স্বাগতম! সম্পাদনা

আদিভাইআলাপ২২:৫৭, ৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়াকে সাহায্য করুন সম্পাদনা

লক্ষ্য করলাম আপনি কলকাতার বাসিন্দা ও বাঙালি। আপনাকে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখতে আহ্বান করছি। আপনার আমার মাতৃভাষা তথা বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে সাহায্য করুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ২৩:২০, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান Ami to sahajyo korte chai, kintu eto bangla likhbo ki kore bujhte pari na. -- Itcouldbepossible (আলাপ) ০৫:৩১, ২১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
সাহায্য:বাংলা টাইপ করা দেখুন, এখানে বিভিন্ন পরামর্শ দেওয়া আছে। আপনি কম্পিউটার সম্পাদক হলে, অভ্র কিবোর্ড ডাউনলোড করে নিন, কম্পিউটারে বাংলা লেখার জন্য এর থেকে ভালো কীবোর্ড আর নেই সম্ভবত। আপনি মোবাইল সম্পাদক হলে, প্লেস্টোর থেকে গুগলের জিবোর্ড, কিংবা রিদ্মিক ডাউনলোড করে নিন। সবগুলিতে ফোনেটিক পদ্ধতিতে (অর্থাৎ Ami to লিখলে আমি তো চলে আসবে) লেখার ব্যবহার আছে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০৪, ২১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান Sob e to bujhlam dada, kintu avro keyboard e je keyboard layout ache, tate to khuje khuje click kore kore likhte hobe. Ami emon ekta jinish chaichi jeta diye ami english e type korle, bangla hoye jabe. -- Itcouldbepossible (আলাপ) ০৭:৪৪, ২৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান Jemon dorun ami jodi, "apnar nam ki " tahole erokom asche. আপ্নার নাম কি -- Itcouldbepossible (আলাপ) ০৭:৪৭, ২৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান Ekhane apnar banan to bhul ache. -- Itcouldbepossible (আলাপ) ০৭:৪৮, ২৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
অভ্রতে কয়েকটা লেআউট আছে। অভ্র ফোনেটিক বেছে নিন। আপনি যখন apnar টাইপ করেন, বাম দিকে দেখেন একটা ছোট উইন্ডোতে প্রাকদর্শন দেখাচ্ছে। সেখানে ভুল ও শুদ্ধ উভয় বানান দেখাচ্ছে। সেখান থেকে শুদ্ধ বানানে ক্লিক করুন। তাহলে অভ্র তা মনে রাখবে ও পরেরবার থেকে সঠিকটি দেখাবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১২, ২৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান Accha bujhlam, aro ekta jinish, english wikipedia te onek preference ar user script ache, se gulo ki ekhane o hoy? Kichu jinish jene nite chai, ekhane kaj suru korar age. -- Itcouldbepossible (আলাপ) ০৫:৪১, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
অভ্র তো ইনস্টল করেছেন, এখন এমনকি এই আলাপে বাংলা অক্ষরে লেখার অনুরোধ করছি :)
হ্যাঁ, কিছু স্ক্রিপ্ট আছে। উইকিপিডিয়া:ব্যবহারকারী স্ক্রিপ্ট/তালিকা দেখুন। বিশেষ:পছন্দসমূহ#mw-prefsection-gadgets দেখুন। বাংলা উইকিপিডিয়া ইংরেজি উইকিপিডিয়ার তুলনায় অতি ক্ষুদ্র একটি উইকি। ফলে সব কিছু হয়ত নাও পেতে পারেন।
আজ থেকেই বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা শুরু করুন। সম্পাদনা করতে যেয়ে কোন সাহায্য বা জিজ্ঞাসা আসলে, এখানে এক এক করে লিখে জানাবেন। আমি রাতে এসে সেগুলির উত্তর দিতে চেষ্টা করব। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:৪৩, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান ধ্যনবাদ। আচ্ছা চেস্টা করছি। -- Itcouldbepossible (আলাপ) ০৬:১২, ২৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান আমার প্রথম অবদান। -- Itcouldbepossible (আলাপ) ০৬:২৮, ২৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ref ট্যাগের পর দাড়ি না দিয়ে, আগে দিন। উদা: ... ছিল<ref>...</ref> এর পরিবর্তে ... ছিল<ref>...</ref> লিখুন।
এছাড়া বাকি সব ঠিক আছে। চালিয়ে যান। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২৪, ২৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান আসনখ ধ্যনবাদ। -- Itcouldbepossible (আলাপ) ১৬:২৬, ২৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
২৮ জানুয়ারির পর বাংলা উইকিপিডিয়ায় অবদান না রাখার জন্য ধন্যবাদ দাদা। আশা করি আমাদের অনীহায় বাংলা ভাষা এভাবেই পিছিয়ে পড়ে থাকবে। নিজের মাতৃভাষায় অবদান না রেখে ইংরেজিতেই নিয়মিত অবদান রাখুন। আপনাকে জ্বালাতন করায় আমাকে ক্ষমা করবেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৭, ২ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান বিরক্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনি যা বলেছেন সেটা আপনার তরফ থেকে কোনো কিছু ভুল নয়। আপনি ব্যাপার তা বুঝতে পারবেন না সেটা একেবারেই ভাবি নি আমি। যতো দিন গরাচ্ছে ইংরেজি উইকিপিডিয়ায় ততো আমার দায়িত্ব বেরে যাচ্ছে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আমার 'হোম উইকি' কিন্তু হল ইংরেজি উইকিপিডিয়া, বাংলা উইকিপিডিয়া নয়। তাই সেটাতেই তো আমার বেশি করে অবদান রাখা উচিত। যতদিন না একটু সম্মানজনক জায়গায় পৌঁছাতে পাচ্ছি, ততদিন আমার বেশিরভাগ সময়ই ওখানেই কাটাতে হবে। তার উপর আমি একজনের মেন্টরশিপে আছি। তাই তার ও একটা চাপ আছে। কিন্তু তার মানে এই নয় যে আমি বাংলা উইকিপিডিয়ার কথা ভুলে গেছি। আমার অবশই মনে ছিল। কিন্তু ব্যস্ততার জন্য অবদান রাখতে পারিনি। তার মানে এই নয় যে আমি চাই বাংলা ভাষা বা বাংলা উইকিপিডিয়া পিছিয়ে থাকুক। এই ভুল বোঝাবুঝির জন্য আমি সত্যিই দুঃখিত কিন্তু আমার কোনো উপায় নেই। সব সময় আমি এখানে এডিট করার মত সময় পাই না। কিন্তু তার মানে আবার এও নয় যে আমি একেবারে এডিট করবো না। সময় পেলেই করব। আমি ক্রস উইকি কন্ট্রিবুউসান এবং তার যে বিরাট দাম সেটা আমি জানি। বিশেষ করে এটা কাজে লাগে 'মেটা উইকিপিডিয়ায়'। আশা করছি জানেন, তাই আর শুধু শুধু উল্লেখ করে আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। সোজাসুজি দরকারে আসা যাক। কোনো কথা আপনার খারাপ লেগে থাকলে ক্ষমা করে দেবেন।
আমি স্টার জলসায় আসন্ন ধারাবাহিক সাহেবের চিঠি নিয়ে একটা নিবন্ধ তৈরি করেছে। সেটা আপনি এখানে দেখতে পাবেন। জানার দরকার এই যে, এখানে ইংরেজি উইকিপিডিয়ায় মত "Draft:" দিয়ে কিছু তইরি করা যায় কিনা। দ্বিতীয়তঃ ইংরেজি উইকিপিডিয়ায় মত কি এখানেও কোনো {{infobox television}}আছে কি না। শেষ প্রশ্ন ইংরেজি উইকিপিডিয়ায় টেম্পলেটগুলো কি এখানে কাজ করে? ইতি, Itcouldbepossible (আলাপ) ১৪:৫৬, ১৭ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
দাদা, আমি আশা ছেড়ে দিয়েছি। কারণ কেউ নিজ ইচ্ছায় কাজ না করলে তাকে ঠেলে কাজ করানো যায় না। আপনাকে আর জ্বালাবো না। বাঙালি তার মাতৃভাষাকে সমৃদ্ধ করতে চাইলে তার মাতৃভাষা সমৃদ্ধ হবে, অন্যথায় এভাবে পিছিয়ে থাকবে। কেন নিজের মাতৃভাষার উইকিকে 'হোম উইকি' বানাতে পারছেন না আমি জানি না। ওখানে দায়িত্ব বেড়ে গেলে ওখানের দায়িত্ব ছেড়ে দিন, ওখানে কাজ করার বহু মানুষ আছে। বাংলা উইকিকে 'হোম উইকি' বানিয়ে নিন, নিজের মাতৃভাষাকে প্রধান্য দিন। বাংলা ভাষা এগিয়ে যাক এটা চাইলেই হবে না, কাজ করে দেখাতে হবে। কেননা কোন যাদুবলে বাংলা এগিয়ে যাবে না। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৪৪, ১৭ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন