ব্যবহারকারী:Itcouldbepossible/সাহেবের চিঠি

সাহেবের চিঠি একটি আসন্ন ধারাবাহিক যেটা বাংলা বিনোদন চ্যানেল স্টার জলসায় আস্তে ছলেছে। ধারাবাহিকটি আগামি ২৭ জুন ২০২২ সাল থেকে শুরু হওয়ার কথা আছে।[১] ধারাবাহিকটির প্রযোজনা করেছে অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট[২] এর প্রধান চরিত্রে আছেন প্রতীক সেন এবং দেবচন্দ্রিমা সিংহ রায়[৩]। এ ছারাও আছেন ঐন্দ্রিলা বোস[৪]

পটভূমি সম্পাদনা

সাহেব একজন বিখ্যাত গায়ক এবং বাংলার একজন আইকন। অন্যদিকে চিঠি, একটি মিশুকে পোস্টমাস্টার। পৃথিবী চিঠিপত্রের ব্যবহার কমে গেলেও, সে এখনও চিঠি পৌঁছে দেয় লোকের বাড়ি বাড়ি। সাহেব একটি দুর্ঘটনার পর তার পা হারান এবং জনগণের চোখ এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। নিয়তি এই দুটি আত্মাকে মুখোমুখি আনে, এবং চিঠি তাকে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে আবার স্বাভাবিক জীবনযাপনে ফিরে জেতে সাহায্য করবে। আর এরই মাধ্যমে ধীরে ধীরে তারা একে অপর কে ভালবাসতে শুরু করে।

কাস্ট সম্পাদনা

মুখ্য ভূমিকায় সম্পাদনা

  • সাহেব মুখার্জির রূপে - প্রতীক সেন
  • চিঠির রূপে - দেবচন্দ্রিমা সিংহ রায়

অন্যান্য ভূমিকায় সম্পাদনা

  • ঐন্দ্রিলা বোস
  • অনন্যা সেনগুপ্ত
  • তনুকা চ্যাটার্জি
  • সাগ্নিক চ্যাটার্জি
  • দীপাঞ্জন ভট্টাচার্য জ্যাক
  • দেবলীনা কুমার

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বৌমা একঘরের জায়গায় আসছে প্রতীক-দেবচন্দ্রিমার 'সাহেবের চিঠি', সুস্মিতার কী হবে?"Hindustantimes Bangla। ২০২২-০৬-১৭। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৭ 
  2. "চিঠির হাত ধরে কি উঠে দাঁড়াতে পারবেন সাহেব? আসছে নতুন ধারাবাহিক 'সাহেবের চিঠি',"News18 Bengali। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৭ 
  3. "New Serial Saheber Chithi : প্রতীক-দেবচন্দ্রিমা জুটির নতুন ধারাবাহিক 'সাহেবের চিঠি'"ETV Bharat News। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৭ 
  4. "Actress Oindrila Bose bags a new project - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১৭