ব্যবহারকারী আলাপ:Maksud/সঙ্কলন০১
আমার পুরো নাম মোঃ মাকসুদুল আলম। বুয়েট থেকে পাশ করেছি ২০০৭ সালের ডিসেম্বর মাসে। আমার সাথে যোগাযোগ করতে চাইলে maksud AT csebuet DOT org তে মেইল করতে পারেন।
স্বাগতম
সম্পাদনাপ্রিয় Maksud/সঙ্কলন০১, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনি উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে সহায়তা করবেন। কোনো প্রশ্ন থাকলে আমার আলাপের পৃষ্ঠায় বার্তা রাখুন। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ১৭:০৭, ১৮ জুন ২০০৬ (UTC)
- Actually edit summary (সারাংশ) is the box where you write the brief description before saving the edit. All you had to do is to is to go to edit your user talk page (this page) and paste "I agree to the edit counter opt-in terms" in that box and save. --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৮:৩২, ১৬ আগস্ট ২০০৬ (UTC)
গানের কথা
সম্পাদনামাকসুদ, গানের কথা রাখার জন্য আসলে উইকিপিডিয়া না। অর্থাৎ গানের কথা কখনও বিশ্বকোষীয় ভুক্তি না, গানটি হতে পারে, কিন্তু শুধু গানের কথার জন্য নিবন্ধ তৈরী করা উচিৎ না। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ০৭:৪৬, ১৬ আগস্ট ২০০৬ (UTC)
বুঝেছি। তাহলে আর গানের কথা যুক্ত করব না। যেগুলো যুক্ত করেছি সেগুলো কি মুছে দেবো? Maksud ০৭:৫৭, ১৬ আগস্ট ২০০৬ (UTC)
templates
সম্পাদনাঅবশ্যই যে কেউ টেম্পলেট তৈরি করতে পারেন, তবে টেম্পলেট তৈরি করার আগে দেখে নিন এ ধরনের টেম্পলেট আগেই তৈরি করা আছে কিনা। বাংলা উইকিপিডিয়ার তৈরিকৃত টেম্পলেটের একটি বড় অংশ পাবেন category:বাংলাউইকি templates এ। সেখানে দেখে নিন তেম্পলেট আছে কিনা অথবা প্রশাসকদের জিজ্ঞাসা করুন টেম্পলেটটির ব্যাপারে। তেম্পলেট তৈরি করার একটি সহজ পন্থা হল ইংরেজী উইকিপিডিয়ায় দেখুন একই রকম কোন টেম্পলেট বা আপনার প্রয়োজন পুরোন করে এমন টেম্পলেট আছে কিনা। তাহলে সেটি বাংলায় অনুবাদ করে নিন ব্যাস হয়ে গেল। আর যদি না থাকে তাহলে কাছাকাছি কোন টেম্পলেট খুজে নিন এবং সেটা অনুসরণ করুন। টেম্পলেট এর টিটোরিয়ালের জন্য এটা দেখতে পারেন। আর template:info_contry এর মত বাংলা উইকিপিডিয়াতে template:তথ্যছক-দেশ আছে। দেশের নিবন্ধে আপনি সেটি ব্যবহার করতে পারেন উদাহরণঃ বাংলাদেশ, নেপাল দেখতে পারেন। তবে দয়াকরে যেসকল টেম্পলেট আছে তা পরিবর্তন করবেন না।
আরো কোন সাহায্যের দরকার হলে আপনার নিজের আলাপের পাতায় '{{সাহায্য}}' লিখে নিচে আপনার প্রশ্নটি করতে পারেন। অথবা প্রশাসক বা অভিজ্ঞ কোন ব্যবহারকারীকে নির্দ্বিধায় বার্তা দিতে পারেন। তবে আগের পদ্ধতিটিই অনুসরণ করা ভাল তাতে উত্তর তারাতারি পাবার সম্ভবনা থাকে। কারণ কোন ব্যবহারকারীর আলাপের পাতায় সাহায্য চাইলে, ঐ মুহুর্তে ঐ ব্যবহারকারী অনলাইনে নাও থাকতে পারেন। সেক্ষেত্রে অন্য কোন ব্যবহারকারী সাধারণত অন্যের আলাপের পাতা নাও দেখতে পারেন। তাই নিজের পাতায় সাহায্য চাইলে তা উত্তর দেবার ক্ষেত্র সবার জন্য উন্মুক্ত থাকে এবং উত্তর তারাতারি পাবার সম্ভবনা থাকে।--বেলায়েত ১৮:১৩, ২০ আগস্ট ২০০৬ (UTC)
আপনাকে অশেষ ধন্যবাদ। এবার বুঝতে পেরেছি কিভাবে টেম্পলেট তৈরী করতে হয়। আমি অবশ্যই বর্তমান টেম্পলেট ব্যাবহার করার চেষ্টা করব। একান্ত প্রয়োজন না হলে টেম্পলেট ব্যাবহার করার ইচ্ছা নেই। ভারত এর পাতায় দেখলাম কোন টেম্পলেট ব্যাবহার করা হয় নি। তাই ভেবেছিলাম মনে হয় টেম্পলেটটি নেই। ধন্যবাদ। --মাকসুদ ০৯:৩২, ২২ আগস্ট ২০০৬ (UTC)
পরামর্শ
সম্পাদনামাঝে মাঝে একটু সাম্প্রতিক পরিবর্তনে চোখ রাখবেন দয়া করে। বৃটেন, ইংল্যান্ড এর বদলে যুক্তরাজ্য ব্যবহার করুন।--বেলায়েত ১৯:৪৮, ২৩ আগস্ট ২০০৬ (UTC)
দয়া করে নিবন্ধে ইংরেজী লেখা বাংলায় অনুবাদ করুন। ম্যানইউ এর নিবন্ধ অনুবাদ না করেই আপনি লিভারপুল এর নিবন্ধ করা শুরু করেছেন। দয়া করে ম্যানইউ এর নিবন্ধটি আগে শেষ করুন। না হয় non bangla কারণ দেখিয়ে মুছে ফেলা হবে। ধন্যবাদ।--বেলায়েত ১৭:০৪, ২৬ আগস্ট ২০০৬ (UTC)
ম্যান ইউ তো সম্পাদনা করছি। আশা করি আজকেই শেষ হবে। আচ্ছা ইংল্যান্ড আর যুক্তরাজ্য কি এক? ধন্যবাদ। --মাকসুদ ১৮:৩১, ২৬ আগস্ট ২০০৬ (UTC)
যুক্তরাজ্য = ইংল্যান্ড + স্কটল্যান্ড + ওয়েলস + উত্তর আয়ারল্যান্ড । ইংল্যান্ড যুক্তরাজ্যের সাবসেট। --রাগিব (আলাপ | অবদান) ১৮:৫৪, ২৬ আগস্ট ২০০৬ (UTC)
আমার ধারনা তাই ছিল তাই যুক্তরাজ্যের বদলে ইংল্যান্ড ব্যাবহার করেছি। ধন্যবাদ। --মাকসুদ ১৯:১০, ২৬ আগস্ট ২০০৬ (UTC)
ভিজুয়াল বেসিক
সম্পাদনাঅনেক ইংরাজি শব্দের সঠিক বাংলা অনুবাদ করা শক্ত। আপনার যদি Event Driven এর সঠিক বাংলা শব্দ জানা থাকে তাহলে জানাবেন। - বিপ্লব
- I am not literate in visual basic.. But my common sense Bengali translation would be
Event Driven = প্রক্রিয়া চালিত (In some contexts Event could be ঘটনা). --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৭:১৬, ৭ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
- আমার ব্যক্তিগতভাবে মনে হয় ইভেন্ট এর বাংলা দরকার নেই। প্রোগ্রামিং এ যে অর্থে ইভেন্ট ব্যবহৃত হয় সে অর্থের যথাযথ বাংলা আছে বলে আমার মনে হয়নি। সে কারনে আমার মতে ইভেন্ট রাখাটাই যুক্তিযুক্ত। কোন উপযুক্ত বাংলা পেলে জানাবো। ধন্যবাদ। --মাকসুদ ১৯:০৫, ৭ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
template
সম্পাদনাফুটবল খেলোয়াড় Template-টা কিসের জন্য? --অর্ণব (আলাপ | অবদান) ০৫:০৬, ২৪ আগস্ট ২০০৬ (UTC)
মাস
সম্পাদনামাসের বানান গুলিতে কোন দীর্ঘ ঈ নাই। যেমন ফেব্রুয়ারি, জানুয়ারি ইত্যাদি। আর সব দিনের জন্যই নিবন্ধ তৈরী করা আছে দেখুন category:বর্ষপঞ্জী। --রাগিব (আলাপ | অবদান) ০৭:২৮, ৩০ আগস্ট ২০০৬ (UTC)
ফুটবলার নিবন্ধ
সম্পাদনাআপনার শুরু করা অনেকগুলোই তৈরি হয়ে আছে, অন্য বানানে। Index-এ আগে একটু দেখে নিন। --অর্ণব (আলাপ | অবদান) ১৮:০২, ৩০ আগস্ট ২০০৬ (UTC)
তাঁর / তার
সম্পাদনাবিশ্বকোষ হিসাবে সবাইকেই এখানে "তিনি" বলে সম্বোধন করা হচ্ছে। তাই তিনির সাথে তাঁর ব্যবহার করা হয়েছে। তিনি ব্যবহার করলে "তার" ব্যবহার করা সঠিক নয়। --রাগিব (আলাপ | অবদান) ১৯:৫২, ৭ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
কপিরাইট
সম্পাদনাএফবিআই শীর্ষ দশ ফেরারী নিবন্ধের একটি ছবিরও উৎস বা কপিরাইটের উল্লেখ নাই। এই ছবির উৎস ও কপিরাইট উল্লেখ করুন, না হলে এগুলি অবিলম্বেই মুছে ফেলা হবে। --রাগিব (আলাপ | অবদান) ১৮:৪৫, ১০ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
- সবগুলো ছবি ইংরেজী উইকি থেকে নেয়া। ওখানে এদের কপিরাইটের উৎস দেয়া আছে। --মাকসুদ ১৮:৫২, ১০ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
isbn
সম্পাদনাPlease do not translate ISBN numbers into Bangla. The parser automatically detects ISBN numbers, and adds a link to the search page for those number. However, the parser can't handle Bangla numerals, so do not translate ISBN numbers. --রাগিব (আলাপ | অবদান) ২১:০৭, ১০ সেপ্টেম্বর ২০০৬ (UTC)
বোকা মানুষটা / ফাইস্যা গেছি প্রসঙ্গে
সম্পাদনাপ্রিয় মাকসুদ, ক্ষমা করবেন আমার মন্তব্য আপনাকে কষ্ট দিয়েছে। দয়া করে আমার মন্তব্য ব্যক্তিগত পর্যায়ে নেবেন না। উইকিপিডিয়াতে এক জটিল আদর্শ লুক্কায়িত রয়েছে, যার অন্তর্নিহিত বক্তব্য হৃদয়ঙ্গম করতে খানিকটা সময় প্রয়োজন। আমি নিজেও ভুল করেছি, অঙ্কুর গ্রুপ সম্পর্কে যখন লিখলাম, তখন এটি বিজ্ঞাপনে মত শোনাচ্ছিল। অঙ্কুর গ্রুপ নিবন্ধটির আলাপ পাতা পড়লে জানতে পারবেন যে আমিও একসময় ভুল করতাম। আপনি নগ্ন প্রচারনা এর প্রতিমন্তব্য করেছেন, কিন্তু noteblity এর ব্যাপারে কোন মন্তব্য করেননি, তখনই আমার মনে হল আপনি আমার মন্তব্য ব্যক্তিগতভাবে নিয়েছেন। দয়া করে noteblity (http://en.wikipedia.org/wiki/WP:N) পড়ুন। আসুন আমরা খুব সুন্দর একটি বিশ্বকোষ গড়ি, slowly but surely.--mak ১৯:১০, ১৬ এপ্রিল ২০০৭ (UTC)
মাকসুদ, মাক ভাইয়ের সাথে আমিও আশা পোষণ করছি যে, ঐ মন্তব্যটি আপনি ব্যক্তিগত ভাবে নিবেন না। আসলে আমাদের নিত্য নৈমিত্তিক, দৈনন্দিন জীবনের সবকিছু বিশ্বকোষে রাখার মতো না। এ ক্ষেত্রে সহজ একটা মাপকাঠি হলো, আজ হতে ১০ বছর, ২০ বছর, ৫০ বছর পরে ঐ জিনিষটি নিয়ে কারো কোনো চিন্তা থাকবে কি না। যেমন ধরুন, আজকে পত্রিকায় বেরুলো, একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারের কথা আজকে মানুষের মনে থাকবে, এক মাস পরে হালকা মনে থাকবে, ১ বছর পরে অল্পই মনে থাকবে, আর আরো পরে সেটা ভুলে যাবে। কিন্তু ডঃ ইউনুসের নোবেল পাওয়ার ব্যাপারটা আগামী ১০০ বছর পরেও মানুষের মনে থাকবে। সঙ্গীত অ্যালবামের ব্যাপারটা এরকমই। ইংরেজি উইকিপিডিয়াতে গাদায় গাদায় আছে, সেগুলোর যথার্থতা নিয়ে প্রচন্ড বিতর্ক আছে। আমাদের বাংলা উইকিপিডিয়াতে আমরা শুরু থেকেই এই বিষয়ে সতর্ক থাকতে পারি, যাতে অবিশ্বকোষীয় কিছু এখানে যোগ না হয়। এই জন্যই অ্যালবামগুলোর আলাপ পাতায় আমি ও মাক ভাই সংশ্লিষ্ট মন্তব্য দিয়েছি। এই মন্তব্যকে ব্যক্তিগত ভাবে না নিয়ে বিষয়টা একটু ভেবে দেখুন। আশা করি বাংলা উইকিপিডিয়াতে আপনার চমৎকার অবদান অব্যাহত থাকবে। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ২০:১৩, ১৬ এপ্রিল ২০০৭ (UTC)
অনুবাদ
সম্পাদনা"চোথা" না মারলেই চলে। অর্থাৎ অনুবাদ ঠিক আছে, তবে হুবুহু অনুবাদ করাটা যাবে না। বরং একটা বাক্য পড়ার পরে, সেটাকে নিজের ভাষায় বাংলাতে লেখা যায়। বাংলাপিডিয়ার ইংরেজি সংস্করণটা বাংলা সংস্করণ থেকে অনুবাদ করা, তাই হুবুহু অনুবাদ করলে বাংলাপিডিয়া-বাংলার সাথে মিলে যেতে পারে।
একই কথা অন্য যে কোনো উৎসের জন্যও প্রযোজ্য। --রাগিব (আলাপ | অবদান) ২১:২৩, ২৭ এপ্রিল ২০০৭ (UTC)
বট
সম্পাদনাকান্ট্রি ডাটার পাতা গুলো কষ্ট করে হাতে না তৈরী করে বট স্ক্রিপ্ট দিয়ে তৈরী করে দিতে পারি। --রাগিব (আলাপ | অবদান) ০১:১০, ১৭ মে ২০০৭ (UTC)
সাহায্য
সম্পাদনাআমি একটি নিবন্ধ সৃষ্টি করেছি আমার শহর "বার্ণপুর" নামে । এটি ভারতের একটি গূরুত্বপূর্ণ শহর কারন এখানে ভারতের সর্বপ্রাচীন ও অন্যতম বৃহত্তম লৌহ-ইস্পাত কারখানাটি অবস্থিত । কিন্ত কিভাবে ছবি বা মানচিত্র যোগ করব বুঝতে পারছি না ।
ধন্যবাদ
সম্পাদনাএখন পারছি ।--Bisuda ১৮:৩৭, ২৮ মে ২০০৭ (UTC)
বহিঃসূত্র
সম্পাদনাবহিঃসুত্র-এর জায়গায় বহিঃসংযোগ ব্যবহার করুন। আমরা সব নিবন্ধে এটাই ব্যবহার করছি। --অর্ণব (আলাপ | অবদান) ০৩:০৩, ২৯ মে ২০০৭ (UTC)
একটি জিজ্ঞাসা
সম্পাদনাউইকিপিডিয়াতে যখন কোনো নিবন্ধ সৃষ্টি বা সম্পাদনা করি তখনকি স্বয়ংক্রিয় ভাবে আমার নাম অবদানকারী হিসাবে যুক্ত হয়ে যায় ?Bisuda ১৭:৫৮, ৪ জুন ২০০৭ (UTC)
ধন্যবাদ
সম্পাদনাসাহিত্যে নোবেল পুরস্কার নিবন্ধের টেম্পলেটগুলো তৈরী করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার ব্যবহারকারী পাতাটি আমার খুব ভাল লেগেছে। শুভেচ্ছা রইল। -- মুহাম্মদ ০৫:০০, ৬ জুন ২০০৭ (UTC)
Thanks for the changes in the রোধক page Masum ০৪:৪৯, ২১ অক্টোবর ২০০৭ (UTC)Masum Habib
পরামর্শ
সম্পাদনাদয়া করে সম্পাদনা সারাংশ লেখার অভ্যাস করুন। তাতে অন্য ব্যবহারকারীদের নিবন্ধে না গিয়েই বুঝতে পারবে আপনি কি সম্পাদনা করেছেন। ধন্যবাদ।--বেলায়েত ১১:৩০, ৭ জুন ২০০৭ (UTC)
যদি কোন পাতা মুছে ফেলতে হয় তাহলে প্রশাসকদের কাউকে বললেই তিনি পাতাটি মুছে দিতে পারবেন। তাই duplicate পাতাগুলো যদি মুছে দিতে হয় তাহলে বলবেন। ধন্যবাদ।--বেলায়েত ১৯:৫১, ১০ জুন ২০০৭ (UTC)
স্থানাংক
সম্পাদনাএবার কাজ করবে। ব্রাউজার রিফ্রেশ করুন, বা রিস্টার্ট করে দেখুন। উপরের ডানের কোণাতেই দেখাবে। --রাগিব (আলাপ | অবদান) ২১:১১, ১০ জুন ২০০৭ (UTC)
- আপনার ব্রাউজার ক্যাশে থেকে পুরানো সংস্করণ দেখাচ্ছে। আপনি দয়া করে shift-refresh চাপুন, ফায়ারফক্সে সেটা কন্ট্রোল শিফট আর । সেই সাথে এখানে ক্লিক করুন। --রাগিব (আলাপ | অবদান) ২২:৩৫, ১০ জুন ২০০৭ (UTC)
ইন্টারউইকি
সম্পাদনামাকসুদ, আপনি এক্ষেত্রে অহেতুক কষ্ট করছেন। বাংলা উইকিতে এখন প্রচুর বট আছে যেগুলির কাজই হল ইন্টারউইকি লিংকগুলি তৈরি করে দেয়া। নিবন্ধতে শুধু ইংরেজি বা অন্য একটি ইন্টারউইকিসংযোগ থাকলেই চলবে। বাকি কাজ বট করে নেবে। --অর্ণব (আলাপ | অবদান) ০৩:৫৪, ১৪ জুন ২০০৭ (UTC)
তারিখের রিডাইরেক্ট
সম্পাদনারাগিববট কাজ করছে, বছরের সবগুলো তারিখের রিডাইরেক্ট পেয়ে যাবেন আর অল্প কয়েক মিনিটের মধ্যেই। --রাগিব (আলাপ | অবদান) ০৯:১৪, ২১ জুন ২০০৭ (UTC)
অ্যা/এ/এ্যা
সম্পাদনাঅ্যা ধ্বনিটার জন্য আমরা সবক্ষেত্রে "অ্যা" পছন্দ করছি, এ বা এ্যা নয়। যদি না কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি নিজেই নিজের নামে এ বা এ্যা ব্যবহার করে থাকেন। --অর্ণব (আলাপ | অবদান) ১৪:৫২, ২১ জুন ২০০৭ (UTC)
অর্থনীতি পরিভাষা
সম্পাদনাঅর্থনীতি ও অর্থশাস্ত্র বিষয়ে লিখতে চাইলে অর্থনীতি পরিভাষা-র সাহায্য নিন, যাতে পারিভাষিক ক্ষেত্রে বিশ্বকোষ জুড়ে সমতা থাকে। --অর্ণব (আলাপ | অবদান) ০৯:১৬, ২২ জুন ২০০৭ (UTC)
ইংরেজি বিষয়বস্তু
সম্পাদনাইংরেজি বিষয়বস্তু পুরোটা অনুবাদ করে যোগ করুন। অর্ধেক অনুবাদ করে রেখে দেবেন না। তাড়াহুড়ার দরকার নেই। --অর্ণব (আলাপ | অবদান) ১২:৩৬, ২২ জুন ২০০৭ (UTC)
অনুরোধ
সম্পাদনাআপনাকে আবারও অনুরোধ করছি সম্পাদনা সারাংশ লেখার জন্য। দয়া করে সম্পাদনা করার পর সম্পাদনা সারাংশ দিন। ধন্যবাদ।--বেলায়েত ০৯:২৪, ২৮ জুন ২০০৭ (UTC)
উইকি সম্মিলন
সম্পাদনামাকসুদ ভাই, আপনি আশাকরি আসবেন। তাহলে উইকিপিডিয়া:সম্মিলন/ঢাকা ১ পৃষ্ঠায় গিয়ে নাম লিপিবদ্ধ করে ফেলুন। যত বেশি উইকিপিডিয়ান আসবেন ততই ভাল হয়। মানোন্নয়ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে পারি। আর পারষ্পরিক পরিচয় হলেও মন্দ হয়না। শনিবার সম্মিলনের কথা বলা হয়েছে। আপনার যদি শনিবার ক্লাস থাকে তাহলে এই পৃষ্ঠার আলোচনা পাতায় বার্তা রাখুন। কারণ বুয়েট তো শনিবার খোলা থাকে। আপনি আসতে পারলে খুব ভাল হতো। -- মুহাম্মদ ০৪:৩৪, ৩০ জুন ২০০৭ (UTC)
- বুঝতে পেরেছি। আসলে সম্পাদনা করাটাই তো মুখ্য। আশাকরি আপনার সম্পাদনার মাধ্যমে উইকিপিডিয়া আরও সামনের দিকে এগিয়ে যাবে। চালিয়ে যান। -- মুহাম্মদ ০২:৫০, ১ জুলাই ২০০৭ (UTC)
প্রজাতন্ত্রী চীন
সম্পাদনানিবন্ধটিকে আন্ডু করার জন্য ধন্যবাদ। কিন্তু এর পিছনে কি কারণ ছিল তা কিন্তু উল্লেখ করেননি। এটা কি কৌতুহলের কারণে করেছেন নাকি অন্য কোন কারণে করেছেন দয়াকরে উত্তর দিবেন। ধন্যবাদ।--বেলায়েত ০৯:২০, ৩ জুলাই ২০০৭ (UTC)
ধন্যবাদ
সম্পাদনাঅসংখ্য ধন্যবাদ টেমপ্লেটির জন্য। বয়স ও জন্ম তারিখ দেখানোর কোন টেমপ্লেট আছে কি?শমীক ১০:৫৮, ২২ জুলাই ২০০৭ (UTC)
Current date time
সম্পাদনাYou can use {{CURRENTMONTHNAME}} {{CURRENTDAY}}, {{CURRENTYEAR}} to get current date times. These are built in system variables (not templates). --রাগিব (আলাপ | অবদান) ১৭:৫৩, ২৩ জুলাই ২০০৭ (UTC)
- কিন্তু এই গুলা বাংলায় টাইম বা ডেট দেখায়, ইংরেজীতে নয়। তাই Calculation e ব্যবহার করা যায় না।--μακσυδ • আলাপ ০৯:০০, ২৪ জুলাই ২০০৭ (UTC)
Bengali Wikisource
সম্পাদনাWe are going to start Bengali language Wikisource. We have a lot of literary works in public domain including Rabindranath Tagore. This Wikisource is now an applicant and needs your approval. Visit this page: m:Requests_for_new_languages/Wikisource_Bengali_2 to approve and support. We need at least 5 persons approving it. Be hurry. And now we are working on the structure of this wikisource on the mani site of wikisource. When the site is alloted these pages will be placed there. Visit: Bengali Wikisource page on Wikisource. -- মুহাম্মদ ১০:৩৬, ১২ আগস্ট ২০০৭ (UTC)
Man YOU :)
সম্পাদনাHi, looks like you've ruined all my works regarding Manchester United ;) (I've done them at once long ago, but did not posted yet). Anyway currently I'm doing City of Manchester Stadium, Manchester City and Gilbarto Silva. So, please avoid them if you are interested. Thank you. Tell me anything you need. Regards --Tarif Ezaz ১১:৫৯, ২৬ আগস্ট ২০০৭ (UTC)
ধন্যবাদ মাকসুদ
সম্পাদনাএতকিছুর ট্র্যাক রাখেন কিভাবে :-) regards --hiwamy ১৬:১৯, ২৬ আগস্ট ২০০৭ (UTC)
sorry
সম্পাদনাsorry. -- মুহাম্মদ ১১:০৪, ৪ সেপ্টেম্বর ২০০৭ (UTC)
আমার ভাইয়ের রক্তে রাঙানো
সম্পাদনাজাতিসংঘের সদস্য দেশ
সম্পাদনাজাতিসংঘের সদস্য দেশ পাতাটি ঠিক করা দরকার। আসুন সবাই মিলে পাতাটি ঠিক করি। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৯:১৩, ১১ সেপ্টেম্বর ২০০৭ (UTC)
HELP (unknown technical problem prevents write/read properly in wikipedia)
সম্পাদনাI've facing a serious problem. I was using avro keyboard v 4.02 and it was working good. I was busy for some days and when I entered wikipedia today, some words on this webpages looks like overwritten and unreadable. I even can't write in bengali here but i can write accurately in my word processors like word or notepad. I can read my saved documents too. please help.
- Actually this problem has never ocurred to me, and hence I am unable to answer you right now. Probably it is a font problem. Try replacing vrinda font.
আজাকি মনোনয়ন
সম্পাদনাপ্রিয়, আমি আপনার কাজ করা আমার ভাইয়ের রক্তে রাঙানো নিবন্ধকে প্রধান পাতার উইকিপিডিয়া:আপনি জানতেন কি অংশে দেখানোর জন্য মনোনয়ন দিয়েছি। আপনি Template talk:আপনি জানতেন কি#সেপ্টেম্বর ১১ তারিখে তৈরি নিবন্ধ এ দেখতে পারেন, আপনি লাইনটির উন্নয়ন করতে পারেন যদি মনে করেন লাইনটি আরও সুন্দর করে লেখা যায়। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৯:৪৬, ২৩ সেপ্টেম্বর ২০০৭ (UTC)
- থ্যাংকস। গত কয়েকদিন চরম ব্যস্ত ছিলাম। উইকি তেমন দেখা হয় নি।--μακσυδ • আলাপ ১৫:৫৭, ২৪ সেপ্টেম্বর ২০০৭ (UTC)
- বেলায়েত ভাই, মাকসুদ ভাইকে একটা কন্ট্রিবিউশন টেমপ্লেট দিয়ে দেবেন। অবশ্য সেটা প্রধান পাতায় আসার পর। ধন্যবাদ--তারিফ এজাজ ১৬:২৩, ২৪ সেপ্টেম্বর ২০০৭ (UTC)
শুভেচ্ছা
সম্পাদনা--তারিফ এজাজ ০৯:১২, ২৫ সেপ্টেম্বর ২০০৭ (UTC)
- Maksud ভাইয়া, এরপর থেকে নতুন নিবন্ধ লেখার সময় আজাকির ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। পাঁচ/সাত দিনের ভিতরে মোটামুটি লেখা হলে যে কোন আপনারটা মনোনয়ন দিয়ে দিতে পারবে। আপনি নিজেও পারবেন। যে কোন বিষয়েই লিখতে পারেন। --তারিফ এজাজ ১৮:৩১, ২৫ সেপ্টেম্বর ২০০৭ (UTC)
Maksud ভাইয়া, ইংলিশ ফুটবল ক্লাবগুলো নিয়ে কিন্তু দারুণ ডিওয়াইকে হয়। মনোনয়ন দিয়ে দেবেন নাকি একটা। ধন্যবাদ--তারিফ এজাজ ১৬:০১, ২৬ সেপ্টেম্বর ২০০৭ (UTC)
- খুব ভাল হয়, কিছুদিন যে তার মাটি ছেঁচড়ে গোল উৎযাপন দেখতে পারব না, সেই দুঃখ ভোলা যাবে। এটা হতে পারে..চেলসির ম্যানেজার থাকাকালে জোসে মরিনহো ঘরের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের একটি খেলাও হারেননি? অথবা আপনার যা ইচ্ছা।--তারিফ এজাজ ১৪:১৭, ২৭ সেপ্টেম্বর ২০০৭ (UTC)
দারুণ হয়েছ মাকসুদ ভাই। এবারে একটা মনোনয়ন দিয়ে দিন। খুব সুন্দর। --তারিফ এজাজ ১৭:৪৬, ২৭ সেপ্টেম্বর ২০০৭ (UTC)
আমি আপনার নিবন্ধগুলো থেকে আক্ষরিক অর্থেই অনুপ্রাণিত হচ্ছি। অনেক ধন্যবাদ। যত বেশি নিবন্ধ আসবে, আমরা তত দ্রুত কাজ এগিয়ে নিতে পারব। আর জোসে মরিনহোতো বেঁচেই আছে, দেখেন না স্যার অ্যালেক্সের পর আবার ম্যান ইউর কোচ না হয়ে যায়, তখন রোনালদোকে পর্তুগিজ ভাষায় গাল দিতে পারবে ;) --তারিফ এজাজ ১৮:০১, ২৭ সেপ্টেম্বর ২০০৭ (UTC)
অভিনন্দন
সম্পাদনারানিং ম্যান উইকিপদক | ||
ইংলিশ প্রিমিয়ার লিগ তথা বিশ্বক্রীড়াসংস্কৃতির নিবন্ধে উল্লেখযোগ্য অবদানকে স্মরণ করে আপনাকে এই পদক উপহার দিলাম। --তারিফ এজাজ ১৮:৩২, ২৭ সেপ্টেম্বর ২০০৭ (UTC) |
- আপনার মত বন্ধু পেয়ে আমি কৃতগ্ঞ। পদকটি আপনাকে আনন্দ দিয়েছে জেনে অভিভূত হলাম। আমি যখন কোন উইকিপদক পাই, তখন তো আমার পা মাটিতেই পড়ে না :) আপনার জন্য অশেষ শুভকামনা।--তারিফ এজাজ ১৮:৪২, ২৭ সেপ্টেম্বর ২০০৭ (UTC)
মাকসুদ ভাই, আপনার কাজগুলো ভাল হয়েছে। বেলায়েত ভাই বোধহয় একটু ব্যস্ত। আমি রাগিব ভাইকে আপডেট করতে বলেছি। খুব দ্রুতই হয়ে যাবে। ধন্যবাদ। আর এক নিবন্ধ নিয়ে একাধিক মনোনয়নের ব্যাপারটা হল, হুকটা একটু পরিবর্তন করে দেয়া আর কি। একটিই কেবল নির্বাচিত হয়। ধন্যবাদ --তারিফ এজাজ ১২:৩৪, ২৮ সেপ্টেম্বর ২০০৭ (UTC)
- হ্যাঁ, আমরা শুরুর দিকে ধীরে চলো নীতিতে এগুচ্ছি। দশদিনের পুরনো নিবন্ধও মনোনয়ন দিয়েছি, তবে তা মনোনীত না হলেও দুঃখ নেই, অনেক কাজ হচ্ছে। এটাই বড় কথা। মুনতাসির ও রাব্বী ভাই মিলে একটা কাজ করেছে। আমি আর আপনি করছি। এই বিভাগটি শুরুতেই জনপ্রিয় হয়ে উঠছে। রাগিব ভাই, আমাকে এই বিভাগটি নিয়ে ব্লগ লিখতে বলেছে। কিন্তু আমি ব্লগে লিঙ্কই ঠিক মত দিতে পারি না। কোন টিউটোরিয়ালও দেখলাম না। যা হোক। আর গাইডলাইন নিয়ে ভাববেন না, আমি তো একবছরের বেশি সময় ধরে ইংরেজি উইকিতে আছি। বাস্তব হলো, কিছুই জানি না। অনেক সময় আন্দাজে কাজ করি, আর অন্যদের থেকে কপি মেরে দিই। ;p --তারিফ এজাজ ১৩:০০, ২৮ সেপ্টেম্বর ২০০৭ (UTC)
DYK ;)
সম্পাদনাধন্যবাদ মাকসুদ ভাই, আমি তো ভেবেছিলাম, এভাবেই বোধহয় করে, ইংরেজি উইকিতে আমার টক পেজে ওরা (বুদ্ধু;) এভাবেই পোস্ট করেছে। ঠিক করে দিলাম।--তারিফ এজাজ ১৭:৪০, ১ অক্টোবর ২০০৭ (UTC)
- ইংরেজি উইকিপিডিয়ার ফুটবল প্রজেক্ট পাতায়, ফুটবলকে নিয়ে লেখা ডিওয়াইকেগুলোর একটি আর্কাইভ খুলতে বলি (বাংলা উইকিতে সাহায্য হবে বলে)। তারপর আর খোঁজ নেয়া হয় নি। আজকে দেখি সেদিনই তৈরি হয়ে গেছে। এই হল আবেদন। এই হল আর্কাইভ। আপনি চাইলে ফুটবল নিয়ে এখান থেকে আজাকি লেখতে পারেন। ধন্যবাদ।--তারিফ এজাজ ১৬:০৮, ৭ অক্টোবর ২০০৭ (UTC)
সাহায্যপ্রার্থী...
সম্পাদনাকম্পিউটারে উইন্ডোজ ইন্সটল না হবার কারনে (+পরীক্ষা) ইদানিং উইকিতে তেমন লেখা যাচ্ছে না। স্ক্রিপ্ট দিয়েই লিখতে হচ্ছে। কেউ যদি ফেডোরা ডিস্ট্রিবিউশনের জন্য বাংলা ফোনেটিক লেখার সফটওয়্যারের সন্ধান জানেন তো প্লিজ বলবেন। স্ক্রিপ্টের সমস্যা হচ্ছে এটা কিছু ধীরগতির এবং যুক্তাক্ষর লিখার কিছু সমস্যা আছে। আমার শুধু টেক্সটএডিটর টাইপের প্রোগ্রাম হলেই চলবে। থ্যাঙ্কস... --μακσυδ • আলাপ ১১:৪৮, ২ নভেম্বর ২০০৭ (UTC)
ধন্যবাদ
সম্পাদনা--তারিফ এজাজ ০৪:৩৪, ৫ নভেম্বর ২০০৭ (UTC)
Navbox
সম্পাদনাআপনি আসলে কি করতে চাচ্ছেন তা ঠিক বুঝতে পারছি না আর আপনি কোন উদাহরণও দেননি। আমি বাংলা উইকিপিডিয়ার কমন্স.সিএসএস ফাইলে navbox এর কোড টুকু ইংরেজি থেকে কপি করে দিয়েছি। দয়াকরে বাংলা এবং ইংরেজি উইকিপিডিয়াতে টেম্পলেটের উদাহরনের লিঙ্ক দিন দেখি কি করা যায়।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:১৭, ৭ নভেম্বর ২০০৭ (UTC)
Kial mi povas helpi?
সম্পাদনাMi ne parolas tio lingvo sed mi volas helpi. Kio mi povas fari? I don't speak this language but I wanna help. What I can do? --Parolu Esperanto ২২:১৫, ১২ নভেম্বর ২০০৭ (UTC)
মেটাউইকি অনুবাদ
সম্পাদনাপৃষ্ঠাটি অনুবাদের অনুরোধ করা হয়েছে। দয়া করে পৃষ্ঠাটি অনুবাদে সাহায্য করুন। অন্যদের সাহায্য করতে বলুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:১৬, ২৭ নভেম্বর ২০০৭ (UTC)
site notic
সম্পাদনাকোনটা বন্ধ করতে চাইছেন? তহবিল সংগ্রহের নোটিশটি নাকি how to read সেটা। তহবিলের টা বার্তাটি আড়াল করো ক্লিকেই বন্ধ হবে। আর এ নোটিশটি সরলেই ঐটা বন্ধ করার অপশন পাবেন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:২১, ২৭ নভেম্বর ২০০৭ (UTC)
Thanks for fixing up the article. Btw, how can I enter অ + য-ফলা + আ-কার using the phonetic keyboard? Because I think the Bengali phonetic transliteration of Alizée would be (অ + য-ফলা + আ-কার)লীযে and not আলিযে The correct spelling is আলিযে, the moves I made need should not have been made. Could you please nominate আলিযে for speedy deletion (I feel kinda lost, templates et al do not match with the enwiki ones!) so that the article can be moved back? --Soumyasch ১৭:১১, ২৪ ডিসেম্বর ২০০৭ (UTC)
ভাল নিবন্ধের মনোনয়ন
সম্পাদনাঅনেক তো খুচরা লেখালেখি হয়েছে এই উইকিতে। এখন ভাল নিবন্ধ করার মাধ্যমে নতুন যুগের সূচনা করা দরকার। আপনি অনেকগুলো নিবন্ধের মনোনয়ন দিয়েছেন যা এক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। এখনই শুধু ১২টি নয় ৩০-৪০টি ভাল নিবন্ধ করা যায়। পর্যালোচনা চালিয়ে যান। -- মুহাম্মদ ১৯:৫১, ১০ জানুয়ারি ২০০৮ (UTC)
- উইকিপিডিয়ায় নতুন যুগ বলে কোন কথা নেই। আর খুচরা লেখা থেকেই ভাল লেখা তৈরী হবে। বর্তমানে আমার হাতে তেমন কোন সময় নেই। তাই আমাকে আপাতত খুচরা কাজ করেই চলতে হবে। --μακσυδ • আলাপ ১৭:৪৭, ১১ জানুয়ারি ২০০৮ (UTC)
পর্যালোচনা সম্পর্কে
সম্পাদনাপ্রিয় মাকসুদ, তথ্যের জন্য ধন্যবাদ। সামহোয়্যারইনে এক ব্লগে আমি লিখেছিলাম আইন কানুন পড়ার প্রতি আমার আগ্রহ নেই, তাই পড়িও না। আইন ভাঙ্গি এবং তার থেকেই আইন শিখি। তো, আমাকে নিয়মটা জানাবার জন্য ধন্যবাদ। পর্যালোচনা একজন করলেই হল। মুনতাসির ১৯:১২, ১১ জানুয়ারি ২০০৮ (UTC)
- পর্যালোচনা একজন করলেই হল এটা ঠিক, কিন্তু আপনি তা ভাল নিবন্ধ হিসেবে উত্তীর্ণ করতে পারবেন না, আসলে ব্যপারটা নিজের পরীক্ষার খাতায় নিজেই নম্বর দেওয়ার মত, তবে আপনার নিবন্ধ আপনি নিজে পুনরায় দেখে সুদ্ধ করে নিতে পারেন, তাতে সমস্যা নাই, এটাওতো পর্যালোচনা নাকি. :)--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:০২, ১২ জানুয়ারি ২০০৮ (UTC)
জবাব
সম্পাদনাআপনি আগে করছেন বলে যে আপনারটা সঠিক হয়ে যাবে তা তো না। আমি জানি যে ফুটবলার নামে category আছে। কিন্তু আমি ওই ক্যাটাগরিতে নিবন্ধ যোগ করি নাই কেননা আমার মনে হয়েছে ফুটবলার না হয়ে বাংলায় ফুটবল খেলোয়াড় হওয়া উচিত। এখন যদি ফুটবলার category সঠিক হয় তাহলে দেশের নামগুলোও তো স্কটল্যান্ডীয় কিংবা নেদারল্যান্ডীয় না হয়ে স্কটিশ, ডাচ হতো। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। --রায়হান আবীর ০৮:৪৯, ১২ জানুয়ারি ২০০৮ (UTC)
ফিফা বিশ্বকাপকে ভাল নিবন্ধ হিসেবে আপনার মনোনয়ন বা প্রস্তাব
সম্পাদনাফিফা বিশ্বকাপ যা আপনি ভাল নিবন্ধ হিসেবে প্রস্তাব বা মনোনয়ন দিয়েছেন তা অনুত্তির্ণ হয়েছ , see আলাপ:ফিফা বিশ্বকাপ যে কারণে প্রস্তাব অনুত্তির্ণ হয়েছে। সে কারণ গুলোর যথাযথভাবে ঠিক করা হয়ে গেলে বা যখন ঠিক হবে তখন নিবন্ধটির জন্য পুনরায় প্রস্তাব রাখুন। আপনি যদি এ সিদ্ধানের বিপক্ষে থাকেন তাহলে, পর্যালোচনায় জিজ্ঞাসা করুন। বেলায়েত (আলাপ | অবদান) ০৫:০৫, ৩১ জানুয়ারি ২০০৮ (UTC)
ইবন সিনাকে ভাল নিবন্ধ হিসেবে আপনার মনোনয়ন বা প্রস্তাব
সম্পাদনাইবন সিনা যা আপনি ভাল নিবন্ধ হিসেবে প্রস্তাব বা মনোনয়ন দিয়েছেন তা অনুত্তির্ণ হয়েছ , আলাপ:ইবন সিনা দেখুন যে কারণে প্রস্তাব অনুত্তির্ণ হয়েছে। সে কারণ গুলোর যথাযথভাবে ঠিক করা হয়ে গেলে বা যখন ঠিক হবে তখন নিবন্ধটির জন্য পুনরায় প্রস্তাব রাখুন। আপনি যদি এ সিদ্ধানের বিপক্ষে থাকেন তাহলে, পর্যালোচনায় জিজ্ঞাসা করুন। বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৫২, ৩ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভাল নিবন্ধ হিসেবে আপনার মনোনয়ন বা প্রস্তাব
সম্পাদনাঢাকা বিশ্ববিদ্যালয় যা আপনি ভাল নিবন্ধ হিসেবে প্রস্তাব বা মনোনয়ন দিয়েছেন তা অনুত্তির্ণ হয়েছ , আলাপ:ঢাকা বিশ্ববিদ্যালয় দেখুন যে কারণে প্রস্তাব অনুত্তির্ণ হয়েছে। সে কারণ গুলোর যথাযথভাবে ঠিক করা হয়ে গেলে বা যখন ঠিক হবে তখন নিবন্ধটির জন্য পুনরায় প্রস্তাব রাখুন। আপনি যদি এ সিদ্ধানের বিপক্ষে থাকেন তাহলে, পর্যালোচনায় জিজ্ঞাসা করুন। --μακσυδ • আলাপ ১৬:০০, ৩ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
নিবন্ধ পর্যালোচনা
সম্পাদনামাকসুদ, নিবন্ধ পর্যালোচনা হয়ে গেলে প্রস্তাবিত পাতা থেকে নিবন্ধ সরিয়ে ফেলার আগে উপরে দেওয়া নিয়ম মেনে চলুন। পাতার উপরের ইন্সট্রাকশন গুলো একটু পরে নিন। সংক্ষেপে বলে দিচ্ছি, পর্যালোচনা হয়ে গেলে যদি ফেইল করে তাহলে নিবন্ধের আলাপের পাতায় একটি টেম্পলেট যুক্ত করতে হবে এবং টেম্পলেটের নিচে তালিকা করে কি কি কারণ নিবন্ধটি ফেইল হল তা লিখে দিতে হবে। আর ফেইল হয়েছে এটি একটি টেম্পলেটের মাধ্যমে নিবন্ধ প্রস্তাবক কে জানাতে হবে। ঠিক যেমনটি আমি আপনার প্রস্তাবিত নিবন্ধগুলোর ক্ষেত্রে করেছি। দয়া করে ঐ পদ্ধতি অনুসরন করুন। সমস্যা হলে আমাকে জানান আমি সাহায্য করবো।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:০৫, ৩ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
আরও একটি ব্যপার নিজের লেখা নিবন্ধ নিজে প্রস্তাব করতে পারবেন কিন্তু নিজের প্রস্তাব করা নিবন্ধ নিজে পর্যালোচনা করে উত্তীর্ণ বা অনুত্তীর্ণ সিদ্ধান্ত দিতে পারবেন না।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:০৮, ৩ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
৬০০০ সম্পাদনা
সম্পাদনাঅভিনন্দন! চালিয়ে যান।--বেলায়েত (আলাপ | অবদান) ১৮:০৯, ১২ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
- ধন্যবাদ। আগে খুব এডিট চলত। ইদানিং একেবারে কমে গেছে আমার। যাক তাও তো ৬০০০ পূর্ণ হলো। হা হা হা। --μακσυδ - ম্যাক্স • আলাপ ১৮:১২, ১২ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
চমৎকার!! --রাগিব (আলাপ | অবদান) ২২:২০, ১২ ফেব্রুয়ারি ২০০৮ (UTC)
চলে আসলাম!
সম্পাদনাহাই মাকসুদ ! তোমার দেখাদেখি আমিও চলে আসলাম। --কায়সার মোঃ নাহিদুজ্জামান ১০:০৭, ৮ জুলাই ২০০৮ (UTC)
welcome back
সম্পাদনানিবন্ধগুলিতে পারলে বিষয়শ্রেণী ও আন্তঃউইকি সংযোগও যোগ করে দিন। --অর্ণব (আলাপ | অবদান) ০৭:৫৩, ২৬ জুলাই ২০০৮ (UTC)
আর্সেনাল ফুটবল ক্লাব পর্যালোচনা
সম্পাদনাউইকিপিডিয়া:প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ পাতায় এ নিবন্ধের প্রস্তাবনায় আপনি এ টি নির্বাচিত নিবন্ধ করার ক্ষেত্রে বিরোধিতা করেছেন। এর পর নিবন্ধে পরিবর্তন করা হয়েছে। আপনাকে নিবন্ধটি পুনপর্যালোচনার অনুরোধ করছি। এবং নিবন্ধটিকে নির্বাচিত নিবন্ধ করার ক্ষেত্রে মতামত কামনা করছি। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৩৯, ১৯ আগস্ট ২০০৮ (UTC)