বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম সম্পাদনা

শাকিল (আলাপ · অবদান) ০৩:৩৬, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

কীভাবে আন্তঃউইকি সংযোগ দিবেন সম্পাদনা

আপনি জানতে চেয়েছিলেন। উত্তর: উইকিপিডিয়া:কীভাবে আন্তঃউইকি সংযোগ দিবেন দেখুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ০১:৪০, ২১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আইপি বাধামুক্ত সম্পাদনা

আমি আপনার অ্যাকাউন্টে আইপি বাধামুক্ত অধিকার যোগ করে দিয়েছি। এতে আপনি আর সমস্যায় পড়বেন না। আপাতত ৩ মাসের জন্য দিয়েছি। আপনি বাংলা উইকিতে ভবিষ্যতে সক্রিয় থাকলে তা আরও বাড়িয়ে দিব। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪৫, ২০ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

মিঙ্গু বর্ষপঞ্জি সম্পাদনা

সুধী আপনাকে মিঙ্গু বর্ষপঞ্জি অনুবাদ করার জন্য ধন্যবাদ। এটা অনুবাদের পর আমি ও ব্যবহারকারী:আফতাবুজ্জামান নিবন্ধটি সংশোধন করেছেন (যেহেতু অনূদিত নিবন্ধটি যান্ত্রিক ছিলো)। তাই এটা পুনরায় অনুবাদের প্রয়োজন নেই৷ এই নিয়ে আপনি নিবন্ধটি তিনবার অনুবাদ করেছিলেন (যান্ত্রিকভাবে) যার ফলে আগের সংশোধনগুলো মুছে গিয়েছিলো। তাই আপনার পরের দুটি অনুবাদ আমি প্রত্যাহার করেছি (@আফতাবুজ্জামান: আপনার অবগতির জন্য এখানে জানিয়ে রাখলাম) একটি নিবন্ধ একবার অনুবাদ করাই যথেষ্ট৷ বারবার অনুবাদ করার প্রয়োজন নেই। মেহেদী আবেদীন ১৪:২৩, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

মাবরুর ভাই, মিঙ্গু বর্ষপঞ্জি আর অনুবাদ করার দরকার নেই। যেহেতু এটা ইতোমধ্যে অনুবাদ করা সম্পন্ন হয়েছে। আপনি নতুন নিবন্ধ অনুবাদ করুন। আর নতুন অনূদিত নিবন্ধ যাতে যান্ত্রিক না হয়, বাক্যগঠন যেন ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১৮, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

গির্জা সম্পাদনা

আপনি কোন আলোচনা ব্যতিত নিবন্ধের নাম পরিবর্তন করেছেন, যা উচিৎ হয়নি। যেকোন সিদ্ধান্ত নেওয়ার আগে নিবন্দের আলোচনা পাতায় বার্তা দেবেন। ধন্যবাদ। — নাহিয়ান · ১৮:৪০, ২৭ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আসলে চার্চ একটি ব্যাপক শব্দ। ইংরেজিতে চার্চ শব্দ দিয়ে বহু বিষয়কে বোঝানো হয়। যেমন চার্চ অর্থ গির্জা, আবার ধর্মীয় দিক থেকেই চার্চ বলতে ধর্মসভা। সুতরাং একই শব্দের দুটি ভিন্নার্থক উদ্দেশ্য ও অর্থ একই সময়ে প্রচলিত থাকায় ইংরেজি উইকিপিডিয়াতে Church (building) ও Church (congregation) নামে দুটি আলাদা নিবন্ধ রয়েছে যা অতিসত্ত্বর বাংলা উইকিপিডিয়াতে যোগ করতে আগ্রহী আমি। এমতাবস্থায় ওই যদি গির্জা ও চার্চ নামে দুটি আলাদা নিবন্ধ থাকে তাহলে কনফিউশন তৈরি হবে। তাই ইংরেজি উইকিপিডিয়ার আদলে চার্চ (গির্জা) ও চার্চ (ধর্মসভা) এই নামে থাকলে বিব্রত হবে না। MohdMabroor (আলাপ) ১৩:৩৭, ২৮ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@MohdMabroor: "চার্চ (ধর্মসভা)" নিবন্ধকে "খ্রিস্টীয় ধর্মসভা" রাখা যেতে পারে। যেহেতু গির্জা প্রচলিত শব্দ তাই "চার্চ (গির্জা)" না করাই ভালো। মেহেদী আবেদীন ১৪:৩২, ২৮ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

না, এক্ষেত্রে আরেকটি সমস্যা তৈরি হবে। ইংরেজি উইকিপিডিয়ায় Synod নামে একটি আর্টিকেল রয়েছে, যার সরাসরি অর্থ খ্রিস্টীয় ধর্মসভা। তাও অনুবাদ লিস্টে রেখেছি আমি। আর চার্চ (গির্জা) করলে তেমন সমস্যা হবে না, কারন ব্র্যাকেটের মধ্যেই তো উপাসনালয় বুঝিয়ে দেওয়া হয়েছে।MohdMabroor (আলাপ) ০৪:২৮, ৩০ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

টেমপ্লেট অনুবাদ সম্পাদনা

লক্ষ্য করলাম, আপনি ইংরেজি উইকিপিডিয়া থেকে কোনও পরিবর্তন ছাড়াই বাংলায় টেমপ্লেট তৈরি করছেন। কোনোরূপ অনুবাদ ছাড়া এরকম টেমপ্লেট তৈরি করলে বাংলা উইকিপিডিয়ার কোনো উপকার হচ্ছে না। দয়া করে টেমপ্লেটগুলো অনুবাদ করে তৈরি করবেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৭:২৩, ৩১ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

খ্রিস্টের প্রাক-অস্তিত্ব নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য খ্রিস্টের প্রাক-অস্তিত্ব নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারার নি২ অনুচ্ছেদ অনুসারে করা হয়েছে, কারণ এটি বাংলা ভাষায় লিখিত নয়।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুনমোঃ মারুফ হাসান (আলাপ) ০৩:৪৬, ২৮ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদের কিছু কাজ বাকি, অর্ধেক অলরেডি হয়ে গেছে। এখন কি পুণরুদ্ধার করা যাবে?MohdMabroor (আলাপ) ১৯:০০, ৩০ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

খ্রিস্টের প্রাক-অস্তিত্ব সম্পাদনা

এই নিবন্ধটি ব্যবহারকারী:MohdMabroor/খ্রিস্টের প্রাক-অস্তিত্ব শিরোনামে আপনার উপপাতায় স্থানান্তর করে দিয়েছি। দয়া করে অনুবাদ সম্পূর্ণ করুন। অনুবাদ শেষ হওয়ার মূল নামস্থানে আনুন অথবা আমাকে জানাবেন। ধন্যবাদ। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১১:২৯, ২৮ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

কয়েকটা প্যারাগ্রাফ অনুবাদ বাকি আছে। এখন একটু পুণরুদ্ধার করা যাবে না? বাকি অংশটুকু আপনি অনুবাদ করে দিলে উপকৃত হব। MohdMabroor (আলাপ) ১৯:০১, ৩০ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন