বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

সেপ্টেম্বর ২০২৩ সম্পাদনা

  উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। সম্ভবত এটা আপনার ইচ্ছাকৃত ছিল না, কিন্তু আপনার সাম্প্রতিক সম্পাদনা মিয়া মালকোভা থেকে তথ্য মুছে ফেলেছে। লেখা মোছার সময়, অনুগ্রহ করে সম্পাদনা সারাংশ অংশে কারণ উল্লেখ করুন এবং বিতর্ক উদ্রেক করতে পারে এমন সম্পাদনা সম্পর্কে নিবন্ধের আলাপ পাতায় আলোচনা করুন। এটা যদি কোনো ভুল হয়ে থাকে, দুশ্চিন্তিত হবেন না; লেখা উদ্ধার করা হয়েছে, যেমনটা আপনি দেখতে পাবেন পাতার ইতিহাসে। এই বিশ্বকোষে কীভাবে অবদান রাখতে পারেন, এ বিষয়ে স্বাগত পাতাটি দেখুন, এবং আপনি যদি কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চান, অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। ধন্যবাদ। –TANBIRUZZAMAN (💬) ১১:৩৬, ২৮ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Tanbiruzzaman sexual or pornographic content Mahdi Ibn Rafiq (আলাপ) ১১:৩৭, ২৮ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Mahdi Ibn Rafiq, উইকিপিডিয়ায় এমন বিষয়বস্তু থাকতে পারে যা কোনো পাঠক আপত্তিকর বা ক্ষতিকর মনে করতে পারেন। এরকম ক্ষেত্রে উইকিপিডিয়া বিষয়বস্তু দাবিত্যাগ দেখুন। –TANBIRUZZAMAN (💬) ১১:৫০, ২৮ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় Mahdi Ibn Rafiq, শুভেচ্ছা নিবেন। বাংলা উইকিপিডিয়ায় কাজ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি অবদানের পাতায় দেখতে পাচ্ছি যে আপনি নিবন্ধে লেখার পর সংরক্ষণের পূর্বে সম্পাদনা সারাংশ ইংরেজিতে দিচ্ছেন। লক্ষ্য করুন, এটি বাংলা উইকিপিডিয়া তাই এখানে দুই একটি ব্যতিক্রম ব্যতীত সকল ক্ষেত্রে লেখকগণ সম্পাদনা সারাংশ বাংলাতে দিবেন এটাই আশা করা হয়। সম্পাদনা সারাংশ বাংলায় দিতে সহজ করতে আপনি আপনার পছন্দে কিছু গ্যাজেটও সক্রিয় করতে পারেন। তাছাড়া একটি গ্যাজেট ডিফল্টরূপে সক্রিয় করা আছে যা সারাংশ বাক্সের নীচে নীল রঙে লেখা দেখায়, আপনি সেটিও ব্যবহার করতে পারেন। যেভাবেই হোক দু-একটি ব্যতিক্রম ব্যতীত সকল ক্ষেত্রে সারাংশ সবসময় বাংলাতে দিতে আপনাকে অনুরোধ করছি। ধন্যবাদ –TANBIRUZZAMAN (💬) ১৭:১৯, ৩০ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

