ব্যবহারকারী আলাপ:Jawad aziz SADI
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা
সুপ্রিয় Iamsadi2002uuu! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১৩:২৪, ২৪ মে ২০১৬ (ইউটিসি) |
তথ্যসূত্র সম্পাদনা
ভাই, আপনি যদি দয়া করে বলতেন কিভাবে তথ্য সূত্র দিব, Iamsadi2002uuu (আলাপ) ০৬:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- তথ্যসূত্র দেয়ার জন্য '<' চিহ্নটি দিয়ে ref লিখে '>' চিহ্ন দিন এবং তথ্যসূত্রের ইউআরএল ও শিরোনাম দিয়ে '</' চিহ্নটি দিয়ে ref লিখে '>' চিহ্নটি দিন। এখনও না-বুঝলে 'বাংলাদেশ' নিবন্ধটি দেখুন; আশা করি এটি সহাযক হবে। - ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ২০:৩১, ২৬ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
সাহায্য করুন সম্পাদনা
আমি মিসির আলি সিরিজের প্রথম বই দেবী এর উপর নিবন্ধ তৈরি করতে চাই কিন্তু ইতিমধ্য এই নামে একটি নিবন্ধ রয়েছে এখন আমি কি করতে পারি?
- আপনি বইয়ের নামটির নিবন্ধের শিরোনম এটি দিন: দেবী (বই)। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:২৬, ৬ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)
আসবাবপত্র সম্পাদনা
সুধী নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। আপনার তৈরি উপরের নিবন্ধটি আপাতত জমা নেওয়া হয়নি কারণ এটির অনুবাদ সম্পূর্ণ হয়নি। দয়া করে অনুবাদ ইংরেজি নিবন্ধ থেকে সম্পূর্ণ করে পুনরায় জমা দিন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:২৪, ৬ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)
নাম পরিবর্তন সম্পাদনা
কেউ যদি আমাকে বলেন কিভাবে আমি আমার user name বদলাতে পারব তবে কৃথার্ত হই।
- উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন-এই পাতাতে আবেদন করতে হবে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:১৬, ৭ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)
আবার সম্মেলন নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা
আবার সম্মেলন নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আবার সম্মেলন পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মেরাজ (আলাপ) ১৩:০১, ৬ নভেম্বর ২০১৭ (ইউটিসি)
বিষয়শ্রেনী সম্পাদনা
কোনো নতুন বিষয়শ্রেনী কিভাবে তৈরি করব বা কোনো উপবিষয়শ্রেনিকে কিভাবে বিষয়শ্রেনীর ভিতর রাখব ? Jawad Aziz SADI(আলাপ)
নতুন নিবন্ধ তৈরি প্রসঙ্গে সম্পাদনা
সুপ্রিয় Jawad aziz SADI, বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত। বাংলা বই নিয়ে আপনার অবদানের আগ্রহ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে বই সংক্রান্ত নতুন নিবন্ধ তৈরির আগে দয়া করে এই পাতাটিতে একবার চোখ বুলিয়ে নিন। উইকিপিডিয়ায় আপনার সম্পাদনা অব্যাহত থাকুক। শুভকামনা রইল। S Shamima Nasrin (আলাপ) ২১:৪৯, ১৮ মে ২০১৮ (ইউটিসি)
নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ স্বাগতম সম্পাদনা
সুপ্রিয় Jawad aziz SADI, উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও জাগো নিউজের সহযোগিতায় চলছে বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯। অংশ নিন, নিবন্ধ লিখুন ও পুরস্কার জিতুন। ১ জুলাই থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ধন্যবাদ। আয়োজক কমিটির পক্ষে, |
ক্যাম্প (বই) নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা
ক্যাম্প (বই) নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ক্যাম্প (বই) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। এস. এম. নাজমুস শাকিব (আলাপ) ০৬:৩৪, ২৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
মধ্যরাত্রিতে তিনজন দুর্ভাগা তরুণ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা
মধ্যরাত্রিতে তিনজন দুর্ভাগা তরুণ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মধ্যরাত্রিতে তিনজন দুর্ভাগা তরুণ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। এস. এম. নাজমুস শাকিব (আলাপ) ০৬:৪৮, ২৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
ফাজিল (বই) নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা
ফাজিল (বই) নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ফাজিল (বই) পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। এস. এম. নাজমুস শাকিব (আলাপ) ০৬:৫২, ২৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা
সুপ্রিয় অবদানকারী, |
বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান সম্পাদনা
সুপ্রিয় Jawad aziz SADI,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)