ব্যবহারকারী আলাপ:Imtiaz ahmed rifat/সংগ্রহশালা ১

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৩ বছর পূর্বে "নিবন্ধ তৈরির অনুরোধের তালিকা" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

ছোট নিবন্ধ তৈরি প্রসঙ্গে সম্পাদনা

প্রিয় সুধী, আপনি বিগত কয়েকদিনে একাধিক ছোট নিবন্ধ তৈরি করেছেন, যা পড়ে বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যাচ্ছে না। দয়া করে একটি নিবন্ধ মানসম্মত অবস্থায় আনার পরই অন্য আরেকটি লিখুন। নিবন্ধগুলোতে তিন বা ততোধিক অনুচ্ছেদ লিখুন, যাতে নিবন্ধ সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়। নতুবা তা শীঘ্রই মুছে ফেলা হবে এবং {{ছোট নিবন্ধ}}{{কাজ চলছে}} এই দুইটি ট্যাগ সাময়িক সময়ের জন্য ঝুলিয়ে দিতে পারেন। আর এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য এই পাতাটি পড়তে পারেন। আরোও কিছু জানার থাকলে আমাকে আলাপ পাতায় জানাতে পারেন। ধন্যবাদ, আপনার উইকিযাত্রা শুভ হোক। - মেরাজ (আলাপ) ১৩:৫১, ১৬ আগস্ট ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

জি ভাই, করার চেষ্টা করছি। ইমতিয়াজ (আলাপ) ৮:২৮, ১৭ আগস্ট ২০১৭ (ইউটিসি)

আমাকে সাহায্যে করুন সম্পাদনা

ইমতিয়াজ ভাই, আমি উইকিপিডিয়ায় অনেক পুরাতন কিন্তু শুধু পাঠ করতেই জানি কোন কিছু নিবন্ধন করতে পারি না, আমি অনার্স এ অধ্যায়নরত আমার বাড়ি মৌলভীবাজার জেলা, উইকিপিডিয়ায় আপনি বিজ্ঞ তাই আপনার কাছ থেকে কিছু জানার ছিলো। যদি আপনার ব্যাক্তিগত ফোন নাম্বারটা দিতেন তাহলে ভাল হতো, অথবা আপনি চাইলে আমার ফোন নাম্বার দিতে পারি যোগাযোগের জন্য। উইকিপিডিয়ায় বাংলা লিখা লিখি নিয়ে আমার অনেক আগ্রহ যদি সাহায্য করতেন আমাকে তাহলে অনেক খুশি হতাম TaxuxTo (আলাপ) ১১:৩৭, ৮ আগস্ট ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

@TaxuxTo:
দুঃখিত ভাই নাম্বার দিতে পারলাম না।আমি ততোটাও অভিজ্ঞ নই,একজন অনিয়মিত সম্পাদকমাত্র।তবে আপনি বাংলা উইকিপিডিয়ার ফেসবুক গ্রুপে যেকোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন।গ্রুপের লিংক এখানে অথবা বাংলা উইকিপিডিয়ার ফেসবুক পেজ এ যোগাযোগ করুন এখানে।আপনার উইকিযাত্রা শুভ হোক,ধন্যবাদ। Imtiaz ১৩:৪২, ৮ আগস্ট ২০১৮ (ইউটিসি)


আমি উইকিপিডিয়ায় নতুন তাই আমার ভুলগুলো মার্জনার দৃষ্টিতে দেখে আমার ভুলগুলো  ধরিয়ে কিভাবে সংশোধন করা যায় তা বলে দিলে অনেক উপকৃত হবো।
@TaxuxTo: আপনি যান্ত্রিক অনুবাদ করছেন।যান্ত্রিক অনুবাদের পর সেটা কিভাবে লিখলে বোধগম্য হবে তা আপনার বুদ্ধিমত্তা দিয়েই করতে পারবেন।আর আপনার আলাপ পাতায় সর্বপ্রথম যে বার্তা টা দেওয়া আছে সেটায় অনেক কিছুর বিস্তারিত বিবরণ আছে।আর আলাপ পাতায় বার্তা দেওয়ার পর চারটা টিল্ডা (~~ ~~) ব্যবহার করুন,তাহলে কে বার্তা দিলো বোঝা যাবে।ইমতিয়াজ (আলাপ) ০৮:৪৭, ১৪ আগস্ট ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

স্বয়ংক্রিয় পরীক্ষণ সম্পাদনা

 

হ্যালো Imtiaz ahmed rifat, আপনার অ্যাকাউন্টের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণের সুবিধা যোগ করা হয়েছে, কারণ আপনি বিভিন্ন সময়ে মানসম্পন্ন ও গ্রহণযোগ্য সব নিবন্ধ সৃষ্টি করে চলেছেন। এই অধিকার আপনার সম্পাদনায় কোনো প্রভাব ফেলবে না। এটি শুধুমাত্র নতুন পাতা ও সম্পাদনা টহল বা পরীক্ষণের চাপ কমাবে। এই সুবিধাটি সম্পর্কে আরও জানতে উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি দেখতে পারেন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমার আলাপ পাতায় রাখতে পারেন। আপনার সম্পাদনা আনন্দময় হোক! আফতাব (আলাপ) ১৫:৫৪, ২৬ জুলাই ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: ধন্যবাদ।

ইমতিয়াজ (আলাপ)১৬:৪৭, ২৬ জুলাই ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আসসালামু আলাইকুম সম্পাদনা

ভাইয়া আমার প্রতি আপনি রাগ করছেন কি? MMTRIF (আলাপ) ১৭:০০, ৭ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@MMTRIF: ওয়াআলাইকুম আসসালাম।রাগ করবো কেনো?

আপনি নিশ্চয়ই জানেন উইকিপিডিয়া একটি বিশ্বকোষ।তবে আপনার সাম্প্রতিক সম্পাদনাসমূহ বিশ্বকোষীয় নয়।আপনার জানা উচিত উইকিপিডিয়া কী নয়।আশা করি বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে অবদান রাখবেন,ধন্যবাদ। ইমতিয়াজ (আলাপ) ১৮:৫৫, ৭ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

জাতীয় সংসদ নির্বাচন পদক সম্পাদনা

  জাতীয় সংসদ নির্বাচন পদক
সুপ্রিয় Imtiaz ahmed rifat,

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলা উইকিপিডিয়াতে আয়োজিত এডিটাথনে নির্বাচন সংক্রান্ত নিবন্ধ সৃষ্টি অথবা মানোন্নয়ন করে উইকিপিডিয়া সমৃদ্ধিতে সহায়তা করার জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) মঙ্গলবার ১১:০০, ১৫ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

যোগাযোগ সম্পাদনা

আপনার সাথে যোগাযোগ করতে চাই। Mimemdad (আলাপ) ১৯:৩৮, ১ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ভাইয়া আমি আপনার সাথে দেখা করতে চাই। আমিও মোহাম্মদপুর থাকি। আপনি যদি আপনার মোবাইল নাম্বারটা কষ্ট করে দিতেন তাহলে আমি অনেক উপক্রিত হতাম।

 Nozrul islam 111 (আলাপ) ০৬:৩১, ২ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

রোলব্যাক মঞ্জুর সম্পাদনা

 

আপনার অ্যাকাউন্টের সাথে "রোলব্যাক" অধিকার যুক্ত করা হয়েছে। আপনার কিছু অবদান পর্যালোচনার পর, আমি বিশ্বাস করি ধ্বংসপ্রবণতা রোধের উদ্দেশ্যে রোল্যব্যাক অধিকারটি ব্যবহার করার জন্য আপনি বিশ্বস্ত এবং আপনি এই অধিকারটি বিশ্বস্ত সম্পাদনা প্রত্যাবর্তন বা ফেরত নেয়ার কাজে অথবা সম্পাদনা যুদ্ধের কাজে ব্যবহার করবেন না। রোলব্যাক সম্পর্কিত আরো তথ্যের জন্য, উইকিপিডিয়া:রোলব্যাক পড়ুন। আপনি যদি রোলব্যাক অধিকারটি আর ব্যবহার করতে না চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি অধিকারটি আপনার একাউন্ট থেকে প্রত্যাহার করবো। শুভ কামনা ও ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:২০, ৭ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: ধন্যবাদ। ইমতিয়াজ (আলাপ) ২০:১৬, ৭ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ তৈরির অনুরোধের তালিকা সম্পাদনা

যদি সময় পান, ইচ্ছে হলে এই নিবন্ধগুলি বাংলায় তৈরি করতে পারেন। বিশেষ:বিষয়বস্তু_অনুবাদ ব্যবহার করতে পারেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪৮, ২১ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: আচ্ছা,চেষ্টা করবো। ইমতিয়াজ (আলাপ) ০১:৪৯, ২২ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: ভাই পারলে মাঝে মাঝে এমন কিছু তালিকা ধরাইয়া দিয়েন, আগ্রহ থাকে তাহলে। ইমতিয়াজ (আলাপ) ০৮:০৭, ৪ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন
ইমতিয়াজ, আচ্ছা, রোজার পর দিব। এই মাসে কেবল উইকিপিডিয়া:অনলাইন_এডিটাথন/২০২০/রমজান। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩৬, ৪ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"Imtiaz ahmed rifat/সংগ্রহশালা ১"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।