খাদিজা বিনতে খুওয়াইলিদ সম্পাদনা

অনুগ্রহ করে খাদিজা বিনতে খুওয়াইলিদ নিবন্ধ থেকে বড় একটা অংশ মুছে ফেলবেন না। নিবন্ধে ভুল আছে বলাটাই যথেষ্ট না। অনুগ্রহ করে কী কী ভুল আছে তা বলুন। আপনি চাইলে এখানে নিচে বলতে পারেন। আফতাবুজ্জামান (আলাপ) ২০:১৮, ২৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান পূর্ব সম্পাদনায় অনেক ভুল তথ্য দেওয়া আছে যেগুলোর তথ্যসূত্র দেওয়া নেই এবং গুগল ট্রান্সলেশন ব্যবহার করে ইংরেজি থেকে সরাসরি অনুবাদ করা হয়েছে ফলে অনেক জায়গায় ভুল বানান রয়ে গেছে। নতুন সম্পাদনায় বানান সংযোজন সহ এসব তথ্যগুলো সংযুক্ত করা হচ্ছে রেফারেন্স সহ। আশা করি বারবার নতুন সম্পাদনা মুছে ফেলবেন না। Mahdi Ibn Rafiq (আলাপ) ২০:২৫, ২৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আপনি কোন তথ্যসূত্র যোগ করছেন না, উল্টো তথ্যসূত্রসহ লেখা মুছে দিচ্ছেন। এরপর আপনি "পূর্ববর্তী বিবাহ সম্পর্কে ভিন্ন মতামত", "সুন্নিদের মতামত", "সুন্নিদের মতামত" সম্পূর্ণ মুছে দিচ্ছেন। আফতাবুজ্জামান (আলাপ) ২০:৩৪, ২৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আপনি আবারো কোন কারণ ছাড়াই "পূর্ববর্তী বিবাহ সম্পর্কে ভিন্ন মতামত", "সুন্নিদের মতামত", "শিয়াদের মতামত" সম্পূর্ণ মুছে দিচ্ছেন। অনুগ্রহ করে মুছবেন না। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:২৮, ৩০ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান আসসালামু আলাইকুম ভাইজান। সুন্নী ও শিয়াদের মতামতগুলো কিছু কিছু এমনিতেই বিস্তারিত আলোচনায় চলে এসেছে এজন্য আলাদা প্যারাগ্রাফ রিমোভ করা হয়েছে। আর শিয়াদের মতামতটা পূনরায় এড করা হবে ইনশাআল্লাহ। দয়া করে আমাকে সম্পাদনা সম্পূর্ণ করা সময় দিন। ধন্যবাদ Mahdi Ibn Rafiq (আলাপ) ১৭:১৪, ৩০ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছা। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১৭, ৩০ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়া আন্দোলন সনদ সংক্রান্ত আলোচনায় যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ (১) সম্পাদনা

প্রিয় Mahdi Ibn Rafiq, আশা করি ভালো আছেন। আপনি হয়তো ইতোমধ্যেই জানেন যে, আন্দোলন সনদ খসড়া প্রণয়ন কমিটি (MCDC) বর্তমানে আন্দোলন সনদের খসড়া অধ্যায় সম্পর্কে বিভিন্ন উইকিমিডিয়া সম্প্রদায়ের মতামত সংগ্রহ করছে। তারই অংশ হিসেবে আমরা নিশ্চিত করতে চাই যে বাংলা উইকিমিডিয়ানদের সম্প্রদায়ও এই প্রক্রিয়ার সাথে সম্পূর্ণভাবে জড়িত হয়ে সুচিন্তিত প্রতিক্রিয়া প্রদান করতে পারে। এই লক্ষ্যে আগামী ২১ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৮:০০ টায় (ভারতীয় সময় ৭:৩০) একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উইকিমিডিয়া আন্দোলন সনদ তথা মুভমেন্ট চার্টারের সাথে নিজেকে পরিচিত করতে এবং প্রতিক্রিয়া, মন্তব্য ও অভিমত প্রদানের মাধ্যমে সনদ কমিটিকে সহযোগিতার জন্য আমরা আপনাকে আলোচনায় যুক্ত হতে অনুরোধ করছি। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদেরকে কথোপকথনটি প্রস্তুতে সহযোগিতা করুন।

বি.দ্র.

  • আলোচনায় অংশগ্রহণকারীদের জন্য ইন্টারনেট ও অন্যান্য সহায়তা প্রদান করা হবে।
  • কথোপকথনের পুর্বপ্রস্তুতি হিসেবে আপনি চাইলে খসড়া সনদটি এখান থেকে পড়ে নিতে পারেন।
  • আন্দোলন সনদ প্রতিনিধি কর্মসূচি সম্পর্ক জানতে মেটা-পাতা দেখুন

শুভেচ্ছান্তে,
উইকিমিডিয়া আন্দোলন সনদ প্রতিনিধি কর্মসূচি সমন্বয়ক দল
১৬:৪১, ২০ অক্টোবর ২০২৩ (ইউটিসি)

"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩" এডিটাথনে অংশ নিন! সম্পাদনা

 

বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৩ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।

কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩
০৩:৩৬, ২ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় Mahdi Ibn Rafiq,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন