স্বাগতম! সম্পাদনা

 
আপনাকে স্বাগত জানাতে কিছু বিস্কুট!  

Mahedy Hasan217, উইকিপিডিয়াতে আপনাকে স্বাগতম! আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ। আমি বেশ কিছুদিন যাবত উইকিপিডিয়ায় সম্পাদনা করেছি, সুতরাং যদি আপনার কোন প্রশ্ন থাকে তবে বিনা দ্বিধায় আমার আলাপ পাতায় তা রাখতে পারেন। আপনি উইকিপিডিয়া:প্রশ্ন পাতাটিতেও ঘুরে আসতে পারেন অথবা এই পাতার নিচে {{সাহায্য করুন}} লিখুন। নিম্নে কিছু পাতার তালিকা রয়েছে যা আপনাকে উইকিপিডিয়া সম্পাদনার ক্ষেত্রে সাহায্য করতে পারে:

যখন আপনি আলাপ পাতায় বার্তা রাখবেন তখন চারটি টিন্ডা চিহ্ন (~~~~) ব্যবহার করে আপনার নাম স্বাক্ষর করতে ভুলবেন না; যা স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যবহারকারী নাম এবং তারিখ সংযুক্ত করবে। আশা করি আপনি এখানে একজন উইকিপিডিয়ান হিসাবে সম্পাদনা করতে উপভোগ করবেন! Deloar Akram (আলাপঅবদানলগ) ১৬:৪৫, ২৩ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন সম্পাদনা

 

প্রিয় Mahedy Hasan217,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ দুই মাসব্যাপী বাংলা উইকিপিডিয়ায় নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

আয়োজক দলের পক্ষে, AishikBot (আলাপ) ০৫:৫৪, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন