মাসুম ইবনে মুসা  কথোপকথন ১১:২২, ২৯ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

এপ্রিল 2019 সম্পাদনা

  অনুগ্রহপূর্বক উইকিপিডিয়ায় অসামঞ্জস্যপূর্ণ পাতা তৈরি করা থেকে বিরত থাকুন এ ধরনের পাতা আমাদের নীতিমালার সাথে খাপ খায় না। নিবন্ধ তৈরি বিষয়ে আরও তথ্যের জন্য আপনি, আপনার প্রথম নিবন্ধ পাঠ করে নিতে পারেন; এছাড়া নিবন্ধ তৈরির জন্য আপনি নিবন্ধ উইজার্ডও ব্যবহার করতে পারেন। আপনি যদি কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চান, অনুগ্রহপূর্বক খেলাঘর ব্যবহার করুন। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২২, ৭ এপ্রিল ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Mu rakib নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

Mu rakib নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ বিসাবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। |মাসুম-আল-হাসান (আলাপ) ১২:২৫, ২২ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

মে 2019 সম্পাদনা

  উইকিপিডিয়ায় স্বাগতম। সম্প্রতি আপনার তৈরি একটি পাতা, Mu raikib ‎, সম্ভবত উইকিপিডিয়ার নতুন পাতা তৈরি সম্পর্কিত কিছু নীতিমালা অনুসরন করে নি, তাই এই পাতাটি কিছুক্ষনের মধ্যেই অপসারিত হবে (এখনো যদি না হয়ে থাকে)। দয়া করে পরীক্ষা-নিরীক্ষার জন্য খেলাঘর ব্যবহার করুন, এবং নিবন্ধ উইজার্ড ব্যবহার করতে পারেন। নিবন্ধ তৈরি সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের জন্য আপনার প্রথম নিবন্ধ পাতাটি পড়ে নিন। উইকিপিডিয়ায় অবদান সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের ভূমিকা পাতাটি পড়ে দেখতে পারেন। ধন্যবাদ।টেমপ্লেট:Z43 ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৫৩, ২৩ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Community Insights Survey সম্পাদনা

RMaung (WMF) ১৪:১৮, ৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ধ্বংসপ্রবণতা প্রসঙ্গে সম্পাদনা

প্রিয় রাকিব, শুভেচ্ছা নিবেন। সম্প্রতি লক্ষ্য করলাম যে, আপনি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিবন্ধের শুরতে আপনার নাম ও ফেসবুক ঠিকানা যোগ করে দিচ্ছেন, যা নিশ্চিত ধ্বংসপ্রবণতার পর্যায়ে পড়ে। ইতঃমধ্যে আপনার সেই সম্পাদনা সমূহ আমি পূর্বাবস্থায় ফিরে নিয়ে এসেছি। অনুগ্রহ করে এসব করা থেকে বিরত থাকুন এবং উইকিপিডিয়ার নিয়মানুযায়ী নিবন্ধ তৈরি ও সম্পাদনা করে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করুন। ধন্যবাদ আপনার উইকি যাত্রা শুভ হউক।রিপন (আলাপ) ১৫:০০, ৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Oh সম্পাদনা

No problem Ok sorry. Murakib10 (আলাপ) ১৫:১০, ৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Reminder: Community Insights Survey সম্পাদনা

RMaung (WMF) ১৫:০৫, ২০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Reminder: Community Insights Survey সম্পাদনা

RMaung (WMF) ১৮:৫৭, ৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন