বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

দেবারতি মুখোপাধ্যায় নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

দেবারতি মুখোপাধ্যায় নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/দেবারতি মুখোপাধ্যায় পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ashiq Shawon (আলাপ) ১৭:০২, ২৯ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধটিতে প্রথম সারির সংবাদপত্রের সাইটেশন এবং সৃজনশীল লেখকের সমস্ত মৌলিক কীর্তি তুলে ধরা হয়েছে। লেখকের সাথে কোন ব্যক্তিগত পরিচয় নেই। Meetavinandan (আলাপ) ১৭:৪৯, ২৯ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

একাধিক একাউন্টের অপব্যবহার সম্পাদনা

  হ্যালো, Meetavinandan, উইকিপিডিয়ায় স্বাগতম ও আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনার সম্পাদনার ধরনের মাধ্যমে বুঝা যাচ্ছে যে, আপনি উইকিপিডিয়ায় একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করছেন অথবা উইকিপিডিয়া বহির্ভূত ব্যক্তির সহায়তায় সম্পাদনা করছেন। একাধিক অ্যাকাউন্ট ব্যবহার সম্পর্কিত আমাদের নীতিমালাটি এটি সমর্থন করে না। যদি আপনি সরাসরি একাধিক অ্যাকাউন্ট পরিচালনা করেন অথবা অন্য ব্যক্তির সহায়তায় কাজটি করে থাকেন, তবে অনুগ্রহ করে আপনার সম্পৃক্ততা প্রকাশ করুন।আল রিয়াজ উদ্দীন (আলাপ)

শুভেচ্ছা নিন, উইকিপিডিয়ায় বিনা কারণে একাধিক অ্যাকাউন্ট তৈরি করা অনুচিত। আপনি একটি আলোচনায় আপনার পক্ষে কথা বলতে আরও দুটি অ্যাকাউন্ট তৈরি করেছেন, যা সম্পূর্ণ নিষিদ্ধ। অনুগ্রহ করে আর এমনটি করবেন না। আমি ধরে নিচ্ছি, আপনি না জেনে এমনটি করেছেন। আপনি যদি পুনরায় একাধিক অ্যাকাউন্ট তৈরি করেন তবে আপনি বাধাপ্রাপ্ত হবেন। অনুগ্রহ করে কেবল এই একটি অ্যাকাউন্ট ব্যবহার করে অবদান রাখুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫৪, ৩০ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। অনবহিত ছিলাম, তাই ঘটেছে। বেশ কিছু জনপ্রিয় লেখকের নিবন্ধ তোইরি করতে চাচ্ছি। সহযোগিতা করলে ভাল হয়। Meetavinandan (আলাপ) ০৬:৫১, ৩১ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন