বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

বিষয়শ্রেণী পাতা সম্পাদনা

বিষয়শ্রেণী পাতা উইকিপিডিয়ায় ইনডেক্স হিসেবে কাজ করে। যা কোনো পাতা সহজে খুঁজে পেতে সাহায্য করে। আপনি চাইলে পর্যাপ্ত তথ্যসূত্র সহ একটি নতুন পাতা তৈরী করতে পারেন (যদি শিরোনামটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করে)। -ইয়াহিয়াবলুন... ০৮:১৮, ২৪ জানুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ছবি ও উপশিরোনাম যোগ সম্পাদনা

 
এই সাহায্যের আবেদনটির উত্তর প্রদান করা হয়েছে। আপনার যদি আরও সাহায্যের প্রয়োজন হয়, তবে আপনি আপনার আলাপ পাতায় আরেকটি প্রশ্ন করতে পারেন, অথবা আপনি সাহায্যকারী ব্যবহারকারীর আলাপ পাতায় সরাসরি প্রশ্ন করতে পারেন।

কিভাবে আমি ছবি এবং কোনো শিরোনামের উপশিরোনাম যোগ করতে করব? Kya Ching Hla Marma (আলাপ) ০৮:৫৮, ২৮ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Kya Ching Hla Marma: আপনি যদি এখান থেকে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন। তবে ডান পাশে +অনুবাদ যোগ করুন এখানে ক্লিক করলেই ছবি, লেখা সব অনুবাদ হয়ে যাবে। তবে সেটা যান্ত্রিক অনুবাদ সেটাকে আবার আপনাকে ঠিক ঠাক করে নিতে হবে আপনার মত করে। যাতে সেটা পড়তে সুন্দর প্রাঞ্জল মনে হয়।

কিন্তু আপনি যদি মুক্ত নয় এমন ছবি আপলোড করতে চান তবে এখানে গিয়ে আপলোড দিতে হবে।

নিজের মোবাইলে/ক্যামেরায় তোলা ছবি মানে মুক্ত ছবি আপলোড করতে এখানে যেতে হবে।

উপশিরোনাম যোগ করতে আপনি যে পাতায় সম্পাদনা করছেন সেই পাতার উপরের দিকে দেখুন লেখা আছে অনুচ্ছেদ ঐখানে ক্লিক করলে পাবেন - শিরোনাম, উপশিরোনাম ইত্যাদি।

যাকে শিরোনাম বানাবেন সেটা সিলেক্ট করে ঐ উপশিরোনামে ক্লিক করবেন দেখবেন ==শিরোনাম== এই সময় দুই পাশে দুইটা সমান চিহ্ন চলে আসবে আর উপশিরোনামে ক্লিক করলে দুইপাশে তিনটা করে সমান চিহ্ন চলে আসবে। এগুলোই শিরোনাম ও উপশিরোনাম আকাশে প্রকাশিত হবে। আশা করি উত্তর পেয়েছেন। আরো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় প্রশ্ন রাখতে পারেন।  কুউ  পুলক 

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ সম্পাদনা

সুপ্রিয় Kya Ching Hla Marma,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

যতিল ত্রিপুরা নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য যতিল ত্রিপুরা নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি৭ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে। কারণ এই নিবন্ধের বিষয় একজন ব্যক্তি, প্রতিষ্ঠান (ব্যান্ড, ক্লাব, কোম্পানি, ইত্যাদি) অথবা ওয়েব সাইট সম্পর্কিত। কিন্তু নিবন্ধের কোথাও উল্লেখ করা হয়নি নির্দিষ্ট কি কারণে এই নিবন্ধটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য, যে কারণে এটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দ্রুত অপসারণের বিচারধারা অনুযায়ী এই নিবন্ধটি যে কোনো সময় অপসারণ করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা দেখুন

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। — Meghmollar2017আলাপ০৯:২২, ৪ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

যতিল ত্রিপুরা নামে শিরোনামের নিবন্ধের প্রসঙ্গে সম্পাদনা

শ্রদ্ধেয় অভিজ্ঞ সিনিয়ন উইকিপিডিয়ান। আমি নতুন একজন সদস‍্য। নতুন তথ‍্য উইকিপিডিয়ায় হালনাগাদ করার দায়িত্বে আছি। যতিল ত্রিপুরা নিবন্ধের জন‍্য আমি অত‍্যন্ত দুঃখ প্রকাশ করছি। আশা করি আপনি আমারকে আমার অভিজ্ঞতার কিথা বিবেচনা করে যতিল ত্রিপুরা নিবন্ধটিকে অপসারণ করবেন। ধন‍্যবাদ Kya Ching Hla Marma (আলাপ) ১৮:০৪, ৫ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন