বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

সম্পাদনা

রজতশুভ্র মজুমদার‎‎

সম্পাদনা

অনুগ্রহ করে রজতশুভ্র মজুমদার‎‎ নিবন্ধ সম্পাদনা করা থেকে বিরত থাকুন। আর এই সংস্করণে কি কি ভুল আছে তা এখানে নিচে লিখে জানান। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২২, ৩১ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

1) "তার লেখা প্রথম কবিতা..."
এখানে "তাঁর" হবে, "তার" নয় ।
   
2) "তার প্রথম কবিতার বই..."
এখানেও "তাঁর" হবে ।
3) "বা কাব্যগ্রন্থ হল হলুদ কাগজে তৈরি..."
এখানে "হলুদ কাগজে তৈরি" ইটালিক্স হবে ।
4) "২০০২ সালে কবিতা "পাক্ষিক"..."
এখানে  "কবিতা পাক্ষিক" পুরোটাই ইটালিক্স হবে, কোনো কোটমার্কের মধ্যে থাকবে না ।
5) "ধরন  কবিতা, কথাসাহিত্যিক..."
এখানে "কথাসাহিত্য" হবে, "কথাসাহিত্যিক" নয় ।
6) উল্লেখযোগ্য রচনাবলিতে  "বিশ্বভারতী ও তার ভবিষ্যৎ" বইটি থাকবে না, কারণ ওই বইটি রচনাবলি নয়, সম্পাদনা কর্ম ; তার পরিবর্তে হবে 'চাঁদের আলোর দেশে', 'প্রেমের গল্প', 'এক ডজন রহস্য গল্প', 'বাড়ি ভালবাসাগ্রাম', 'এই মোহভার, এত মায়াটান' ইত্যাদি । (সব নামগুলোই ইটালিক্স হবে, কোটমার্ট হবে না ।)
7) "তার পিতা..."
এখানে "তাঁর" হবে ।
8) "একটি ছোট্ট কবিতা মাধ্যমে..."
এখানে "কবিতার" মাধ্যমে হবে ।
9) "২০০২ সালে তার লেখা..."
এখানে "তাঁর" লেখা হবে ।
10)  "কবিতা পাক্ষিকে" নয়, "কবিতা পাক্ষিক" থেকে হবে । "কবিতা পাক্ষিক" কথাটা ইটালিক্স হবে, কোট মার্ক হবে না ।
11) "হলুদ বেনারসির গন্ধ নামে একটি পত্রিকাতে প্রকাশিত হয় ।"
এখানে মারাত্মক ভুল আছে ।  উপরের বাক্যে "পত্রিকাতে" শব্দটি ডিলিট করে তার পরিবর্তে যোগ করুন "কাব্যগ্রন্থ রক্তমাংস থেকে" । তাহলে সঠিক বাক্যটি দাঁড়াল :-
"হলুদ বেনারসির গন্ধ নামে একটি কাব্যগ্রন্থ রক্তমাংস থেকে প্রকাশিত হয় ।" ( "রক্তমাংস" কথাটি ইটালিক্স হবে, কোটমার্ক হবে না ।)
12) "তার লেখা উল্লেখযোগ্য..."
এখানে "তাঁর" হবে ।
13) অনিঃশেষ ফুলজন্ম ( "কবিতা" নয়, "কবিপত্র" হবে, এবং ইটালিক্স হবে, কোট মার্ক নয় ), কবরী বাঁধি আর খুলি ( "সপ্তর্ষি" হবে, এবং ইটালিক্স হবে, কোটমার্ক নয়  )
রাধা যাবেই যমুনায় ( "২০০৮, খবরওয়ালা" হবে, এবং ইটালিক্স হবে, কোটমার্ক হবে না । )
14) "তার প্রথম গদ্যগ্রন্থ..."
"তাঁর" হবে ।
15) "পুনশ্চ পত্রিকাতে প্রকাশিত হয় ।"
এখানে "পত্রিকাতে" নয়, "পুনশ্চ প্রকাশনা থেকে প্রকাশিত হয়" হবে ।
16) "২০১৩ সালে তার লেখা..."
এখানে "তাঁর" হবে ।
17) "সোপান"... এখানে ডাবল কোট হবে না, ইটালিক্স হবে ।
18)  ২০১৫ এর পর "সালে" হবে ।
19) "এক্তি" বই নয়, "একটি" বই হবে ।
20) "অভিযান"... এখানে ডাবল কোট হবে না, ইটালিক্স হবে ।
ফুটনোট : এই কুড়িটি করেকশনের পরেও আমাদের বক্তব্য হচ্ছে, এই নিবন্ধটি বহু বছরের পুরনো, তাই কবির খুব প্রথমদিকের লেখালিখি আর বইয়ের উপর ফোকাস করে লেখা । ফলে পরবর্তীকালে তাঁর লেখা বিখ্যাত ও বেস্টসেলার বইগুলির উপর কোনো ফোকাস নেই । তাছাড়া, Poetry-film বা কবিতামুভিকে বাংলা ভাষায় নিয়ে আসার ক্ষেত্রে এই উপমহাদেশে তিনিই পথিকৃৎ । সে ব্যাপারে একটি বাক্যও এই নিবন্ধে নেই । তাই আমরা পুরো নিবন্ধটিই পরিমার্জিত ও পরিবর্ধিত রূপে লিখতে চাইছি ও বারবার আবেদন করছি । কেন আপনারা বিষয়টির গুরুত্ব অনুধাবন করে অনুমতি দিচ্ছেন না ? আমরা তো রজতশুভ্র স্যারের সঙ্গে সতত যোগাযোগ রেখেই সংশোধন করতে চাই । সুতরাং আর কোনো ভুল হবার সম্ভাবনা নেই । তাই দয়া করে এই দুর্বল নিবন্ধটি নতুন করে লিখবার অনুমতি দিন । 2409:4060:209E:6B78:FDC0:27A1:FD86:9C74 (আলাপ) ০৩:০৪, ১ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন