বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

খালি পাতা অপসারণ সম্পাদনা

আমি চট্টগ্রামে মগের মুল্লুকের পতন ও মোগল বিজয় অপসারণ করেছি কারণ নিবন্ধটিতে একটি বাক্যও ছিল না। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:১৬, ১৯ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আমি সম্পাদন করে সাবমিট না করার কারণে এটি দেখা যায় নাই, পেজ মুছার কারণে আবার নতুন করে কাজটি করে সাবমিট করবো। আপাতত সেন্ড বাক্স বা খেলাঘর ব্যবহার করছি। IntelliWorks (আলাপ) ১২:০৫, ২০ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

চট্টগ্রামে মগের মুল্লুকের পতন ও মোগল বিজয় পাতাটি দ্রুত অপসারণ করা হয়েছে সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

চট্টগ্রামে মগের মুল্লুকের পতন ও মোগল বিজয় নিবন্ধটি দ্রুত অপসারণ করা হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি১১ ধারার অধীনে এটি করা হয়েছে, কারণ নিবন্ধটি নিবন্ধ তৈরিকারী বা তার ব্যক্তিগতভাবে পরিচিত কারো দ্বারা উদ্ভাবিত/আবিষ্কৃত/ফলিত কিছু সম্পর্কে বলে মনে হয়েছে, এবং কীভাবে বা কেন বিষয়টি একটি বিশ্বকোষের জন্য গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ অর্থাৎ সেই বিষয়ে একটি নিবন্ধ কেন অন্তর্ভুক্ত করা উচিত তা নির্দেশ করেনি। দ্রুত অপসারণের বিচারধারা অনুযায়ী, এরূপ নিবন্ধ যেকোনো সময় অপসারিত হতে পারে।

অনুগ্রহ করে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটি পুনরায় তৈরি করবেন না, তবে উইকিপিডিয়ার নীতি এবং নির্দেশিকা অনুসারে তথ্য যোগ করতে দ্বিধা করবেন না। যদি আপনি মনে করেন যে, এই পাতাটি অপসারণ করা উচিত হয়নি, অথবা আপনি যদি ভবিষ্যত সূত্র বা উন্নতির স্বার্থে মুছে ফেলা পাতাটি পুনরুদ্ধার করতে চান, তাহলে আপনি অপসারণকারী প্রশাসকের সাথে যোগাযোগ করতে পারেন। Aishik Rehman (আলাপ) ১৮:৩৩, ২০ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

Can you tell me why my page is deleted, is there any thing wrong with it? IntelliWorks (আলাপ) ১৮:৪১, ২০ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@IntelliWorks আপনি নিজেই সারাংশে বলেছেন এটি আপনার ব্যক্তিগত গবেষণা। উপরের বার্তাটি আবার দেখুন। নি১১ ধারা অনুযায়ী এরূপ নিবন্ধ দ্রুত অপসারিত হতে পারে যেকোনো মুহূর্তে।-- Aishik Rehman (আলাপ) ১৮:৪৯, ২০ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
ব্যক্তিগত বলা হয়েছে এই কারণে যে, কেহ যাতে কপিরাইট সংক্রান্ত কোনো অভিযোগ আনতে না পারে। যেহেতু এটি ইতিহাসের বিষয়, প্রয়োজনীয় রেফারেন্স দেয়া হয়েছে। এখানে কোনো মনগড়া কিছু নাই। IntelliWorks (আলাপ) ১৮:৫৬, ২০ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@IntelliWorks তাহলে একটা বিষয় পরিষ্কার করুন- এটি কি আপনার ব্যক্তিগত গবেষণা?
  • হ্যাঁ?-- সত্যিই ব্যক্তিগত গবেষণা হলে আমার কিছু করার নেই।
  • না?-- কেবল কপিরাইটের অভিযোগ এড়াতে বলে থাকলে আমি নিবন্ধটি পুনরুদ্ধারের কথা বিবেচনা করতে পারি। এতেও কিছু বলে রাখি যে এভাবে সারাংশ দিয়ে কপিরাইট থেকে বাঁচা যায় না। কেউ কোথাও থেকে টুকলিফাই করলে সেটা এমনিতেও ধরা পড়বে।
-- Aishik Rehman (আলাপ) ১৯:০২, ২০ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
এখানে নিচের দুইটি ছবি আমার নিজের তোলা, চট্টগ্রামের এই ইতিহাস তো প্রতিষ্ঠিত সত্য। আমি এখানে রেফারেন্সের মাধ্যমে কিছু জিনিস আরো প্রতিষ্ঠিত করেছি এবং আশা করছি, অন্যদের মাধ্যমে এটি আরো সমৃদ্ধ হবে। চট্টগ্রামের অনেক কিছু আছে যা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। IntelliWorks (আলাপ) ১৯:১২, ২০ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় IntelliWorks,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন