বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

আইপিএল সম্পাদনা

ক্রিকেট বিশ্বকাপের নিবন্ধগুলি নিয়মিত হালনাগাদ করছেন তার জন্য ধন্যবাদ জানাই। আপনাকে আইপিএলের বিষয়টিও একটু দেখার অনুরোধ করি। আপনি যদি একটু সময় করে বাংলা উইকিতে আইপিএল বিষয়ক নিবন্ধগুলি দেখেন তবেই বুঝতে পারবেন কি করা দরকার। যদি পারেন তো একটু দেখেন। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:২৬, ১২ জুন ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: Thanks. I'll look into it and will try to improve it as much possible. আমি কিভাবে 'rollbacker rights' (ইংলিশ wiki র জন্যে) টি পাবো, সে ব্যাপারে সাহায্য করতে পারবেন? Thanks again. ImSonyR9 (আলাপ · অবদান)
আমার জানামতে আপনাকে en:Wikipedia:Requests for permissions/Rollback পাতায় অনুরোধ করতে হবে এর জন্য। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩৪, ১৪ জুন ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
দাদা, আইপিএল নিবন্ধগুলি তৈরি করে দেন বাংলা উইকিতে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩৭, ১ আগস্ট ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
আজ এক নিবন্ধ থেকে আপনার নাম মনে পড়ল। আপনাকে বাধাপ্রাপ্ত হতে দেখে খারাপ লাগল। আফতাবুজ্জামান (আলাপ) ০১:১০, ১১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
হ্যা, ভাই। আমি খুব আপসেট হয়েছি। যেঁ অ্যাকাউন্ট এর সাথে লিঙ্ক করে আমাকে র জন্যে ব্লক করেছে, সেই অ্যাকাউন্ট টি আমার না। দুবার আনব্লক রিকোয়েস্ট দিলাম, বিষয় টি ব্যাখ্যা করলাম। তাও ব্লক খুলল না। আমি যাওয়ার পর ইংরেজি ক্রিকেট উইকি প্রোজেক্ট ও দেখি একরকম পঙ্গু হয়ে পরেছে। অনেক পেজ ঠিক মত আপডেট হয় না, ১-২ দিন পর আপডেট হচ্ছে। আপাতত একটা বিরতি নিচ্ছি, তারপর দেখি বাংলা উইকি তে কাজ করব। ইংরেজি উইকি ছেঁড়ে দেব। ImSonyR9 (আলাপ) ১৪:১৮, ১১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছা, আপনি বাংলায় সম্পাদনা করবেন এই আশায় ২/৩ বছর অপেক্ষায় ছিলাম, না হয় আরও ২ বছর থাকব :P
আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে যখন দেখি বাঙালি তার মাতৃভাষার উইকিতে তেমন কাজ করে না, কিন্তু ইংরেজি উইকিতে হাজার হাজার সম্পাদনা করে। আমি নাম বলব না, কিন্তু এমন বেশ বাঙালি দেখেছি। বাংলা উইকিপিডিয়াকে এগিয়ে নিতে সকল বাঙালির সাহায্য দরকার।
আজ থেকেই শুরু করে দিন দাদা, অপেক্ষা করবেন না। আপাতত বিরতি নেওয়া মানে হয়ত আর করবেনই না। আফতাবুজ্জামান (আলাপ) ০১:৩৬, ১২ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

লুসিয়ান সম্পাদনা

সুধী, নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে উপরের নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। আপনার তৈরি উপরের নিব্ধটি অপসারণ করা হয়েছে। নিয়ম অনুসারে যান্ত্রিক বা গুগল ট্রান্সলেটরের অনুবাদ ব্যবহার করা যাবে না। আপনার উপরের তৈরি নিবন্ধটিতে যান্ত্রিক অনুবাদ ছিলো এবং অপসারণ করা হয়েছে। অপসারণের পর নিবন্ধটি এখন যে কেউ তৈরি করতে পারবেন। আপনিও ইচ্ছে করলে তৈরি করতে পারবেন যদি ইতিমধ্যে অন্য কেউ তৈরি না করে থাকেন। তবে, দয়া করে যান্ত্রিক অনুবাদ যুক্ত করবেন না। ধন্যবাদ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩৪, ১১ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

বাজী ধরা (ক্রীড়া) সম্পাদনা

সুধী, নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে উপরের নিবন্ধটি অনুবাদে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ। আপনার তৈরি উপরের নিব্ধটি অপসারণ করা হয়েছে। নিয়ম অনুসারে যান্ত্রিক বা গুগল ট্রান্সলেটরের অনুবাদ ব্যবহার করা যাবে না। আপনার উপরের তৈরি নিবন্ধটিতে যান্ত্রিক অনুবাদ ছিলো এবং অপসারণ করা হয়েছে। অপসারণের পর নিবন্ধটি এখন যে কেউ তৈরি করতে পারবেন। আপনিও ইচ্ছে করলে তৈরি করতে পারবেন যদি ইতিমধ্যে অন্য কেউ তৈরি না করে থাকেন। তবে, দয়া করে যান্ত্রিক অনুবাদ যুক্ত করবেন না। ধন্যবাদ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৫৫, ২৬ জুলাই ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন ২০২১ সম্পাদনা

সুপ্রিয় ImSonyR9,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের ভোটদান শুরু হয়েছে যা ৩১শে আগস্ট পর্যন্ত চলবে। সম্প্রদায়ের প্রার্থীদের তাদের প্রার্থীতা জমা দিতে বলা হয়েছিল। তিন সপ্তাহ ধরে প্রার্থীদের আহ্বানের পর ২০২১ সালের নির্বাচনে ১৯ জন প্রার্থী রয়েছেন

উইকিমিডিয়া সম্প্রদায়ের নিকট ভোটদানের মাধ্যমে আগামী তিন বছরের মেয়াদে উইকিমিডিয়া আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ এবং ট্রাস্টি বোর্ডের চাহিদা পূরণ করতে সক্ষম প্রার্থীদের নির্বাচিত করার সুযোগ রয়েছে। প্রার্থীদের সম্পর্কে জানুন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোটদান করুন। ট্রাস্টি হিসেবে কাজ করার জন্য নির্বাচন কমিটি সবচেয়ে বেশি ভোট প্রাপ্ত চারজন প্রার্থীকে নির্বাচন করবে। কীভাবে ভোট দিবেন তা জানতে এই পাতাটি পড়ুন।

নির্বাচন কমিটির পক্ষে,
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ০২:২৩, ১৮ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

কিউ স্পোর্টস নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

কিউ স্পোর্টস নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/কিউ স্পোর্টস পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। গোলা মুকি(আলাপ)১৯:৫৯, ২০ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন