করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে।আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৪:৫০, ১৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অস্তিত্বহীন নিবন্ধ জমাদান সম্পাদনা

বাংলা উইকিপিডিয়া বিশেষ এডিটাথন ২০২০-এ অংশগ্রহণ করায় আপনাকে ধন্যবাদ। আপনি অবস্থা (হিন্দু জ্যোতিষশাস্ত্র) নামক নিবন্ধটি জমা দিয়েছেন, অথচ নিবন্ধটি তৈরিই হয়নি। আমি জমাদানকৃত: হ্যাঁ থেকে নিবন্ধটি সরিয়ে দিয়েছি। অনুগ্রহ করে নিবন্ধ লেখা শেষ করেই জমা দিন। — অংকন (আলাপ) ১৫:৪৬, ১৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

এপ্রিল 2020 সম্পাদনা

  দয়া করে, আপনার ধ্বংসাত্মক সম্পাদনা বন্ধ করুন। আপনি যদি উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা অব্যাহত রাখেন, যা আপনি এই উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন/নিবন্ধ তালিকা নিবন্ধে করেছেন, তবে আপনাকে সম্পাদনা করা থেকে বাধাদান করা হতে পারে। আপনি এখানে নিয়ম বহির্ভূতভাবে কেন নিবন্ধ যোগ করেছেন জানতে পারি? এছাড়া এর আগেও আপনি এরকম ধ্বংসপ্রবণতা চালিয়েছেন। অনুগ্রহ করে এসব কর্মকান্ড থেকে বিরত থাকুন। মাসুম-আল-হাসান (আলাপ) ১৬:০৭, ১৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

পুরকায়স্থ বাজার নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য পুরকায়স্থ বাজার পাতায় একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি৭ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে। কারণ এই নিবন্ধের বিষয় একজন ব্যক্তি, প্রতিষ্ঠান (ব্যান্ড, ক্লাব, কোম্পানি, ইত্যাদি) অথবা ওয়েব সাইট সম্পর্কিত। কিন্তু নিবন্ধের কোথাও উল্লেখ করা হয়নি নির্দিষ্ট কি কারণে এই নিবন্ধটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য, যে কারণে এটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দ্রুত অপসারণের বিচারধারা অনুযায়ী এই নিবন্ধটি যে কোনো সময় অপসারণ করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা দেখুন

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন____সাদমান ছাকিব 🇧🇩(💌আলাপ💌) ১৬:৩৮, ১৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অগঠনমূলক সম্পাদনার পুনরাবৃত্তি সম্পাদনা

সুধী, উইকিপিডিয়ায় স্বাগতম। সম্প্রতি, আপনি উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন/নিবন্ধ তালিকা পাতাটিতে বারংবার তথ্যমুছে ফেলা, অন্যের নিবন্ধ নিজের নামে জমাদানসহ আরও বিভিন্ন ধরনের অগঠনমূলক ও ভুল সম্পাদনা চালাচ্ছেন। অনুগ্রহ করে এটি না করার অনুরোধ রইলো। তালিকাটি ঠিক করতে গিয়ে অন্যদেরও গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে। উইকিপিডিয়ায় সম্পাদনার পূর্বে আমাদের স্বাগত বার্তাটি পড়ে নিন এবং বিস্তারিত জানুন। লক্ষ্য করুন! ব্যবহারকারী:রং নামক একাউন্টটি আপনার কিনা একটু বলবেন। যদি হ্যা হয়, তবে যেকোনো একটি একাউন্ট থেকে সম্পাদনা করুন। অন্যথায়, সকপাপেট নীতির কারণে আপনাকে সম্পাদনা করা থেকে বাধা প্রদান করা হতে পারে। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ২২:৪০, ২০ এপ্রিল ২০২০ (ইউটিসি) সুপ্রিয় ভাইউত্তর দিন

নিবন্ধ গুলোর মধ্যে আমার নিবন্ধ ও আছে |উল্লেখ্য নিবন্ধ গুলো কেউ জমা  না দেয়ায় আমি কিছু নিবন্ধ সম্পাদনা করে  তারপর এড করছি Nahimbd~ (আলাপ) ০৪:০৮, ২১ এপ্রিল ২০২০ (ইউটিসি)nahimbd~উত্তর দিন

নিবন্ধ প্রতিযোগিতা সম্পাদনা

আপনি চলতি বিশেষ এডিথানে মোট ২৮টির মতো নিবন্ধে নাম যোগ করেছেন। যার অল্প কিছু তৈরি করেছেন। আর বাকিগুলো তৈরি না করেও জমাদান ট্যাগ লাগিয়েছেন। প্রতিযোগিতায় নিবন্ধ লিস্ট প্রায় শেষ, আর আগ্রহীজনও অনেক। তাই আপনি এক সময়ে বড়জোর ৩টি নিবন্ধ নিয়ে রাখতে পারেন। প্রতিযোগিতার পর্যালোচক হিসাবে আমি আপনাকে বাকিগুলো অন্যদের ছেড়ে দিতে অনুরোধ করছি (যদি আপনি সেগুলো না করেন)— Wiki Ruhan (আলাপ) ০২:০৩, ২১ এপ্রিল ২০২০ (ইউটিসি) সুপ্রিয় ভাই আপনাকে ধন্যবাদ মোট নিবন্ধ থেকে ২০ টি অন্য জনের জন্য উন্মুক্ত করে দেয়া হলোউত্তর দিন

ধ্বংসপ্রবণতা থেকে বিরত থাকুন সম্পাদনা

বাংলা উইকিপিডিয়া বিশেষ এডিটাথন ২০২০-এ অংশগ্রহণ করতে আগ্রহী হওয়ায় আপনাকে ধন্যবাদ। তবে আপনি অন্যদের লেখা নিবন্ধ এমনকি অন্যদের লেখা ও পর্যালোচিত নিবন্ধে নিজের নাম যুক্ত করছেন, যা পরিষ্কার ধ্বংসপ্রবণতা। এছাড়াও ৩-এর অধিক নতুন নিবন্ধে আপনি নাম যুক্ত করেছেন, তার পাশাপাশি উক্ত নিবন্ধগুলো না লিখেই জমা দিয়েছেন। পূর্বেও আপনাকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে যেকোনো প্রকার ধ্বংসপ্রবণ সম্পাদনার ক্ষেত্রে আপনার বিরুদ্ধে নিয়মানুযায়ী তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হবে, তাই এ ধরনের সম্পাদনা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। যে সকল নিবন্ধে নিজের নাম যুক্ত করেছেন সেগুলোতেই অবদান রাখুন। — অংকন (আলাপ) ০৪:৩৫, ২১ এপ্রিল ২০২০ (ইউটিসি) অবশ্যই Nahimbd~ (আলাপ) ০৪:৫৮, ২১ এপ্রিল ২০২০ (ইউটিসি)nahimbd~উত্তর দিন

ধ্বংসপ্রবণতা বন্ধ করুন সম্পাদনা

  অনুগ্রহ করে সম্পাদনা সারাংশে উপযুক্ত কারণ না দর্শিয়ে উইকিপিডিয়ার কোনো পাতা থেকে টেমপ্লেট কিংবা বিষয়বস্তু মুছবেন না, যেমনটা আপনি ব্যবহারকারী:Al Riaz Uddin Ripon-এ করেছেন। আপনার, বিষয়বস্তু মোছাটা, গঠনমূলক মনে হয়নি, এবং পুনরুদ্ধার করা হয়েছে। আপনি যদি কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চান, অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। ধন্যবাদ। ~ নাহিয়ান আলাপ ০৪:০৬, ২৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সর্বশেষ সতর্ক বার্তা প্রদান সম্পাদনা

  আপনাকে সর্বশেষ সতর্কবার্তা প্রদান করা হচ্ছে; আপনি যদি উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা চালিয়ে যান, তবে পরবর্তী কোনো সতর্কবার্তা ব্যতিরেকেই আপনাকে সম্পাদনা করা থেকে বাধাদান করা হবেআল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৪:১২, ২৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আসন্ন গবেষণা কার্যক্রমে অংশ নিয়ে উইকিপিডিয়াকে আরও উন্নত করতে আমাদের সহায়তা করুন সম্পাদনা

প্রিয় @Nahimbd~:,

উইকিপিডিয়াতে যোগদানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ!

উইকিপিডিয়ার ব্যবহার উন্নত করার উদ্দেশ্যে আমরা কয়েকটি গবেষণার প্রস্তুতি নিচ্ছি। এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের কয়েকটি প্রশ্নের জবাব দিন। আপনাদের জবাবের ভিত্তিতে আমরা যথাযত ব্যক্তিদের সাথে যোগাযোগ করে, আলোচনার সময় নির্ধারণ করে নেব।

ধন্যবাদ, BGerdemann (WMF) (আলাপ) ২১:২৫, ৮ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

একটি বহিরাগত সংস্থা দ্বারা এই জরিপটি সঞ্চালন করা হবে, এবং এই কারণে অতিরিক্ত কিছু শর্তাবলী প্রযোজ্য হতে পারে। জরিপের গোপনীয়তার বিবৃতি পড়ে আপনি গোপনীয়তা ও তথ্য-সঞ্চালন সম্পর্কে অধিক তথ্য জানতে পারবেন।

কৈলাশ শাহনূর দাখিল মাদ্রাসা নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

কৈলাশ শাহনূর দাখিল মাদ্রাসা নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/কৈলাশ শাহনূর দাখিল মাদ্রাসা পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১১:১৬, ৩০ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন