উইকিপিডিয়ায় গবেষণা সংক্রান্ত সম্পাদনা

স্বাগতম! @Jahnavi.Hureo; উইকিপিডিয়ার উন্নয়ন নিয়ে আপনার কয়েকটি কার্যক্রম দেখলাম। উইকিপিডিয়ার জন্য কাজ করছেন দেখে ভালো লেগেছে। তবে, আপনি যদি কোনো সংস্থার অংশ হয়ে থাকেন, সেটির সাথে সংযোগ দিয়ে আপনার ব্যক্তিগত পাতায় বা বৈশ্বিক পাতায় বিবরণ যুক্ত করুন। বিশেষতঃ যদি পেইড কোনো কাজ হয়ে থাকে আর উইকিমিডিয়া সম্প্রদায়ের অনুমোদন থাকে; তাহলে সেটি অবশ্যই উল্লেখ বা সংযোগ করুন। আমি উইকিমিডিয়ার বৈশ্বিক কোনো অবদানে আপনাকে যুক্ত দেখিনি। যদি আপনার ভিন্ন কোনো একাউন্ট থেকে থাকে, যার দ্বারা আপনাকে চিহ্নিত করা যায়; তাহলে সেটিও যুক্ত করুন। কারণ, নইলে অনেক বিষয় সম্প্রদায়ের কাছে অস্পষ্ট থেকে যাবে।

Translate: Welcome! Jahnavi.Hureo; I saw some of your activities on development of Wikipedia. I am happy to see you working for Wikipedia. However, if you are part of an organization, link to it or add details to your personal page or global page. Specially if your job is a paid job and has the approval of the Wikimedia community; Then you must mention or connect it to approval or community page. I haven't seen you contribute to any of Wikimedia's global projects. If you have a different account that can identify you; Then you can add this. (If you don't do any of the above,) a lot will remain unclear to the community. -- ~ খাত্তাব , , ... ১৪:০৬, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
হ্যালো,
ধন্যবাদ. আমি একটি কোম্পানির জন্য কাজ করছি যেটি উইকিপিডিয়ার সাথে কাজ করে এবং আমি একটি ব্যবহারকারী পৃষ্ঠা তৈরি করতে নতুন। সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ. আমি তথ্য সম্পাদনা করেছি কিন্তু আমার আরও যোগ করার প্রয়োজন হলে দয়া করে আমাকে জানান। -- Jahnavi.Hureo (আলাপ) ১৬:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন