G C Dey
বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম
সম্পাদনাসুপ্রিয় G C Dey! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা সরঞ্জামদণ্ডের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১২:২০, ৮ আগস্ট ২০১৯ (ইউটিসি) |
তালিকায় না থাকা নিবন্ধ অনুবাদ
সম্পাদনাআপনি যে স্তম্ভচিত্র অনুবাদ করেছেন তা ব্যবহারকারী:NahidSultan/নিবন্ধ তালিকাতে নেই। প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে ব্যবহারকারী:NahidSultan/নিবন্ধ তালিকা থেকে যে কোন নিবন্ধ অনুবাদ করতে হবে। তবে প্রতিযোগিতার বাইরে আপনি যেকোন নিবন্ধ অনুবাদ করতে পারেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪৬, ১০ আগস্ট ২০১৯ (ইউটিসি)
ব্যবহারকারী পাতা সংশোধন
সম্পাদনাসুপ্রিয় গোপালচন্দ্র,আমি আপনার ব্যবহারকারী পাতাটিতে কিছু সংশোধন করে দিয়েছি। যদিও অন্যের ব্যবহারকারী পাতা সম্পাদনা নীতিবিরুদ্ধ,তবুও আমি আপনার তথ্যছক তৈরির অভিপ্রায় দেখে এবং সামান্য ব্যর্থতার কারণে একটু সংশোধন করে দিলাম। যদি আপনার পাতায় আমার সম্পাদনা নিয়ে আপনার আপত্তি থাকে তো আমাকে সরাসরি বলবেন। যদি আপনার উইকিপিডিয়া তথ্যছকে আরো কিছু তথ্য সংযোজন করতে ইচ্ছুক হন,তবে করে নেবেন। কোনো অসুবিধা হলে আপনাকে জানাতে পারেন।
তমাল কৃষ্ণ মন্ডল (শুভ মহাষ্টমী) ০৮:০০, ২৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)
ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
সম্পাদনা
সুপ্রিয় G C Dey, আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত। উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন। প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। শুভেচ্ছা সহ, |
স্টার্ক প্রভাব-এ অনুবাদ সমস্যা
সম্পাদনাদাদা, স্টার্ক প্রভাব নিবন্ধের অনুবাদ বেশ যান্ত্রিক। ঠিক করুন। অনুগ্রহ করে ভবিষ্যতে অনুবাদে লক্ষ্য রাখবেন না। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০২, ২৬ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
বাংলা উইকিপিডিয়া পশ্চিমবঙ্গ সম্প্রদায়ের সাথে যুক্ত হওয়ার আহ্বান
সম্পাদনানমস্কার G C Dey মহাশয়!
আশা করি ভালো আছেন। সক্রিয় পশ্চিমবঙ্গ উইকিপিডিয়ানদের মধ্যে অবশ্যই আপনি একজন। বাংলা উইকিপিডিয়ার মানোন্নয়নের দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গ-ভিত্তিক অধিকাংশ বাংলা উইকিপিডিয়ানরা অতীতে বিভিন্ন সময়ে একত্রিত হয়েছেন তথা আমরা প্রায়শই উইকি সম্মিলনের আয়োজন করে থাকি। করোনা মহামারীর পূর্বে আমরা সর্বদাই চেষ্টা করে এসেছি প্রতি মাসের বা অন্তত দুই মাস অন্তর অন্তর দ্বিতীয় শনিবার একটি করে সম্মিলনের আয়োজন করার। সামনাসামনি দেখা সাক্ষাতে উইকিপিডিয়া সহ উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্যান্য প্রকল্পগুলির সমস্ত প্রাসঙ্গিক বিষয়ে বিশদে আলাপালোচনা করার সুযোগ ঘটে এবং তা ফলপ্রসূ হয়। সম্মিলনে অংশগ্রহণ পুরোপুরিই নিখরচায়। তাছাড়া, উইকিপিডিয়া সম্পাদনা কিম্বা ওপেন সোর্স ইত্যাদির ব্যাপারে যেকোনো প্রশ্ন থাকলে সেগুলিও সহ-স্বেচ্ছাসেবীদের নিকট জিজ্ঞেস করে নেওয়ার অবকাশ মেলে। আপনাকেও এই মাসিক মিট-আপগুলিতে উপস্থিত থাকতে বিনম্র অনুরোধ জানাচ্ছি।
তাই, উইকিপিডিয়া পশ্চিমবঙ্গ সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হতে আগ্রহী হলে দয়া করে আমার আলাপ পাতায় গিয়ে (বা সরাসরি আমায় ই-মেইল পাঠিয়ে) আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করা সম্ভব (যেমন আপনার ইমেইল ঠিকানা বা ফেসবুক প্রোফাইল বা ফোন নং) তা জানান। বাংলা উইকিপিডিয়ার সমস্ত লেটেস্ট কর্মকাণ্ডগুলি সম্পর্কে অবগত থাকতে ও আরো জানতে ইচ্ছুক হলে বিবিধ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি (ফেসবুক, ট্যুইটারে উইকিমিডিয়া বাংলাদেশ, ট্যুইটারে পশ্চিমবঙ্গের উইকিমিডিয়ান ব্যবহারকারী দল) অনুসরণ করতে পারেন। আপনার উইকি যাত্রা আনন্দময়ী হয়ে উঠুক। আপনাকে অশেষ ধন্যবাদ। -- মৌর্য্য বিশ্বাস (আলাপ) ১৩:২১, ৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ
সম্পাদনাসুপ্রিয় G C Dey,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)
বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২
সম্পাদনাসুপ্রিয় G C Dey,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে
সম্পাদনাপ্রিয় সুধী,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।
নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,
- উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
- উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।
বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV
বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)
হ্যাকাথনের আয়োজনে অংশগ্রহণের অনুরোধ
সম্পাদনাপ্রিয় G C Dey!
আপনি হয়তো অবগত আছেন, আগামী ১৫-১৬ নভেম্বর ২০২৪ বাংলা উইকিসম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের একটি বিশেষ আয়োজন হিসেবে বাংলায় প্রথমবারের মতো হ্যাকাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই হ্যাকাথনটি উইকিমিডিয়া প্রকল্পগুলোকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে নতুন ধারণা ও প্রযুক্তি ব্যবহার করে একত্রিত হয়ে কাজ করার একটি সুযোগ প্রদান করবে।
এই হ্যাকাথনে আমাদের মধ্য থেকে প্রোগ্রামার, ডিজাইনার, ডকুমেন্টেটর এবং অন্যান্য আগ্রহীরা একত্রিত হয়ে দলগতভাবে কাজ করবো এবং উইকিমিডিয়া প্রকল্পগুলোর জন্য নতুন টুল, বট বা অন্যান্য সমাধান তৈরি করবো। আপনি যদি মৌলিক প্রোগ্রামার, স্ক্রিপ্ট কিডি বা সাধারণ প্রোগ্রামার, ডকুমেন্টেটর বা অনুবাদক হিসেবে হ্যাকাথনে যুক্ত হতে চান; তাহলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন।
হ্যাকাথনটিতে অন্যান্য কারিগরি কাজের মধ্যে উল্লেখযোগ্যভাবে আপনি ফ্যাব্রিকেটরে বাংলা উইকিগুলির বাকি থাকা কাজ, খসড়া নামস্থান সংক্রান্ত কারিগরি কাজ ও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত কাজ, নথিকরণসহ কারিগরি বা মৌলিক নীতিমালা অনুবাদের কাজও করতে পারবেন।
- একনজরে
- অনলাইন হ্যাকাথন : ১৪ - ১৬ নভেম্বর ২০২৪ (শেষদিন উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
- উইকিসম্মেলন হ্যাকাথন : ১৫ নভেম্বর ২০২৪ (১৬ নভেম্বর উইকিসম্মেলনে প্রদর্শনী হবে)
- অংশগ্রহণকারী : প্রোগ্রামার, ডকুমেন্টেটর ও অনুবাদক
- নিবন্ধন ফরম : গুগল ফরমে নিবন্ধন করুন
- নিবন্ধনের শেষ তারিখ : অনলাইনের জন্য নিবন্ধনের শেষ তারিখ নেই, উইকিসম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য ১২ নভেম্বর ২০২৪ (ইউটিসি ২৩:৫৯) পর্যন্ত।
প্রযুক্তিবিদ, প্রযুক্তিপ্রেমী ও উইকিপ্রেমীদের অংশগ্রহণের অনুরোধ করছি। নিবন্ধনের পরে যোগ দিন আমাদের টেলিগ্রাম গ্রুপে
হ্যাকাথন আয়োজকদের পক্ষে,
MediaWiki message delivery (আলাপ) ০৬:৩৬, ৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)