বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম সম্পাদনা

বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০৯:৪৪, ২০ মে ২০১৮ (ইউটিসি)

মোহাম্মদ ইমন হোসেন সম্পাদনা

মোহাম্মদ ইমন হোসেন বাংলাদেশের সর্ব দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগরের উপকূলবর্তী বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেঁষে ও হযরত খাজা খানজাহান আলী (রঃ) এর স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় জন্মগ্রহন করেন ২০০২ সালের ৩০ ডিসেম্বর। পিতা আমিনুল ইসলাম লিটন স্থানীয় প্রাণি চিকিৎসক ও মাতা হনুফা বেগম। শুভ বিদ্যানিকেতন কিন্ডার গার্ডেন বিদ্যালয়ে প্রি-প্রাথমিক, আমড়াগাছিয়া উচ্চ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও আমড়াগাছিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পাঠ শেষে শরণখোলা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত।

ছোট বেলা থেকেই সাহিত্যের বই পড়ার প্রতি প্রবল আগ্রহ, লেখালেখি করে পাঠক হৃদয় জয় করতে চায়। অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে প্রকাশিত একক কাব্য গ্রন্থ "নিঃসঙ্গচারী পথিক" ও যৌথ কাব্য গ্রন্থসমূহঃ- "অনুরাগী বাঁধন", "অবেলার কাব্য", "তারুণ্যের পালকি", "স্বপ্নের ক্যানভাস", "কাব্যের ভেলা", "কবিতার আঙিনা", "মনের প্রতিচ্ছবি", "গোধূলি সময়" ইত্যাদি। Emon1T4 (আলাপ) ১৯:১২, ৬ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

নিঃসঙ্গচারী পথিক দ্রুত অপসারণ সম্পাদনা

 

নিঃসঙ্গচারী পথিক নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে

উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (বই) নীতিমালা অনুসারে এটি উল্লেখযোগ্য কোনো বই নয়

যেহেতু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ায় সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালা দেখুন। আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাখ্যা করতে পারেন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনি {{আপত্তি}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারেন এবং নিবন্ধের আলাপ পাতায় আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। গোলাম মুকিত(আলাপ)১৯:৫৫, ৬ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

তথ্য না জেনে আপত্তি জানিয়েছেন। Emon1T4 (আলাপ) ২০:৪৬, ৬ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

আপনি তথ্য না জেনে আপত্তি করেছেন। আপনার আপত্তি সঠিক নয় Emon1T4 (আলাপ) ২৩:২৩, ৬ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

মোহাম্মদ ইমন হোসেন সম্পাদনা

মোহাম্মদ ইমন হোসেন বাংলাদেশের সর্ব দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগরের উপকূলবর্তী বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেঁষে ও হযরত খাজা খানজাহান আলী (রঃ) এর স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় জন্মগ্রহন করেন ২০০২ সালের ৩০ ডিসেম্বর। পিতা আমিনুল ইসলাম লিটন স্থানীয় প্রাণি চিকিৎসক ও মাতা হনুফা বেগম। শুভ বিদ্যানিকেতন কিন্ডার গার্ডেন বিদ্যালয়ে প্রি-প্রাথমিক, আমড়াগাছিয়া উচ্চ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও আমড়াগাছিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পাঠ শেষে শরণখোলা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত।

ছোট বেলা থেকেই সাহিত্যের বই পড়ার প্রতি প্রবল আগ্রহ, লেখালেখি করে পাঠক হৃদয় জয় করতে চায়। অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে প্রকাশিত একক কাব্য গ্রন্থ "নিঃসঙ্গচারী পথিক" ও যৌথ কাব্য গ্রন্থসমূহঃ- "অনুরাগী বাঁধন", "অবেলার কাব্য", "তারুণ্যের পালকি", "স্বপ্নের ক্যানভাস", "কাব্যের ভেলা", "কবিতার আঙিনা", "মনের প্রতিচ্ছবি", "গোধূলি সময়" ইত্যাদি। Emon1T4 (আলাপ) ২০:৫০, ৬ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ভালোবাসিকা নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

ভালোবাসিকা নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে যেয়ে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোনো নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে, কোনো দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে, ও আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন ~ নাহিয়ান আলাপ ২২:০১, ৬ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ভুল সম্পাদনা সম্পাদনা

বাংলা উইকিপিডিয়ায় লেখার জন্য ধন্যবাদ জানাই। তবে না বুঝে বিভিন্ন নিবন্ধে আপনি উল্টো পালটা লিখছেন। আপনি যদি সত্যিই বাংলা উইকিকে সাহায্য করতে এসে থাকেন, তবে আপনাকে কাজ দিচ্ছি: আপনি এখান থেকে নিবন্ধ গুলি বাংলায় অনুবাদ করেন। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:১৭, ৬ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

হ্যাঁ, টাইপে সমস্যা 😊 Emon1T4 (আলাপ) ২৩:২১, ৬ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

মে 2020 সম্পাদনা

 
আপনাকে সম্পাদনা করা থেকে অনির্দিষ্টকালের জন্য বাধাদান করা হয়েছে কারণ আপনি সম্পাদনা অধিকারের অপব্যবহার করেছেন। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বাধা তুলে নেওয়ার জন্য ভালো কারণ রয়েছে, তাহলে আপনি আপনার আলাপ পাতায় এই লেখা যোগ করে বাধা তুলে নেওয়ার জন্য আবেদন করতে পারেন: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৪০, ১৪ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন